স্পোর্টস সংবাদঃ
বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আলোচনার বিষয় মাশরাফি বিন মুর্তজার অবসর। মাঝে জিম্বাবুয়েকে নিয়ে মাশরাফির অবসরের মঞ্চ সাজানোর পরিকল্পনাও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সে সময় বিসিবির ডাকে সাড়া দেননি ওয়ানডে অধিনায়ক।
ইংল্যান্ড থেকে ফিরে পুরো ক্রিকেট থেকেই নিজেকে আড়ালে রাখেন মাশরাফি। অবশ্য বাংলাদেশের সূচিতে কোনো ওয়ানডে সিরিজ ছিল না। তবে অন্য সময় খেলা না থাকলেও শেরেবাংলায় প্রায় দেখা যেত ওয়ানডে অধিনায়ককে। এবার আর সেটা হয়নি।
নতুন বছরে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট, টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজও খেলবে জিম্বাবুয়ে। তাতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে মাশরাফির ওয়ানডে সিরিজে অংশ নেওয়া ও অবসর নিয়ে। সেই আগ্রহ থেকেই গতকাল শুক্রবার জানতে চাওয়া হয় মাশরাফির অবসর প্রসঙ্গে। কিন্তু জবাবে অধিনায়ক অনেকটা রাগই ঝাড়লেন। জানালেন, ফুলের তোড়া নিয়ে খেলার মাঠ থেকে তাঁকে বিদায় দেওয়ার দরকার নেই। মূলত খেলাটা উপভোগ করেন বলেই চালিয়ে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
বিপিএলে ঢাকার হয়ে খেলছেন মাশরাফি। নিজেদের ১১তম ম্যাচ শেষে সংবাদমাধ্যমে মাশরাফি বলেন, ‘আমি যখন টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি, তখন অনেক কারণ আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারতাম । কিন্তু আমার মনে হয় না কোনো কিছু আমি বলেছি। আমি অভিমান নিয়ে চলি না, ভাবিও না । সে সময় আমার অবসর নিয়ে আপনারা নিজেই বলতে পারবেন, আমাকে সবাই অবসর করিয়ে দিয়েছে। আমি নিজেও সে জায়গাতে অবস্থান করছি । আমি ক্রিকেট উপভোগ করি বলেই খেলছি। এখন মাঠ থেকে অবসর নেব নাকি নেব না, সেটা নিয়ে চিন্তা করিনি। সে রকম পরিস্থিতি আসলে বা ক্রিকেট বোর্ড যদি মনে করে অবসরে যেতে হবে, তাহলে চিন্তা করব। আমি আমার জায়গায় ঠিক আছি, বিপিএল খেলছি । সামনে ঢাকা লিগ খেলব, উপভোগ করব। সব সময় জাতীয় দলে খেলতে হবে এমন তো নয়।
জাতীয় দলে না খেললে আপনি খেলোয়াড় না, এমন তো নয় । আমাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই। আমাকে সবাই মাঠ থেকে বিদায় দেবে, ফুলের তোড়া দিয়ে সবাই শুভেচ্ছা জানাবে, সেটার কোনো প্রয়োজন নেই। আমি যে রকম আছি, ভালো আছি, খেলাটা উপভোগ করছি।’
ইংল্যান্ড বিশ্বকাপে খুব বাজে কেটেছে মাশরাফির। নয় ম্যাচে পেয়েছেন মাত্র একটি উইকেট। ইকোনমিও ভালো ছিল না। ফিরেও খেলায় ছিলেন না। এরপর ব্যক্তিগতভাবে নিজেকে জাতীয় দলে দেখছেন না মাশরাফি। তবে সুযোগ পেলে এখনো সেরাটা দিতে চান নড়াইল এক্সপ্রেস, ‘জাতীয় দলে খেলতে নির্বাচকদের একটা বিষয় আছে। বিশ্বকাপে ৯ ম্যাচে এক উইকেট নেওয়ার পর আমি নিজেকে জাতীয় দলে দেখছি না। নির্বাচকরা যদি সুযোগ দেয় আমি বলব, এখনো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বাজে খেলার পর কীভাবে বলব যে আমি জাতীয় দলে সুযোগ পাব। আমার জায়গাতে অন্য কেউ হলে আরো আগে বাদ পড়ত।
শ্রীলঙ্কা সিরিজে ছিলাম, ফিরে আসবার একটা সুযোগ ছিল। সাকিবও ছিল না, সবকিছু মিলিয়ে সুযোগ এসেছিল। এর পর থেকে খেলার মধ্যে আমি নেই। নির্বাচকদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তাই একপক্ষ থেকে কিছু বলতে পারছি না। আমি খেলছি, উপভোগ করছি, যদি সুযোগ আসে চেষ্টা করব। তারা যদি মনে করে আমার খেলা উচিত, অবশ্যই। কারণ দিনশেষে ক্রিকেট আমার কাছে সব। আমি মন দিয়ে খেলছি সেটা জাতীয় দলে খেলি বা না খেলি।’
Leave a Reply