Blog

  • শ্রীপুরে শাক তুলতে গিয়ে শীতলক্ষ্যায় পা পিছলে নিখোঁজ হওয়া ছাত্রী উদ্ধার

    শ্রীপুরে শাক তুলতে গিয়ে শীতলক্ষ্যায় পা পিছলে নিখোঁজ হওয়া ছাত্রী উদ্ধার

    শ্রীপুরে শাক তুলতে গিয়ে শীতলক্ষ্যায় পা পিছলে নিখোঁজ হওয়া ছাত্রী উদ্ধার

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর):

    গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের কিনারাঘাট এলাকায় পা পিছলে শীতলক্ষ্যা নদীতে পড়ে কণিকাী (১৬) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছেন।

    মঙ্গলবার (২৩ই জুন) সকাল সোয়া দশটার দিকে এঘটনা ঘটে। কণিকা ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে। সে ২০২০সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ধামলই উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিক হায়দার জানান, বেলা সোয়া দশটার দিকে কণিকা বাড়ির পাশের খেতে শাক তুলতে যায়। শাক তোলার সময় তা পায়ে লাগা কাদা পরিষ্কার করার জন্য শীতলক্ষা নদীর পাড়ে গেলে সে পিছলে নদীতে পড়ে যায়। নদীর অপর পাশ থেকে স্থানীয়রা ঘটনাটি দেখে কণিকার স্বজনদের জানান। তাকে উদ্ধারে অপর পাশ থেকে লোকজন আসার আগেই সে পানিতে তলিয়ে যায়। এখনো পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।

    ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আল মামুন জানান, ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছিয়েছে আদা ঘন্টার চেষ্টা করে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় মেম্বার ও পরিবারের কাছে লাশটি হস্তান্তর করেন।

  • করোনা ভাইরাস থাকবে-যতদিন বাড়ি ভাড়া দিতে হবে না এমন মহৎ উদ্যোগ করেছেন রাজধানীর এক বাড়ির মালিক

    করোনা ভাইরাস থাকবে-যতদিন বাড়ি ভাড়া দিতে হবে না এমন মহৎ উদ্যোগ করেছেন রাজধানীর এক বাড়ির মালিক

    করোনা ভাইরাস থাকবে-যতদিন বাড়ি ভাড়া দিতে হবে না এমন মহৎ উদ্যোগ করেছেন রাজধানীর এক বাড়ির মালিক

    ডেক্সসংবাদঃ
    করোনা থাকবে-যতদিন বাড়ি ভাড়া দিতে হবে না ততদিন রাজধানীর সায়েদাবাদের ওই বাড়ি মালিকের নাম শেখ শওকত আলী। তিনি মার্চ ও চলতি মাসের ভাড়াও মওকুফ করলেন।

    বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় যেখানে ঝড়ের রাতেও ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটছে সেখানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই বাড়ির মালিক। করোনাভাইরাসের প্রকোপ যতদিন থাকবে ততদিন ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়িভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে গত মার্চ ও চলতি মাসের ভাড়াও নেননি তিনি।
    রাজধানীর সায়েদাবাদের এলাকার ওই বাড়ি মালিকের নাম শেখ শওকত আলী। তার এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেক বাড়ি মালিক ভাড়া মওকুফের চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। মহান ব্যক্তি শওকত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    শওকত আলী জানান, রাজধানীতে তার দুটি বাড়িসহ কয়েকটি দোকান রয়েছে। সেখানে প্রায় ৩৫জন ভাড়াটিয়া রয়েছে। এ থেকে তিনি প্রতিমাসে অন্তত চার লাখ টাকা ভাড়া মওকুফ করেছেন। আজ করোনাভাইরাসের কারণে তার ভাড়াটিয়াদের মধ্যে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। মানবিক দৃষ্টিতেই তিনি গত দুই মাসের সব ভাড়া মওকুফ করে দিয়েছেন। করোনাভাইরাস যতদিন থাকতে ততদিন তিনি বাড়ি ভাড়া নিবেন না বলেও ঘোষণা দেন। এ ছাড়া প্রত্যেক ভাড়াটিয়ার মাঝে চাল, ডাল, আলু, লবণ, চিনি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও বিতরণ করে যাচ্ছেন তিনি। আমি আশা করবো এই পরিস্থিতিতে ঢাকার সব বাড়ি মালিক অন্তত এ ধরনের উদ্যোগ নেবেন এবং তারা যেন ভাড়াটিয়ার সাথে সত্য আচরন করেন । কারণ ঢাকায় যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের বেতন বা আয়ের অর্ধেকই বাড়ি বাড়ায় চলে যায়। এটা মওকুফ করে দিলে মানুষকে আর কারও কাছে হাত পাততে হবে না। এই উদ্যোগ নিলে মধ্যবিত্তসহ সবার উপকার হবে। এতে রাষ্ট্রের উপর চাপ কমবে।
    এই বাড়ি মালিক আরও বলেন, মাত্র এক মাসের ভাড়া পরিশোধ করতে না পারায় কলাবাগানের একজন বাড়ি মালিকের কাণ্ড আমার হৃদয়ে পীড়া দিয়েছেন। প্রতিদিন এমন অহরহ ঘটনা ঘটছে। আগামী মাস থেকে অনেক ভাড়াটিয়া ভাড়া দিতে পারবেন না। তাই আমি সব বাড়ি-মালিকদের অনুরোধ করবো তারা যেন এই উদ্যোগটি নেন।

  • প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে নিয়ে কটুক্তি করায় জননিরাপত্তা আইনে নেতা রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের

    প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে নিয়ে কটুক্তি করায় জননিরাপত্তা আইনে নেতা রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের

    প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে নিয়ে কটুক্তি করায় জননিরাপত্তা আইনে নেতা রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের

    নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে কটুক্তি ও গালিগালাজের অভিযোগে রাজু আহমেদ (৪০) নামে এক শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর এই মামলা করেছেন।রোববার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ। এর আগে শনিবার (২০ জুন) গভীর রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় রাজু বাসায় অবস্থান করছিল, খবর পেয়ে সে রাতেই হাওয়া হয়ে যায়।
    রাজু আহমদে আশুলিয়ার চাঁনগাও এলাকার শহীদুল্লাহর ছেলে। তিনি নিজেকে যুবলীগ/শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচয় দেন।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কখনও আশুলিয়া ইউপি যুবলীগ, কখনও শ্রমিক লীগ আবার কখনও কৃষক লীগের নেতা পরিচয় দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে উদ্দেশ্য করে অশোভন ও অকথ্য ভাষায় গাল মন্দ সহ প্রকাশ্যে মানহানিকর বক্তব্য রটিয়ে বেড়াতো। তিনি জাতীয় নির্বাচনে সিল মেরে ত্রাণ প্রতিমন্ত্রীর নির্বাচন করে পাশ করিয়েছে বলে বক্তব্য দান করে জাতীর নির্বাচনকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ত্রান প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজের একটি অডিও রেকোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি আইডি থেকে ছড়িয়ে দেয়া হয়। ওই অডিও রেকোর্ডের মাধ্যমে অশালিন গালিগালাজ ও মানহানিকর তথ্য পোষ্ট করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সম্মানহানী হওয়ায় তার বিরুদ্ধে আইসিটি মামলা দায়ের করা হয় ।
    মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভুঁইয়া জানান, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করা রাজু আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
    এঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
    জানা যায়,অভিযুক্ত আশুলিয়ার চাঁনগাঁয়ের বাসিন্দা রাজু আহমেদ নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে থাকেন। এছাড়া রাজু গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের মালিকও তিনি।তিনি তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি চাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।তিনি আশুলিয়ার একটি সড়কের রিপিয়ারিং কাজ নিজ অর্থে করিয়ে সরকার বিরোধী বক্তব্য প্রদান করে জনপ্রিয়তা লাভের চেয্টা করেন।তার অবৈধ ইট খোলার ব্যবসা আছে।
    সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায়, রাজু আহমেদ নামে নিজেকে যুবলীগ নেতা পরিচয়দানকারী ওই ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে নানা বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। কখনও ব্যক্তিগত আবার কখনও রাজনৈতিক বিষয়ে নিয়ে সরকার বিরোধী বিভ্রান্তিকর মন্তব্য করছেন তিনি।
    অডিও রেকর্ডটি হুবহু তুলে ধরা হলো-
