ঢাকা রেঞ্জ সম্মেলন কক্ষে ফেসবুক আইডি নিরাপত্তা সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার ১২ জানুয়ারি ঢাকা রেঞ্জ কার্যালয়ে কর্মরত বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীগণ এ কর্মশালায় যোগ দেন। ঢাকা রেঞ্জ মিডিয়া ও ফোর্স শাখার আয়োজনে এ কর্মশালায় ফেসবুক ও ইমেইল এর নিরাপত্তা বিষয়ে বিশদ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় ঢাকা রেঞ্জের আরওআই মোঃ নাঈমূল বাশারের উপস্থিতিতে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান।
উল্লেখ্য,যে ঢাকা রেঞ্জের প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে ফেসবুক আইডি নিরাপত্তা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply