সত্যেরসংবাদডেক্সঃ
সাভারে মাদক মামলার আসামী বাবর আলী শিশির ও তার সহযোগী আকতার হোসেনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-৪। ১০ জানুয়ারি শুক্রবার রাতে পৌর এলাকার শাহীবাগ থেকে তাদেরকে আটক করার সময় ২শত ৬৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বাবর আলী শিশির সাংবাদিক হিসেবে পরিচিত এলাকায়।
জানা যায়,টহলরত র্যাব -৪ শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে এস আই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহীবাগে বাবর আলী শিশিরের শশুরের বাসা হতে তাকে আটক করে।
এ সময় তার ও সহযোগীর দেহ তল্লাশি চালিয়ে ২শ ৬৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
উল্লেখ্য গত বছর ২০১৯ সনের ৯ মে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় সাংবাদিক বাবর আলী শিশির ও তার সহযোগী সুজনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে কোর্টে পাঠায়।
তখন তার হাতে ব্যবহৃত একটি ক্যামেরার ভিতর থেকে ৪০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ তাদের আটক করে।বাবর আলী শিশির স্থানীয় সাপ্তাহিক একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিলে,পত্রিকার সম্পাদক সাভার মডেল থানায় গিয়ে বাবর আলী সাংবাদিক নন মর্মে তার নামে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
স্থানীয় অনেকের অভিযোগ , সাভারে এমন আরও কিছু ব্যক্তি রয়েছেন যারা সাংবাদিকতার ছদ্মাবেশে সাংঘাতিকতা ভাবে মাদক ব্যবসাসহ আরো অনৈতিক কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারীর মধ্যে তাদের আটক বা গ্রেফতার করে সকলের সামনে উন্মোচন করা এখন সময়ের দাবী।
Leave a Reply