সাভারের আশুলিয়ায় আজিজ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার দ্বিতীয় তলা আজিজ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতের দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড স্টেশনের ৩ ইউনিট, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সাভার ফায়ার স্টেশনের ১টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মার্কেটের ১৫-২০টি দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে এটি তদন্ত করে বলা যাবে।
Leave a Reply