সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাদা না দেওয়ায় বালু তোলার ড্রেজার ভাঙ্গচুর ও ড্রেজারের শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি সুমন পন্ডিত এর বিরুদ্ধে।
শনিবার সকালে আশুলিয়ার সিন্দুরিয়া নদীতে বসানো হোসেন এন্টারপ্রাইজ ড্রেজারে তিনি তার দলবল নিয়ে ভাঙ্গচুর চালান বলে অভিযোগ উঠেছে।
ড্রেজারের মালিক মজিবর জানান, সুমন পন্ডিত এর আগে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার অফিসে যেতে বলে। কাজের ব্যস্ততার কারনে তার অফিসে যেতে না পারায় শনিবার সকালে তার ড্রেজারে ভাঙ্গচুর চালিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন হয়। মুলত তিনি তার এলাকায় ব্যবসা পরিচালনা করলে তাকে চাঁদা দিতে হবে বলে চাপ প্রয়োগ করতে থাকেন বার বার। আমাদের শ্রমিকদের গুলি করে হত্যার হুমকি দিয়ে যান তিনি। আমি এলাকার বাহিরে আছি জানিয়ে তিনি বলেন, আশুলিয়ায় ফিরে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করবেন।
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুমন পন্ডি বলেন হামলা ও চাঁদা দাবীর ঘটনা মিথ্যা এই ধরনের কোন ঘটনা ঘটে নাই। আর যদিও কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বিকেলে আমরা বসে আপোস করে নিবো।
বলেন দলের ভিতরে এই ধরনের লোক রাখা যাবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির সরকার।
আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জকে চাঁদা দাবীর হামলার বিষয়ে জানালো হলে তিনি বলেন লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
Leave a Reply