অন্যধারা সাহিত্য সংসদের ২০৭ তম সাহিত্য আড্ডার মধ্যমণি হয়েছেন কবি সৌমিত্র দেব । সম্প্রতিশুক্রবার ২২ ইন্দিরা রোডে অনুষ্ঠিত সেই আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিলু কবির। সভাপতি ছিলেন কল্যাণ চক্রবর্তী।আলোচক ছিলেন মীনা মাশরাফি, সঞ্চালনায় ছিলেন ক্যামেলিয়া আহমেদ।উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মির্জা আশ্রাফ, হুমায়ুন কবির, মোজ্জাফর বাবু, অনিকেত, হেলাল উদ্দিন, হামিদা পারভিন সম্পা, নুরুন্নাহার,কবি আহসান কবির সহ আরো অনেকে ।
Leave a Reply