Author: sattersangbad24

  • ৪ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ

    ৪ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ

    স্পোর্টস ডেক্সঃ

    আজ হাই বোল্টেজ যুব ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। ক্ষণে ক্ষণে বাঁক পরিবর্তন। পেন্ডুলামের মত দুলতে দুলতে থাকা ম্যাচটিতে স্নায়ুর চাপ বাড়ছিল মুহূর্তে মুহূর্তে। উদ্বোধনী জুটিতে ৫০ ওঠার পর যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে জয় সম্ভব- এটাই ছিল যেন দুঃস্বপ্ন। অবশেষে চরম অনিশ্চয়তার ম্যাচটিকে সম্ভবে পরিণত করলেন বুদ্ধিমান অধিনায়ক আকবর আলির অসাধারণ ব্যাটিং।

    ৭৭ বলে ৪৩ রান করলেন অধিনায়ক  আকবর আলী। রাকিবুল হাসান ৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচসেরা আকবর আলী।

    সত্যিকার একটি ফাইনাল ম্যাচ উপভোগ করলো পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কের সমর্থকরা।

    বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মত শক্তিশালী দলকে ২৩ বল হাতে রেভে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারেরমত যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের ট্রফি তুলে নিলো ঘরে। চারবারের চ্যাম্পিয়ন ভারত। সাতবার তারা খেলেছে ফাইনালে। তেমন একটি দলকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো বাংলাদেশের যুবারা। এ মুকুট যেন আজ ১৬ কোটি বাংলাদেশী মানুষের।

    অসাধারণ ব্যাটিংটা করলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি! একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন একপ্রান্ত থেকে আগলে রেখে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

  • অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা 

    অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা 

    অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা

    স্পোর্টস সংবাদঃ
    দক্ষিন আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে আজ বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ভারত, বেশ কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে যে তিনি ভুল করেননি, সেটাও প্রমাণিত।ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা।

    বাংলাদেশের বোলারদের সাঁড়াশি বোলিংয়ের সামনে যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারত অলআউট মাত্র ১৭৭ রানে। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশের যুবাদের করতে হবে ১৭৮ রান।
    টস জিতে বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, তা অবশেষে বোঝা গেল
    পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে খেলায়।

    টসে জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই বাংলাদেশি পেসার শরিফুল ও সাকিব। প্রথম ৬ ওভারে দেন মাত্র ৮ রান। এরপর নিজের প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফাইনালে একাদশে আসা অভিশেক দাস। ফিরিয়ে দেন ভয়ঙ্কর সাক্সেনাকে।

    খেলায় জেসওয়াল ও তিলাক ভার্মা ম্যাচে ফেরায় ভারতকে। দেখেশুনে গড়েন ৯৫ রানের দুর্দান্ত এক জুটি। এই জুটিতে ম্যাচে ফেরার প্রয়াস চালায় ভারত। তবে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিলাক ভার্মাকে ৩৮ রানে ফিরিয়ে দেন সাকিব।এর ফলে চাপে পড়ে ভারত।

    এর দুই ওভার পরে ভারতীয় দলে আঘাত হানেন রকিবুল। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি। অভিষেক দাস নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব দুটি ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট। দুটি হলো রান আউট।

    এদিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট মাশরাফি লেখেন, ‘প্রত্যাশা থাকেই,থাকবেই। ১৯ বছর বয়সে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা’।
    নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যুব টাইগারদের বার্তা দেন তিনি।

    উল্লেখ্য,আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

    যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

  • ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি

    ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি

    ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি

    ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির কোন বিশ্বকাপের ফাইনাল খেলছে টাইগাররা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যুব টাইগারদের বার্তা দেন তিনি।

    চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর
    ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    চ্যাম্পিয়নের লক্ষ্যে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
    যেকোন পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকায় মাশরাফির জুড়ি মেলা ভার। ম্যাশের অনুপ্রেরণায় সবাই আলাদা রকমের সাহস পায়, এক মাশরাফিতেই গর্জে উঠে গোটা দল। বাংলাদেশের যুব টাইগাররা যখন পচেফস্ট্রুমে ইতিহাস গড়তে নামবে তখন ওদের সাথে থাকা সম্ভব না হলেও দূর থেকে শুভ কামণা জানাতে ভুল করেননি মাশরাফি।

    নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট মাশরাফি লেখেন, ‘প্রত্যাশা থাকেই,থাকবেই। ১৯ বছর বয়সে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা’।

    বাংলাদেশের যুবরা ১৭৮ রানের টার্গেটে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামবে মাঠে।
    আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের মুখোমুখি হয় বাংলার যুবারা।

    উল্লেখ্য,আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

    যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

  • সন্তান শুধু দান বা উপহার নয় বরং আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত

    সন্তান শুধু দান বা উপহার নয় বরং আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত

    সন্তান বান্দার প্রতি আল্লাহর অন্যতম সেরা উপহার। কখনো কখনো পুরস্কার। সুসন্তান জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পবিত্র কোরআনে সন্তানকে মানবজীবনের সৌন্দর্য বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘সম্পদ ও সন্তানাদি পার্থিব জীবনের সৌন্দর্য।’ (সুরা : কাহফ, আয়াত : ৪৩)

    অন্য আয়াতে আল্লাহ তাআলা মানুষের সন্তান লাভের বিষয়টিকে ‘দান’ শব্দে উল্লেখ করেছেন। সুরা আশ-শুরার ৪৯ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ‘তিনি যাকে খুশি সন্তান দান করেন এবং যাকে খুশি পুত্রসন্তান দান করেন। যাকে খুশি কন্যা ও পুত্র উভয়টি দান করেন। যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশালী।’
    তবে সন্তান শুধু দান বা উপহার নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত। পরকালে আল্লাহ পিতা-মাতাকে সন্তানের বিষয়ে জিজ্ঞেস করবেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। কেননা তুমি এ বিষয়ে জিজ্ঞাসিত হবে। তুমি তাকে কতটা শিষ্টাচার শিখিয়েছ এবং তাকে কী শিক্ষা দিয়েছ? আর সে তোমার প্রতি তার আনুগত্য ও সহযোগিতা বিষয়ে জিজ্ঞাসিত হবে।’ (সুনানে বায়হাকি, হাদিস : ৪৬৯১)

    কারণ পিতা-মাতাই সন্তানের জীবনের গতিপথ নির্ণয় করেন। তাঁদের ব্যক্তিগত আচরণ, চিন্তাচেতনা ও শিক্ষাদীক্ষাই সন্তানকে সুপথে অথবা বিপথে পরিচালিত করে। এ জন্য রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রত্যেক নবজাতক সুস্থ প্রকৃতি (সুবোধ ও সত্য গ্রহণের যোগ্যতা) নিয়ে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতা-মাতা তাকে ইহুদি, অগ্নিপূজক ও খ্রিস্টানে পরিণত করে।’ (বুখারি ও মুসলিম)

    সুতরাং সন্তানের প্রতিপালনে পিতা-মাতার দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের সুশিক্ষা ও যথাযথ প্রতিপালনের অভাবে অনেক পরিবারকে বিপন্ন হতে দেখা যায়। কোরআনে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে, ‘নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান ফিতনাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান।’ (সুরা : তাগাবুন, আয়াত : ১৫)
    সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম উত্তম শিক্ষা ও উপদেশ দান। এটিই সন্তানের জন্য পিতা-মাতার সর্বোত্তম উপহার। মহানবী (সা.) বলেন, ‘সন্তানকে দেওয়া পিতার সর্বোত্তম উপহার হলো শিষ্টাচার।’ (তিরমিজি, হাদিস : ১৯৫২)

    রাসুলুল্লাহ (সা.) শিশুদের উপদেশ দিতেন। উপদেশের মাধ্যমে তাদের ভালো কাজে উৎসাহিত করতেন, মন্দ কাজ থেকে নিরুৎসাহ করতেন। যেমন—হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে বলেন, ‘তুমি আল্লাহর অধিকারগুলো সংরক্ষণ করো। আল্লাহ তোমাকে (তোমার প্রাপ্য) সংরক্ষণ করবেন।’ (তিরমিজি, হাদিস : ২৫১৬)

    হজরত আব্বাস (রা.)-কে তাঁর পিতা বলেন, ‘হে পুত্র! আমি মনে করি, মানুষ তোমাকে সম্মানিত করবে এবং তারা তোমাকে অসম্মান করবে। সুতরাং আমি তোমাকে তিনটি গুণার্জনের উপদেশ দিচ্ছি। মানুষের দোষ-ত্রুটি খুঁজবে না, তার ওপর মিথ্যারোপ করবে না, তার সামনে মানুষের সমালোচনা করবে না।’

    শুধু নিজে নয়, বরং কখনো কখনো বরেণ্য আলেমদের সান্নিধ্যে নিয়ে যাওয়া আবশ্যক। কেননা তাঁদের ব্যক্তিত্ব, উপদেশ ও দোয়া সন্তানের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তা হতে পারে তার জন্য অমূল্য সম্পদ। সাহাবায়ে কেরাম (রা.) সন্তানদের রাসুলে আকরাম (সা.)-এর দরবারে নিয়ে যেতেন। এই ধারা পরবর্তী উলামায়ে কেরামের মধ্যেও অব্যাহত ছিল। ইমাম ফখরুদ্দিন রাজি (রহ.) বলেন, ‘আমার পিতা আমাকে পাঁচ বছর বয়সে আবু হাতেমের মজলিসে নিয়ে যেতেন।’ এ ছাড়া ভালো বই ও সুসাহিত্য হলো সুগন্ধির মতো, যা মানুষের হৃদয়ে ভালো কাজে অনুপ্রেরণা এবং মন্দ থেকে বেঁচে থাকার সাহস জোগায়। সুতরাং ভালো বইও হতে পারে সন্তানের জন্য উত্তম উপহার।

    পিতা-মাতার আরেকটি দায়িত্ব হলো, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। হাদিসে এসেছে, আল্লাহ সন্তানের জন্য পিতা-মাতার দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে চক্ষু শীতলকারী সন্তান লাভের দোয়া শেখানো হয়েছে; বরং যারা উত্তম স্ত্রী ও সুসন্তান লাভের দোয়া করে, তাদের প্রশংসা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘যারা বলে, হে আমাদের প্রভু! আমাদের চক্ষু শীতলকারী স্ত্রী ও সন্তান দান করুন। আমাদের আল্লাহভীরু মানুষের নেতা নির্বাচিত করুন। (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)

    সুসন্তান শুধু পার্থিব জীবনের সম্পদ নয়, পরকালীন জীবনের জন্যও তারা হবে কল্যাণের বাহক। রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন মানুষ মারা যায়, তিনটি বিষয় ছাড়া তার অন্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তা হলো সদকায়ে জারিয়াহ, এমন জ্ঞান মানুষ যার দ্বারা উপকৃত এবং সুসন্তান যে তার জন্য দোয়া করে। (মুসলিম, হাদিস : ১৬৩১

  • প্রিয় সন্তানের জন্য পিতামাতার পক্ষ হতে উত্তম দোয়া

    প্রিয় সন্তানের জন্য পিতামাতার পক্ষ হতে উত্তম দোয়া

    সন্তানের জন্য পিতামাতার দোয়ার চেয়ে মূল্যবান আর কিছু নেই। সন্তানের জন্য পিতামাতার দোয়া কতটা কার্যকরী তার প্রমাণ দিয়েছেন প্রিয়নবি। তিনি বলেছেন, কোনো সন্তান যদি পিতামাতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা সে সন্তানকে সাদকার সাওয়াব দান করেন।

    মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম যখন প্রাণপ্রিয় সন্তান ও স্ত্রীকে জনমানবহীন মরুভূমি মক্কার সাফা-মারওয়া পাহাড়ের উপত্যকায় রেখে যান। তখন তাদের জন্য কল্যাণের দোয়া করেছিলেন। দোয়াটি মহান আল্লাহ কবুল করেন এবং পছন্দ করেন।

    কুরআনুল কারিমে সে দোয়াটি পুনরায় উল্লেখ করে দুনিয়ার মানুষকে তাদের সন্তানদের জন্য এভাবে দোয়া করতে উদ্বুদ্ধ করেন। যাতে মানুষ সন্তানদের জন্য এভাবে দোয়া করেন। দোয়াটি তুলে ধরা হলো-

    رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

    উচ্চারণ : রাব্বানা লিয়ুক্বিমুস সালাতা ফাঝআল আফ্‌ইদাতাম মিনান নাসি তাহ্‌ওয়ি ইলাইহিম ওয়ারযুক্হুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। (সুরা ইবরাহিম : আয়াত ৩৭)