    ‘আজিজ (বর্তমান সেনাপ্রধান) সাহেব আমার দাদা শশুরের ক্লোজ বন্ধু, ক্লাসমেট, দোস্তর দোস্ত, বন্ধুর বন্ধু। সেনাপ্রধান, প্রাইম মিনিষ্টার, রাষ্ট্রপতির সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক নাই, বাংলাদেশে এমন কেউ নাই।’
    আশুলিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার বিষয়ে এই প্রতারক বলেন, ‘মন্ত্রী এনাম সাহেবরে আমি লিখছি- ভাই আপনিতো বললেন এটা খুব খারাপ কাজ হইছে, বেআইনি কাজ হইছে। আপনাদের তাদের নিয়ে টান দেন কেন? উনি টান দেয়, সাহাবুদ্দিন (আশুলিয়া ইউপি চেয়ারম্যান) ধরে রাখে। এই বাইনচোদ এনাম! এই কথাটা একটু বলতে চাইছিলাম- আমি রাজু, আমার কিন্তু এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার নাই। আমি রাজু, আশুলিয়ার একটাই। আর কোন রাজু তৈরি হয় নাই, অনেক আগে থেকেই। আমাকে সাভার-আশুলিয়ার মানুষ আমাকে চেনে। যত সিআইডি, রিকশাওয়ালা, মুচি সবাই চেনে।’
    ‘এনামের নির্বাচন-টির্বাচন করে দিলাম। আমার এলাকায় ভোটমোট পাইলাম। সিলমিল সহ মাইরা দিলাম সত্য কথা। আশুলিয়া কেন্দ্র আমি দেখছি। এই খানকির পোলায় ৪-৫ মাস আগে আমার ছোট ভাইয়ের বিয়া গেছে, দু:খের কথা ভাই। আমি এনামের বাসায় গিয়া বইসা রইছি দাওয়াত দেওয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী, আমি, উ..(এনাম) একসাথে বসছি। কামাল (বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী) ভাই কিন্তু আমার আত্মীয়। কামাল ভাই, আমার দাদার বন্ধুর ছেলে। যাই হোক ভাই দ্যাহেন- উ..(এনাম) করল কি গাড়ীর সামনে বইসা, আমাগো কি প্যারাডো গাড়ি নাই মাদারচোদ। প্যারাডো গাড়িতে আমরা চলি না? গাড়ির মধ্যে বইসা আমারে এনাম কয়- আপনি কে? আমি বললাম যে রাজু ভাই। আমার বাসা আশুলিয়া।’
    এছাড়া এই রাজুর বিরুদ্ধে আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয় সে গত কয়েক মাস আগে ফেসবুকে একটি স্ট‍্যাটাস দেন বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যর্থ সরকার এই সরকারের পদত্যাগ করা উচিত। এছাড়া পরিবেশ দূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তর সাভার ও আশুলিয়ায় অবৈধ ইটভাটা বন্ধ করে দিলে তিনি আমিনবাজার এলাকায় সরকারের বিরুদ্ধে একটি মানববন্ধনে অংশ গ্রহন করে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।
    অডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এই রাজুর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন এই অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
    অন‍্যদিকে, এবিষয়ে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়শনের সভাপতি পারভেজ দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন কথিত এই যুবলীগ নেতার বিরুদ্ধে সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মামলা দায়ের করবেন বলে জানান। কথিত যুবলীগ নেতা রাজুর বাড়ি আশুলিয়ার চাঁনগাঁও এলাকায় সে চার বছর আগে থেকেই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে নিজ এলাকায় একটি অট্টলিকা বাড়ি নির্মাণ করেছেন।
    এঘটনায় নিজের অপকর্ম আড়াল করতে গত শুক্রবার নিজ এলাকায় কিছু লোকদেরকে নিয়ে এক লোক দেখানো সংবাদ সম্মেলন করে নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করেন ও বলেন তার কথা বিকৃত করে একটি মহল ফেসবুকে অডিও রেকর্ড বের করেছেন।
    আশুলিয়া পুলিশ সুত্র জানায় অডিও রেকর্ডটি যাচাই বাছাই করেই মামলা দায়ের করা হয়েছে।

    বিচারের আওতায় এনে এসব কুলাঙ্গার নেতাগনের ফাঁসি হওয়া দরকার,দাবী করছে অনেকে।

  • করোনা ভাইরাসে বর্তমান সময় নিয়ে বিনয়ের সহিত প্রিয় সাভার বাসীর উদ্দেশ্য যা বলছেন -ডা. সায়েমুল হুদা

