সাভারে একটি বিদ্যালয়ে ৯৩ ক্লাবের উদ্যোগে ১ হাজার দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারে শীতবস্ত্র বিতরণ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন সামাজিক সংগঠন ক্লাব-৯৩।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রায় সহস্রাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়ে।
ক্লাবের যুগ্ম আহবায়ক কামরুল হাসান শাহীন জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ১ হাজারের বেশি শীতার্তদের মাঝে কম্বল গ্রহণের কার্ড বিতরণ করেন সংগঠনটি বিভিন্ন সদস্যরা। কম্বল গ্রহণের সেই কার্ড দেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির আহবায়ক ওবায়দুর রহমান অভি জানান, ক্লাব ৯৩ একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলো। তিনি আরো বলেন আমাদের এই ক্লাব-৯৩ এ ডাক্তার, এডভোকেট, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সদস্য রয়েছে। তাদের সবার সহযোগিতায় আমাদের ক্লাব-৯৩ আগামীতেও এ ধরনের সেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকবে।
তিনি আরো জানান,আগামীকাল শনিবার সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র সিআরপিতে শীত বস্ত্র বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কামরুল হাসান শাহীন ক্লাবের অন্যন্য সদস্যগন।
Leave a Reply