শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারে পৌর নয়াবাড়ী এলাকায় ৫ টি মুরগীর বাচ্চা নিয়ে গড়ে তুলেছে একটি মিনি মুরগীর খামার।
আশিশ কুমার মন্ডল বিশ্বজিৎ বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরির পাশাপাশি গত ১ বছরে এ মুরগীর খামার করে লাভবান হয়েছেন। তিনি জানান বর্তমানে ১৬ টি মুরগী ডিম দেয় ও মুরগী বাচ্চা রয়েছে ২৫ টি, মোরগ ৫ টিসহ প্রায় অর্ধশতাধীক মুরগী তার খামারে রয়েছে। ১৬ মুরগি প্রতিদিন ডিম দেয় মাসে গড়ে ২৫০ থেকে ৩০০ টি।
এতে করে চাকুরির পাশাপাশি মুরগির খামার করে সাফল্যের মুখ দেখছেন আশীষ কুমার মন্ডল বিশ্বজিৎ।
খামারটির মালিক আশীষ কুমার মন্ডল বিশ্বজিৎ বলেন,শখের বসে ৫ টি কাদাকনাথ মুরগির বাচ্চা নিয়ে গত বছর একটি মুরগির খামার গড়ে তুলার পরিকল্পনা করেন তিনি। বর্তমানে ১৬ টি কাদাকনাথ মুরগি বড় হয়ে এখন ডিম দিচ্ছে তার খানারে। প্রতিমাসে ডিম বিক্রি করে যা আয় হয় মুরগির খাদ্যের পিছনে ও খামার বড় করার কাজে ব্যয় করছেন। প্রতি মুরগির ডিমের হালি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছেন। প্রতিটি মুরগি ৪ থেকে ৫ দিন বিরত থেকে মাসে ২০ থেকে ২৫টি ডিম দেয়।
আমাদের প্রতিবেদক জানান,আশীষ কুমার মন্ডল বিশ্বজিৎ তিনি দিনরাত শ্রমদিয়ে চাকুরির পাশাপাশি শখের বসে ৫ টি কাদাকনাথ মুরগির ১ দিনের বাচ্চা নিয়ে সে একটি মিনি খামার গড়ে তুললে সেটিতে এখন অর্ধশতাধীক মুরগী হয়েছে। তিনি এখন সাফল্যের মুখ দেখছেন বলে জানিয়েছেন।
Leave a Reply