বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা হযরত ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাসীর ব্যানারে লাখো মুসল্লির ঢল নামে।
বুধবার ৮ জানুয়ারি রাতে নলডাঙ্গা বাসীর ব্যানারে মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য এই মাহফিল স্থলে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দেড় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে বলে জানা গেছে। এসব ধর্মপ্রাণ মানুষগুলো বুধবার সকাল থেকে সমবেত হতে শুরু করে। মাহফিল স্থলে মানুষের জায়গা সংকট পড়ায় অনেকে বিভিন্ন ভবনের ছাদে, গাছের ঢালে, এবং টিনের চালে ঝুঁকি নিয়ে অবস্থান করে তার ওয়াজ শোনেন । আযহারীর ঘণ্টাব্যাপী বয়ানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তার ইসলামী বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন। তিনি দিন ব্যাপী শেষ দিন আখেরাত নিয়ে বয়ান করেন।
অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন নলডাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গোলজার হোসেন মাষ্টার।
এসময় বক্তব্য রাখেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার খান বিপ্লব, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম নয়ন, তরুন সমাজ সেবক ডঃ মিজানুর রহমান মাসুম প্রমূখ। মাহফিলের আয়োজক কমিটির সভাপতি জাকিরুল ইসলাম জাকির জানান, এই মাহফিলকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকে আইনশৃঙ্খলা বাহীনি মোতায়নসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালানো হয়। এর আগে আযহারী বিকেলে রংপুরের পীরগঞ্জের চতরা এলাকার আলতাব নগরে ওয়াজ-মাহফিলে উপস্থিত থেকে বয়ান করেন মিজানুর রহমান আযহারী।
Leave a Reply