বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম শীর্ষ আইপি টেলিভিশন জিবাংলার ২য় বর্ষ পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শেখ এ কে আজাদঃ

জিবাংলা টিভির সফলতা কামনা করে বলেন সত্য ও বস্তু নিষ্ঠা সংবাদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। ভবিষ্যতে জিবাংলাটিভি এগিয়ে যাবে নব দিগন্তে উদ্যোগে প্রধান অতিথি বিচারপতি এম ফারুক এ কথা বলেন।

বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম শীর্ষ আইপি টেলিভিশন জিবাংলার ২য় বর্ষ পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার পাশাপাশি প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষন কর্মশালা শুক্রবার ১০ জানুয়ারী এ অনুষ্ঠান সম্পন্য হয়েছে। সেই সাথে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকার বনশ্রী অফিসে অনুষ্ঠিত ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় বিজ্ঞাপনদাতা এবং বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকি উপস্থিতে সভাপতিত্ব করেন জিবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুল হক ফজলু।


জিবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিভিন্ন জাতীয় ইস্যুগুলোকে সম্পূর্ণভাবে সামনে তুলে ধরার জন্য ঢাকার মতই জেলা ও উপজেলা থেকে আসা খবরগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন আগামীতে চ্যানেলটি বিভিন্নভবিষ্যৎ দিনের পরিকল্পনা সম্পর্কে ও উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকল প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং চ্যানেলটির শুরু থেকেই সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া জিবাংলা টিভির জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

সম্মেলন ও বর্ষপর্তী অনুষ্ঠান শেষে প্রতিনিধিদের মাঝে প্রশিক্ষণ সনদ তুলে দেন বিচারপতি এম এ ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ডিরেক্টর, শেখ ওয়াহিদ মুরাদ, উপদেষ্টা নিয়াজ মুর্শেদ সোহেল, এসএম মোর্শেদ, স্টাফ রিপোর্টার রায়হান চৌধুরী, ইব্রাহিম হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *