শনিবার রাতে সাভার পৌর জামসিং এলাকা থেকে এক যুবক আত্মহত্যা করলে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, জামসিং মহল্লার জাকির হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে সাইফুল ইসলাম মনির (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ওই বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন,ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply