রফিকুল ইসলাম জিল্লু,আশুলিয়া থেকেঃ
ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জিরানো বাজার টেঙ্গুরির কোনাপাড়া এলাকার বাচ্চু মন্ডলের ভাড়া বাড়ি থেকে তানজিনা আক্তার (২২) নামের এ মৃত্যদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানজিনা আক্তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সিথা গ্রামের তারা মিয়ার মেয়ে। তিনি গোহাইলবাড়ি বটতলা এলাকার ডিজাইনার ফ্যাশনে জুনিয়র অপারেটর হিসাবে কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
Leave a Reply