    করোনা ভাইরাসে বর্তমান সময় নিয়ে বিনয়ের সহিত প্রিয় সাভার বাসীর উদ্দেশ্য যা বলছেন -ডা. সায়েমুল হুদা

     করোনা ভাইরাসে বর্তমান সময় নিয়ে বিনয়ের সহিত প্রিয় সাভার বাসীর উদ্দেশ্য যা বলছেন -ডা. সায়েমুল হুদা

    সাভারে কোথায় কোথায় লকডাউন হবে তা নিয়ে চিন্তিত না হয়ে নিজের ও নিজের পরিবারের কথা ভাবুন।

    প্রথমত আসুন সবাই সচেতন হই, তারপর সবাই মাস্ক সঠিকভাবে পরিধান করি, সামাজিক দূরত্ব বজায় রাখি সাবান দিয়ে বারবার হাত ধোয়ার অভ্যাস করি।

    সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, যুব সমাজ, স্বেচ্ছাসেবক,সকলের প্রতি অনুরোধ থাকবে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার এলাকা ভিত্তিক০৩ (তিন)লেয়ার বিশিষ্ট মাস্ক বিতরণ করুন বিনামূল্যে।
    দেখবেন জীবন ও জীবিকা দুটোই ফলপ্রসূ হবে।

    বিঃদ্রঃ বাস্তবতার সাথে মিল রেখে আমাদের কাজ করতে হবে।প্রানবন্ত থাকতে হবে,পজিটিভ চিন্তা করতে হবে।ভাল ঘুম খুবই প্রয়োজন, আপনার হাসিমুখ আপনার, আপনার পরিবারের ও দেশের রোগমুক্তির আরেকটি মহৌষধ।

    ডা. সায়েমুল হুদা
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা
    সাভার, ঢাকা।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • কবিতাঃ করোনা সন্দেহ ! কে আপন?

    কবিতাঃ করোনা সন্দেহ ! কে আপন?

    কবিতাঃ করোনা সন্দেহ ! কে আপন?

    সকাল বেলা হঠাৎ করে হাচিঁ দিলাম যখন,

    পাশে থেকে বউটা ভয়ে লাফিয়ে উঠলো তখন।

    দুপুর বেলা হঠাৎ করে গায়ে এলো জ্বর,

    বন্ধুরা সব চিৎকার করে বলল এখন সর।

    মাথা ব্যাথা নিয়েই যখন চলে আসলাম বাড়ি,

    বউটা দেখি বাচ্চা নিয়ে চলছে বাবার বাড়ি।

    বললাম তারে কোথায় গো যাও কথা বলো’ না,

    করোনা’তে ধরেছে তোমায় তাও কি বোঝ’ না।

    সন্ধাবেলা গলা ব্যাথায় ভয় পেয়ে যায় আমি,

    মনে হলো সত্যিই আমি করোনার আসামি।

    ডাক্তার যখন রক্ত নিল পুলিশ আসলো তখন,

    লাল ফিতা সব বেধে দিল বাড়ি লকডাউন।

    দুরে গেল আশে পাশে আপন যারা ছিল,

    করোনা ভাইরাস এখন আমায় মানুষ চেনালো।

    বাড়িতে শুধু মা রয়েছে সবাই গেছে চলে,

    মাঝে মাঝে কিছু মানুষ মোবাইলে কথা বলে।

    মহাবিপদে পাশে শুধু পরে রইলো মা,

    তাইতো বলি মা’গো তোমার নেইকো তুলনা।

    আস্তে আস্তে জ্বর তো গেলই গেল সর্দি কাশি,

    এখন আমি ভালোই আছি নেইতো কোন হাচিঁ।

    হাসতে হাসতে বউটা এসে কামড় দিয়ে জীভ,

    বলল আমায় দেখো তোমার রিপোর্ট নেগেটিভ।

    শুধু শুধুই কষ্ট দিলাম ক্ষমা করো মোরে,

    শত বিপদেও যাব না আমি কভু তোমায় ছেড়ে।

    করোনা তুমি শিখিয়ে দিলে কে আপন কে পর,

    মায়ের চাইতে নেই তো আপন বাকি সব পর।

    #মা_গর্ভধারিনী_মা_আমার?

    সংগ্রহীত-ফেসবুক

  • সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

    সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

    সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম। গ্রেফতার বুকল মিয়া নাটোর জেলার লালপুর থানার নাভিরআড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।

    পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো গত শনিবার বাবা-মা তাদের দুই সন্তানকে ঘরে রেখে কারখানায় কাজে যান। এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই শিশুদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। বাবা-মা কারখানা থেকে ফিরে শিশুদের অসুস্থ দেখতে পেলে প্রাথমিক জিজ্ঞাসায় শিশুরা জানায়, বকুল মিয়ার দেয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাড়াটিয়ারা বকুলকে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মধ্য রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় বকুল মিয়াকে গ্রেফতার দেখায়।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

  • সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর রত্না হত্যার রহস্য উদঘাটন, ঝিনাইদহ থেকে গ্রেফতার ১

    সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর রত্না হত্যার রহস্য উদঘাটন, ঝিনাইদহ থেকে গ্রেফতার ১

    সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর রত্না হত্যার রহস্য উদঘাটন, ঝিনাইদহ থেকে গ্রেফতার ১

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    হত্যাকাণ্ডের ৩ দিন পর সাভারের আশুলিয়ার চাঞ্চল্যকর রত্না বেগম (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ইলিয়াস (২৫) কে গ্রেফতার করেছে এসআই মো. আল মামুন কবিরের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি টিম। শনিবার (২১ জুন) গভীর রাতে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদারের সার্বিক দিক-নির্দেশনায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার পোশাক শ্রমিক রত্না বেগমকে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারী।

    গ্রেফতার ইলিয়াস (২৫) মাগুড়া জেলার শ্রীপুর থানার সফি মন্ডলের ছেলে। এছাড়া নিহত রত্না বেগম (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি আশুলিয়ার বেরন এলাকার বাবুল মিয়ার মালিকানাধীন ভাড়া বাড়িতে থাকতো। এছাড়া তারা উভয়েই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতো।

    পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার রত্না বেগম ও হত্যাকারী ইলিয়াস আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় চাকুরী করতো। সেই সুবাদে ইলিয়াসের সাথে রত্নার পরিচয় ঘটে এবং তাকে ধর্মের বোন হিসেবে সম্বোধন করে। একপর্যায়ে ধর্মের বোন ডাকা ইলিয়াসকে বিয়ে করার আশায় রত্না তার স্বামীকে ডিভোর্স দেয়, সেই ঘরে রত্নার ১৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে ইলিয়াস রত্নাকে বিয়ে না করে প্রিয়া নামের একটি কুমারী মেয়েকে বিয়ে করলে বিপত্তি হয় তাতে। ইলিয়াসের নতুন বিয়ের কথা রত্না বেগম না জানলেও তাদের মাঝে ছিলো ভালোবাসার কমতি। রত্না বেগমকে ইলিয়াস আর আগের মতো সময় দিতোনা। সময় কম দেওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া মারামারি হতো। অবশেষে ইলিয়াস দুকুল সামলাতে না পেরে রাতের আঁধারে শ্বাসরোধ করে রত্নাকে হত্যা করে পালিয়ে যায়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন কবির জানান, রত্না বেগমকে হত্যার পর হত্যাকারী নিজেই রত্নার আপন ভাই মঞ্জুরুল ইসলামকে হত্যার বিষয়টি ফোন করে জানায়। পরে মঞ্জুরুল ইসলাম বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করলে বুধবার রাত ১১টার দিকে ঘরের তালা ভেঙ্গে রত্না আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়।

    এরপরই ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদারের সুদক্ষ দিক নির্দেশনায় ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ৷ শুরু হয় রাত দিন এক করে হত্যাকারীকে গ্রেফতারের প্রাণপণ চেষ্টা। কিন্তু ইলিয়াস তো যেমন তেমন ছেলে নয়, সে তো নিজের ফোন বন্ধ করেছেই সাথে তার সকল আত্মীয় স্বজনেরও। পুলিশ কর্মকর্তা আল মামুন কবিরও নাছোরবান্দা, হাল ছাড়েননি বরং হত্যাকারীকে গ্রেফতারে পরিচালনা করেন সাড়াশি অভিযান। পরবর্তীতে ৩ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ঝিনাইদহ জেলার একটি বাড়ি থেকে হত্যাকারী ইলিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হন।

    এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • একদিনে জাতীদলের তিন ক্রিকেটার করোনা পজেটিভ

