সাভার পৌরসভার মজিদ এলাকায় শাম্মী (১৭) বছরের এক কিশোরী আত্নহত্যা করে।
শনিবার(১১ জানুয়ারি) মজিদপুর রানা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শাম্মীর মা একজন পোশাক শ্রমিক। শনিবার দুপুরে শাম্মী ও তার মা দুপুর দেড়টার সময় একসাথে দুপুরের খাবার খেয়ে তার মা পোশাক কারখানায় চলে যায়। পরে ঐ কিশোরী ঘরের আড়ার সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সামিউল জানায়, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি করানে আত্নহত্যা করেছে কিশোরী শাম্মী তা এখন জানা যায়নি বলে জানায় । সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।
Leave a Reply