খুলনায় নারী পুলিশ সার্জেন্টের আত্মহত্যার চেষ্টা করে। রুপসা নদী থেকে বুধবার রাতে উদ্ধার করা হয়েছে।
নিজেস্ব প্রতিবেক,খুলনা থেকেঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র নারী পুলিশ সার্জেন্ট শিলাকে রূপসা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাত ৮টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে ঐ নারী পুলিশ সার্জেন্ট রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
কেএমপি সূত্রে , সার্জেন্ট শিলা আক্তার ৭ দিনের মেডিকেল ছুটিতে রয়েছেন। ২০১৭ সালে তিনি পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তির পর কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাকে দেখতে যান। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Leave a Reply