    একদিনে জাতীদলের তিন ক্রিকেটার করোনা পজেটিভ

    একদিনে আক্রান্ত জাতীদলের তিন ক্রিকেটাসহ ৫ জন করোনা পজেটিভ

    সত্যেরসংবাদডেক্সঃ
    মহামারি করোনাভাইরাসের থাবা দিন দিন বিস্তৃত হচ্ছে। এতে আক্রান্ত হচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ। এবার ক্রিকেটাঙ্গনে থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। একদিনেই আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তিনজন ক্রিকেটার।

    শনিবার সকালে খবর পাওয়া যায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত।
    দুপুরে খবর পাওয়া গেল নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার করোনা ভাইরাসে পজেটিভ।
    একই দিনে সন্ধ্যায় খবর এলো জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত।

    বাংলাদেশে বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রথম উপস্থিতি শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যায় যোগ হচ্ছে নতুন মাত্রা। সারা বিশ্বের পাশাপাশি প্রতিদিন বাংলাদেশেও মারা যাওয়া এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ২৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ আট হাজার ৭৭৫ জন।

    মাশরাফির করোনা ফলাফল পজিটিভ আসে শুক্রবার। তবে বিষয়টি গণমাধ্যমে প্রচারে আসে শনিবার। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

    সূত্র জানায়, গত কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

    এর আগে গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে মাশরাফির শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

    জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর শরীরে গত সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার করোনা পরীক্ষা করিয়ে দুপুরে তার করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। এখন তিনি নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তার বাবা-মাও করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

    এর আগে ক্রিকেটার ১২ মে আশিকুর রহমান ও ১৫ মে সজিব দাস আক্রান্ত হয়েছিলেন বলে খবর পাওয়া গেছে।

  • করোনা আক্রান্ত থেকে মুক্তি পেতে আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারিঃ এমপি মাশরাফি

    করোনা আক্রান্ত থেকে মুক্তি পেতে আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারিঃ এমপি মাশরাফি

    করোনা আক্রান্ত থেকে মুক্তি পেতে আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারিঃ এমপি মাশরাফি

    সত্যেরসংবাদডেক্সঃ ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার স্ত্রী সুমনা হক,
    শাশুড়ী ও সুমির বড় বোন রিক্তা করোনায় পজেটিভ হওয়ার পর করোনা আক্রান্ত হলেন তিনি।

    দু’তিনদিন আগে থেকেই জ্বরে আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা। সে সঙ্গে ছিল শরীর ব্যাথাও। পরে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। অবশেষে জানা গেলো, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত।

    ঘনিষ্ঠ বন্ধু সৌমেন চন্দ্র বসু এ জানিয়েছেন, ম্যাশ আপাতত বাসায় থাকলেও তার পরিবারের বাকি সদস্যরা নিরাপদেই আছেন।
    শুক্রবার ১০১ জ্বর থাকলেও আজ শরীরের তাপমাত্রা ৯৯ এ নেমে এসেছে। তবে, হালকা ঠান্ডাও মাশরাফীর।
    এ ব্যাপারে মাশরাফীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তার বন্ধু বাবলুর জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

    শনিবার দুপুরের পর থেকেই মিডিয়ায় সংবাদ পরিবেশন করা হয়েছে। এমনকি মাশরাফির বরাত দিয়ে, তিনি যে ঢাকায় মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন, সে ব্যাপারেও সংবাদ পরিবেশিত হয়েছে।

    তবে শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার খানিক আগেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি আনুষ্ঠানিকভাবেই জানালেন, তিনি করোনা আক্রান্ত। এ নিয়ে একটা পোস্ট দিয়েছেন তিনি। সেখানে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন মাশরাফি। একই সঙ্গে সবাইকে বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন। প্রয়োজনীয় বিধি-নিষেধ মেনে চলার জন্যও আহ্বান জানিয়েছেন।

    নিজের ফেসবুক পেজে মাশরাফি লেখেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

    আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

  • যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত

    যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত

    যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত

    ডেক্সসংবাদঃ
    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নুরুল ইসলাম জানান, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

    তিনি বলেন, এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে।

    জানা গেছে, শুধু তিনি নন তার এক মেয়ে ও মেয়ের স্বামীও অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তাদের বাসার কয়েকজন কর্মী অসুস্থ হওয়ায় ছুটিতে পাঠানো হয়েছে।

    যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। তাছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায়ও রয়েছে এই গ্রুপটি।