খুলনা খালিশপুরে বন্ধুদের সামনে যুবককে কুপিয়ে হত্যা
খুলনাঃখুলনার খালিশপুর উপজেলায় বন্ধুদের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে দশটায় উপজেলার লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাসিব (২২)। তিনি খালিশপুরের তৈয়েবা কলোনির হাবিবুর রহমানের ছেলে। তিনি খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের একজন কর্মী।
এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান,পূর্ব শত্রুতার জের ধরে রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার লাল হাসপাতালের সামনে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়।এসময় তাদের ধারালো দায়ের কোপে হাসিব ঘটনাস্থলে নিহত এবং জোবায়ের (২৫) ও মো. রানা (২৫) নামে দুজন আহত হন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply