Author: sattersangbad24

  • নববর্ষের দীর্ঘ ছুটি শেষে চিনের বেইজিংয়ে কড়াকড়ি

    নববর্ষের দীর্ঘ ছুটি শেষে চিনের বেইজিংয়ে কড়াকড়ি

    আন্তর্জাতিক সংবাদ ডেক্সঃ

    নববর্ষের দীর্ঘ ছুটি শেষে শহরগুলোতে ফিরতে শুরু করেছে চীনের মানুষ৷ কেউ নতুন করে ফিরে আসলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে বাড়িতে স্বেচ্ছায় বা পর্যবেক্ষণে এই সুরক্ষা নিতে হবে তাদের৷

    নির্দেশ অমান্যকারীদের আইনের মুখোমুখি এবং শাস্তি পেতে হবে বলেও জানানো হয়েছে৷ নির্দেশনাটি কিভাবে কার্যকর হবে কিংবা শাস্তির মাত্রা কেমন হবে সে বিষয়ে এই নির্দেশনায় কিছু উল্লেখ করা হয়নি৷

  • নবেল করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড

    নবেল করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড

    আন্তর্জাতিক সংবাদ ডেক্সঃ

    নবেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির একটি আদালত৷করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দেড় শতাধিক

    চীনে ইচ্ছাকৃতভাবে কেউ করোনা ভাইরাসের উপসর্গ গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে৷ আর এর শাস্তি হিসেবে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে৷ চীনের একটি আদালত এমন নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷

    শনিবার আদালত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে, ভ্রমণের তথ্য লুকালেও তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে৷ স্থানীয় সংবাদপত্র বেইজিং ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে কেউ ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করলে তাকে মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা যাবে৷ গুরুতর ক্ষেত্রে নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে৷

    এদিকে শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশনা দিয়েছে৷ সেখানে জ্বর, কাশি অথবা অন্য কোন রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

  • মৃতের সংখ্যা ১৫০০ উপর ছাড়িয়ে গেলো

    মৃতের সংখ্যা ১৫০০ উপর ছাড়িয়ে গেলো

    আন্তর্জাতিক সংবাদডেক্সঃ

    চীনে নবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৩ জনে৷ হুবেই প্রদেশেই নতুন করে ১৩২ জন মারা গেছেন৷ এর বাইরে আরো দুই হাজার ৪২০ জন আক্রান্ত হয়েছেন সেখানে৷ শনিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৬৬ হাজার ৪৯২ জন৷

    শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৪৬১ জন, যা আগের দিনের প্রায় অর্ধেক৷ তবে মৃত্যুর সংখ্যা আগের মতই আছে৷ ১৪৩ জন মারা গেছেন একদিনে

  • সাভারে ট্যানারি চামড়ার জাত রপ্তানিতে মহা সংকটে, চীনের করোনা ভাইরাসের একমাত্র কারণ

    সাভারে ট্যানারি চামড়ার জাত রপ্তানিতে মহা সংকটে, চীনের করোনা ভাইরাসের একমাত্র কারণ

    সাভারে ট্যানারি চামড়ার জাত রপ্তানিতে মহা সংকটে।

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে হেমায়েতপুর চামড়া শিল্প কারখানায়ে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন চামরা কারখানার মালিক কর্মচারীরা। এতে বাংলাদেশের উৎপাদন ব্যাহত হচ্ছে এই ট্যানারী শিল্পে। চরম ঝুঁকি ও বিপর্যয়ের মুখে পড়েছে চামরার ব্যবসা-বাণিজ্য। ইউরোপের ক্রেতারা না আসায় বর্তমানে জায়গা করে নেয় ৭০ শতাংশ চামড়ার ক্রেতা চীনদেশে। কিন্তু এখন কারখানাগুলোতে ফিনিশড চামড়ার স্তূপ পড়ে আছে কারখানা। চীনারা আমদানি করছে না চামরাজাত উৎপাদিত পন্য। চীনের করোনাভাইরাসের সমস্যার দ্রুত সমাধান না হলে এ খাত চরম ক্ষতি ও বিপর্যয়ের মুখে পড়বে জানিয়েছে মিল মালিকরা।

  • সত্যেরসংবাদ.কম এ সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে করে ফেসবুকে ভাইরাল হলে সাভারের মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র ছিরহাদ ঢাকা থেকে উদ্ধার

    সত্যেরসংবাদ.কম এ সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে করে ফেসবুকে ভাইরাল হলে সাভারের মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র ছিরহাদ ঢাকা থেকে উদ্ধার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    ঢাকা জেলার সাভার ফুলবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিরহাদ তপদার নিখোঁজ হওয়ার পর ফেইসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল সত্যেরসংবাদ.কম এ নিখোঁজ সংবাদটি প্রচার হলে ১৩ জুলাই সোমবার রাতে রাজধানীর মতিঝিল’র একটি মসজিদ থেকে একজন মুসল্লী ফোন কলের মাধ্যমে নিখোঁজ হওয়া ছিরহাদ তপদারের সন্ধান পায় পরিবার।
    সন্ধানের খবর পেয়ে ছিরহাদ তপদার কে তার পরিবারের লোকজন ঐ মসজিদ থেকে সোমবার রাত ১০ টায় ছেলেকে ফিরে পেয়ে সাভারে নিয়ে আসে।
    এ ঘটনায় সংবাদ মাধ্যেম অনলাইন নিউজ পোর্টাল সত্যের সংবাদ.কম সংবাদ প্রচার হলে অনেকে ফেসবুকেও নিখোঁজ হওয়ার সংবাদটি প্রচার করেছে ছাত্রের পরিবার কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

    মাদ্রাসার ছাত্রটি, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মোঃ হাবিব তপদারের ছেলে ছিরহাদ (১৪) তপদার।

    উল্লেখ্য, গত রবিবার ফুলবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিরহাদ তপদার সকাল থেকে নিখোঁজ হলে তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। পরে সংবাদ কর্মীর সহযোগিতায় নিখোঁজের সংবাদ বিজ্ঞপ্তি সত্যেরসংবাদ.কম এ প্রচার হয় সোমবার দুপুরে।সে সংবাদটি বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয়।এর সত্র ধরে নিখোঁজের ৪০ ঘন্টা পর ঐ ছাত্র উদ্ধার হয় ।

    দৈনিক আজকের সত্যের আলো পত্রিকায় প্রকাশিত দ্বিতীয় পাতায় সংবাদ প্রকাশ-১৫ জানুয়ারি-২০২০ ইং।
  • আশুলিয়ায় বাঁশঝাোপে এক যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই,লাশ উদ্ধার

    আশুলিয়ায় বাঁশঝাোপে এক যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই,লাশ উদ্ধার

    আশুলিয়ায় বাঁশঝাোপে এক যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই,লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারের আশুলিয়ায় এক যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝোপের  ভিতর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে অজ্ঞাত (৩০) যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে ওই বাঁশ ঝাড়ের ভিতরে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

    নিহত ওই যুবকের পড়নে ছিল প্যান্ট ও সোয়েটার। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি হেলমেট ও হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

    পরে ময়না তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

    এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন বলেন, অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জনান।

  • কবিতা-হলুদবসন্ত

    কবিতা-হলুদবসন্ত

    হলুদবসন্ত

    ডাঃ আমজাদুল হক
    কোন বসন্ত তোমাকে ডাকে
    সবকিছু মুছে ফেলেছি
    হতেপারে সেটা স্মৃতি
    হতেপারে সেটা প্রেম
    হতেপারে সেটা যৌবন রশ্মি
    হতেপারে সেটা একান্তই তুমি
    আমি চিরবসন্ত নিয়ে
    আজ বসে আছি…

  • আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম’ কথাটার অর্থ এবং কখন পাঠ করতে হবে জেনে নিন

    আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম’ কথাটার অর্থ এবং কখন পাঠ করতে হবে জেনে নিন

    উত্তর:

    নিম্নে আউযুবিল্লাহ এর অর্থ এবং তা পাঠ করার ৫টি স্থান তুলে ধরা হল:

    ➤ আউযুবিল্লাহ এর অর্থ:

    أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
    “আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম”
    অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।

    ➤ “আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম” পাঠ করার ক্ষেত্র:

    ? ১) কুরআন তিলাওয়াতের শুরুতে:
    কুরআন তিলাওয়াত একটি ইবাদত। কুরআনের প্রতিটি হরফ পাঠের বিনিময়ে ১টি করে নেকী রয়েছে। আর একটি নেকী ১০টি নেকীর সমান। (তিরমিযী; মুসতাদরাকে হাকেম; মিশকাত হাদীছ সহীহ) তাই কুরআন তিলাওয়াতের সময় যাতে শয়তান ধোঁকা দিতে না পারে সেজন্য কুরআন তিলাওয়াতের পূর্বে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার নিদের্শ দিয়ে আল্লাহ তা‘আলা বলেন,
    فَإِذَا قَرَأْتَ الْقُرْآَنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
    ‘যখন তুমি কুরআন তিলাওয়াত করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে’(নাহল )

    ? ২) সালাতে শয়তান ওয়াসওসা (কুমন্ত্রণা) দিলে:
    হাদিসে বর্ণিত হয়েছে:
    عن عُثْمَانَ بْن أَبِي الْعَاصِ رضي الله عنه أنه أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِي وَبَيْنَ صَلَاتِي وَقِرَاءَتِي يَلْبِسُهَا عَلَيَّ . فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خَنْزَبٌ ، فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا قَالَ : فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّي .
    ওসমান বিন আবুল ‘আস রা. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বললেন, হে আল্লাহর রাসূল! শয়তান আমার মধ্যে এবং আমার সালাত ও কিরাআতের মধ্যে অন্তরায় হয়ে আমার কিরাআতে জটিলতা সৃষ্টি করে।
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এ হচ্ছে শয়তান, যাকে ‘খিনযাব’ বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকট তিনবার আশ্রয় প্রার্থনা করবে (অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম পাঠ করবে) এবং বাম দিকে তিনবার থুথু ফেলবে।”
    তিনি (ওসমান রা.) বলেন, এরপর থেকে আমি এমনটি করি। ফলে আল্লাহ তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন।” (সহীহ মুসলিম হা/২২০৩)

    ? ৩) রাগের সময়:
    রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তাই রাগের সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সুলায়মান ইবনু সূরাদ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দু’জন লোক গালা গালি করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগ গুলো ফুলে গিয়েছিল।
    তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
    إِنِّي لأعلَمُ كَلِمةً لَوْ قَالَهَا لَذَهَبَ عنْهُ مَا يجِدُ، لوْ قَالَ: أَعْوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ذَهَبَ منْهُ مَا يجدُ
    “আমি এমন একটি দো‘আ জানি, এই লোকটি তা পড়লে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে ‘আঊযুবিল্লা-হি মিনাশ শায়তানির রাজীম’ তবে তার রাগ চলে যাবে।”
    তখন সুলায়মান তাকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি?।” (বুখারী ও মুসলিম)

    ? ৪) খারাপ স্বপ্ন দেখলে:
    জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
    إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا، فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَسْتَعِذْ بِاللهِ مِنَ الشَّيْطَانِ ثَلَاثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ
    “যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে তিনবার বাম দিকে থুথু দেবে। আর তিন বার শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে (অর্থাৎ আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে।) আর যে পার্শ্বে শুয়েছিল, তা পরিবর্তন করবে। (অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে শুবে)।” (সহীহ মুসলিম)

    ? ৫) মনের মধ্যে শয়তান কুমন্ত্রনা দিলে:
    আল্লাহ বলেন,
    إِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّـهِ
    ‘শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ’ (আ‘রাফ ২০০; ফুসসিলাত: ৩৬)
    আল্লাহু আলাম।

    উত্তর প্রদানে:
    আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
    দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।-
    সংগ্রহীত

  • বিভিন্ন দিবসকে ঘিরে গোলাপের রাজ্যে ব্যস্ত সময় পার করছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুলচাষীর

    বিভিন্ন দিবসকে ঘিরে গোলাপের রাজ্যে ব্যস্ত সময় পার করছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুলচাষীর

    • বিশেষ সংবাদ প্রতিবেদনঃ

    ফুলের রাজধানী নামে পরিচিত সাভারের বিরুলিয়া । দেশের গোলাপ ফুলের চাহিদার সিংহভাগ মিটায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রাম,সাদুল্লাপুর,বাগ্নীবাড়ী,মোস্তাপাড়া,আকরাইন,কালিয়াকৈর থেকে।শুধু গোলাপই নয় এই এলাকাজুড়ে অনেক ধরনের ফুল চাষ হয়।
    এই ফুলের রাজধানীতে বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষীরা। আর্থিকভাবে লাভবানের আশায় নারী পুরুষেরা মিলে ফুল বাগানে দিন রাত পরিশ্রম করে চলছেন। নিজ দেশের গন্ডি পেরিয়ে এখানকার ফুল বিদেশেও ছড়িয়ে পড়বে।
    ফেব্রুয়ারি থেকে বিরুলিয়ার চাষিরা বসন্ত বরণে, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য বাজারে ফুল সরবরাহ করে আসছেন।
    ইতোমধ্যে প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ফুল কিনতে ভিড় জমাচ্ছেন এই ফুলের রাজ্যে।
    ফুলচাষিরা বলেন, দেশে বিভিন্ন দিবস উপলক্ষে যে ফুল বেচা-কেনা হয় তার অনেকটাই পূরণ করে চলছে বিরুলিয়ার উৎপাদিত ফুল।

    গেলো ১৩ ফেব্রুয়ারি বসন্ত বরণ, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস এ অঞ্চলের ফুলচাষিরা কমপক্ষে কয়েক কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নিয়েছেন। এর মধ্যে বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে চলতি সপ্তাহের শুরু থেকে এ পর্যন্ত ফুল হাটে কোটি টাকার বেচা-কেনা হয়েছে হাট বিক্রেতারা।
    কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় অসংখ্য দর্শনার্থী বিরুলিয়ার ফুল বাগান দেখতে আসেন। যে কারণে গত বছর ফুলে বিভিন্ন রোগের আক্রমণ হয়েছিলে বলে দাবি করেন ফুল চাষিরা। রোগের আক্রমণের কারণ হিসেবে অতিরিক্ত দর্শনার্থীর চাপ ও তাদের অবাধ বিচরণকেই দায়ী করেছেন তারা।

    স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, এবার বিশ্ব ভালোবাসা দিবসে বেশি ফুল বিক্রি হবে। বাজারে জারবেরা, গোলাপ, রজনীগন্ধা ফুলের চাহিদা বেশি। কৃষকরাও ভালো দাম পাবেন। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে অর্ডার পাচ্ছি। তাদের চাহিদা মতো ফুল সরবরাহ করার জন্য প্রস্তুত আছি।

    বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সূজন জানান, ফুলের রাজ্যে হিসেবে পরিচিত সাভারের বিরুলিয়া ইউনিয়ন, কৃষকরা গোলাপ চাষ করে তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে তারা স্বাবলম্বী হয়েছেন। সাভার উপজেলার মধ্যে এ বিরুলিয়া ইউনিয়ন গোলাপের রাজ্যে হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে এ ইউনিয়ন আমাদের আজ সকলের জন্যেও গর্ব। তিনি আরো বলেন ফুলচাষীরা তার পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা পাবে তারা যেন এ ফুল চাষকে যুগোপযোগী ভাবে চাষ করে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে দৃষ্টি রাখবেন বলে জানিয়েছেন। তিনি বলেন বিরুলিয়ার সাথে ঢাকার সংযোগ সেতুটি হওয়ায় ঢাকার বিভিন্ন মানুষ ঘুরতে আসে এ এলাকায় গোলাপের রাজ্যে পর্যটন আসায় আরো মূখরিত বিরুলিয়ার ইউনিয়নের চাষীরা।

    সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ জানান, বলেন, সাভারের বিরুলিয়ায় ইউনিয়নের প্রায় ২০০ হতে ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস ও জারবেরা প্রাতির ফুল। তবে শুধুমাত্র আড়াই শ হেক্টর জমিতেই চাষ হয় গোলাপ। এ গ্রামের অধিকাংশ মানুষ ফুল চাষ করেই জীবিকা নির্বাহ করেন। একর প্রতি ফুল উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি পাওয়ায় দিন দিন কৃষকরা ফুল চাষে ঝুকছেন। সামনে দিবগুলো হওয়ায় জন্য এই গ্রামে এখন উৎসব বইছে। গত বছরের তুলনায় এবছর ফুলের ফলন ভালো হয়েছে। সতেজ ও টাটকা অবস্থায় ঢাকার বাজারে বিক্রি করায় দামও বেশি পাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা।

    ভিডিও রয়েছে…

  • মাসিক বেতনে নিয়োগপ্রাপ্ত ধামরাই সরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ৬ দালাল আটক করে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড অনাদায়ে ১ বছরের জেল

    মাসিক বেতনে নিয়োগপ্রাপ্ত ধামরাই সরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ৬ দালাল আটক করে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড অনাদায়ে ১ বছরের জেল

    • নিজস্ব প্রতিবেদকঃ

    ধামরাই উপজেলা সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ নারী সদস্যকে আটক করে নির্বাহী হাকিম আদালতের হাতে সোপর্দ করে কর্তৃপক্ষ। প্রতিদিনের ন্যায় বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটকৃত দালাল চক্রের নারী সদস্যরা হাসপাতালে গেইটের ভিতরে । তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে রোগীদের বুঝিয়ে ভাগানোর চেষ্টা করলে ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতেনাতে আটক করে ধামরাই উপজেলা নির্বাহী হাকিম আদালতের হাতে সোপর্দ করেন।

    স্থানীয়রা জানান, ধামরাই পৌর এলাকার আশেপাশে বেশ কিছু প্রাইভেট হাসপাতাল গড়ে উঠেছে। এরা নিয়ম ভেঙ্গে সরকারি হাসপাতালের গেইট সংলগ্ন গড়ে উঠেছে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল।এসব ডায়াগনস্টিক ও হাসপাতাল সেন্টার কর্তৃপক্ষ বেশ কিছু নারী কর্মী নিয়োগ দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে তাদের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। রোগী ভাগিয়ে নেওয়ার বিনিময়ে ওইসব নারী কর্মকর্তারা কমিশন পেয়ে থাকে ।

    এসময় আটককৃত নারীরা বলেন, প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মাসিক বেতনে নিয়োগ দিয়েছে। তাদের কাজ হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত সরকারী হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে তাদেরকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আরা জানান, সরকারি হাসপাতালের পাশে বেশ কিছু অবৈধ ক্লিনিক গড়ে উঠেছে। এসব ক্লিনিকের মালিকরা এইসব কিছু কর্মী নিয়োগ দিয়ে রোগী ভাগানোর কাজ করে থাকে। দালাল কর্মীরা বলে থাকে সরকারি হাসপাতালে কোন ভালো টেষ্ট হয়না। এসন বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে রোগীদের নিয়ে যায় এবং তাদের সাথে হয়রানিমূলক আচারন করে। এদের সাথে প্রাইভেট ক্লিনিকের মালিকরা সরাসরি জড়িত বলে দাবী করছেন তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আদালত মোঃ সামিউল হক জানান, তারা যাতে আর কোনো দিন এই কাজের সাথে জড়িত না হয় সে জন্যে তাদের সতর্ক করে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়।