    অর্থ : হে আমার প্রতিপালক! তারা (সন্তান-সন্তুতি) যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।’

    প্রাণপ্রিয় সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে এ রকম উত্তম দোয়া করা হলে, আল্লাহ তাআলা সে সন্তানকে নামাজি হিসেবে কবুল করবেন। উত্তম বন্ধু ও রিজিক দান করবেন। আল্লাহর পরিপূর্ণ শুকরিয়া আদায় করবে সন্তান।

    পিতামাতা যদি সন্তানের জন্য এভাবে দোয়া করেন, আর আল্লাহ তাআলা পিতামাতার সে দোয়া কবুল করেন। তবে বংশ পরম্বরায় এসব পিতামাতাকে আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়া দান করবেন। যা তাদের পরকালের জীবনের মহা পাথেয়।

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব পিতামাতাকে সন্তানের জন্য কল্যাণের দোয়া করার তাওফিক দান করুন। পিতামাতার দোয়ায় সন্তানদেরকে নামাজি হওয়ার তাওফিক দান করুন। দুনিয়ায় উত্তম বন্ধু ও উত্তর রিজিক দান করুন। সর্বোপরি মহান আল্লাহর শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন।

  • চলন্ত গাড়ির উপরে চেপে বসে ছিলো একটি হাতি

    চলন্ত গাড়ির উপরে চেপে বসে ছিলো একটি হাতি

    • আন্তর্জাতিক ডেক্সঃ

    চলন্ত গাড়ির উপরে চেপে বসে ছিলো একটি হাতি। তাও বড় কোনো গাড়ি নয়, ছোট একটি সাফারি কার। সম্প্রতি থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে এমন ঘটনাই ঘটেছে। গাড়ির চালক স্বাভাবিকভাবেই এতে ঘাবড়ে যান, এ সময় দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করেন। পরে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

    জঙ্গলের কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতিটির নাম ডুয়ে। বয়স ৩৫। জাতীয় উদ্যানের থানারাত রোডে সে নিজের মনেই হাঁটাচলা করছিল। যখনই গাড়িটি হাতির সামনে এসে পড়ে হাতিটি তখনই গাড়ির উপর চেপে বসতে যায়।

    গাড়ির উপর যেই না রাখতে যাবে হাতিটি, তখনই কোনও রকমে গাড়ি স্টার্ট করে রওনা দিয়ে দেন গাড়ির চালক। বেশ কিছুটা এগিয়ে গিয়ে গিয়ে গাড়ি থামান তিনি। গাড়ি থামানোর পরেই চালক দেখতে পান, হাতির চাপে গাড়ির উপরটা বেঁকে গিয়েছে।

    এমনকি গাড়ির পিছনের কাচটিও ভেঙে গিয়েছে। গাড়িতে ঠিক কতজন পর্যটক ছিলেন তা জানা না গেলেও ওই গাড়ির মধ্যে থাকা এক পর্যটক ফাসাকর্ন নিলতারাচ হাতির এই চেপে বসার একটি ছবি শেয়ার করেছেন। তিনি গাড়িটিরও ছবি শেয়ার করেছেন।

    স্থানীয় সূত্র জানা গেছে, এই ঘটনাটির পরে পার্কের কর্মকর্তারা পর্যটকদের কিছু বিশেষ পরামর্শ দেন। এমন পরিস্থিতির মুখে পড়লে পর্যটক হিসেবে তাদের কী করা উচিত সেই নিয়ে আলোচনা করেন তারা।গাড়ির উপর বসছে হাতি।
    খবর এনডিটিভির

  • সাভারে চাঁদাবাজ নেই  মুজিববর্ষে ব্যাডমিন্টন চেয়ারম্যান কাপ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রান প্রতিমন্ত্রী  ডা.এনামুর

    সাভারে চাঁদাবাজ নেই  মুজিববর্ষে ব্যাডমিন্টন চেয়ারম্যান কাপ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর

    সাভারে চাঁদাবাজ নেই  মুজিববর্ষে সাভার উপজেলা মাঠে মাস ব্যাপী চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী ডা.এনামুর

    সত্যের সংবাদঃ বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক দমনে বর্তমান সরকারের সাফল্যয় বিশ্বনেতারাও আজ প্রশাংসা করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

    সাভার উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    খেলায় বিজয়ীদের মাঝে মোটরসাইকেল পুরুস্কার হিসেবে তুলে দেন ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষের শপথ হবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সাভারে এখন আর কোথাও জঙ্গিবাদ ও চাঁদাবাচ নেই উল্লেখ করে তিনি বলেন আন্দোলনের নামে দেশে কেউ অরজকতা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

    এ খেলায় আশুলিয়া মৎস্য ব্যবসায়ী সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।

    ম্যাসব্যাপি এ খেলায় সাভার উপজেলার ২৪ টি দল অংশ গ্রহন করেন। আশুলিয়া থানা মৎস ব্যবসায়ী মালিক সমিতির টিম ম্যানেজার ফারুক হোসেন এর হাতে তুলে দেওয়া হয় একটি মটর সাইকেল। এবং ৩য় স্থান হয়েছে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদ তাদের কেউ পুরুস্কার দেওয়া হয় মটর সাইকেল।

    পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মাস ব্যাপি মুজিববর্ষ চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।

  • করোনা ভাইরাসের আক্রান্ত ঠেকাতে ২০ হাজার রোগীকে মারতে দেশের সর্বোচ্চ আদালতের অনুমোদনের অপেক্ষায় চীন সরকার

    করোনা ভাইরাসের আক্রান্ত ঠেকাতে ২০ হাজার রোগীকে মারতে দেশের সর্বোচ্চ আদালতের অনুমোদনের অপেক্ষায় চীন সরকার

    • আন্তর্জাতিক ডেক্সঃ

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার রোগীকে মেরে ফেলতে চীন সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে বলে খবর বেরিয়েছে।

    সম্প্রতি ‘ab-tc.com-City News’ নামক একটি সংবাদমাধ্যমের একটি রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

    ওই রিপোর্টের শিরোনামে লেখা হয়েছে, ২০ হাজার করোনভাইরাসে আক্রান্ত রোগীদের প্রাণে মারতে উদ্যোগী হয়ে কোর্টের অনুমতি চাইছে চীন সরকার।

    রিপোর্টে দাবি করা হচ্ছে, সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তা বন্ধ করতেই মূলত এই চিন্তাভাবনা করছে জিনপিংয়ের দেশ। আর এই খবর বহু মানুষ নানান সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছেন।

    তবে ইংরেজিতে লেখা সেই রিপোর্টের প্রথম বাক্যেই China কে লেখা হয়েছে Chhina। লেখা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত ২০ হাজার রোগীকে মারতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টের অনুমোদনের অপেক্ষায় সরকার`।

    ওই রিপোর্টে একটি ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে, যেখানে ‘স্টেট’কোর্টের কাছে লিখছে, ‘এই দেশটা হয়তো সব নাগরিকদেরই হারাবে, যদি না খুব শিগগিরই ওই আক্রান্তরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য আরও মানুষকে বাঁচান।’

    তবে ‘ab-tc.com’ ওয়েবসাইটটি কোনো বাইলাইন (রিপোর্টারের নাম) ছাড়াই কেবলমাত্র স্থানীয় সংবাদদাতা লিখেই এই গুরুতর খবরটি প্রকাশ করেছে।

    এই ওয়েবসাইটটি ছাড়া আর কোনো আন্তর্জাতিক মিডিয়া এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

    যে খবরটি প্রকাশিত হয়েছে তার নীচে কোনো ডিসক্লেইমার দেয়া হয়নি। এমনকি রিপোর্টটি ফিকশন নাকি স্যাটায়ার তারও কিছুই জানানো হয়নি।

    এদিকে Snopes fact-check-এর পক্ষ থেকে এই রিপোর্টের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, কীভাবে দিনের পর দিন একটা ওয়েবসাইট এই ধরনের ভুয়ো খবর প্রকাশ করতে পারে। একই সঙ্গে সেখানে আরও বলা হয়েছে যে, এই ধরনের ভুয়া খবর প্রকাশের জন্য এই ওয়েবসাইটকে বিশ্বাস করা যাবে না।

    চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও এই ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

  • তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন ‘ সম-অপরাধী’

    তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন ‘ সম-অপরাধী’

    লেখক,শেখ এ কে আজাদ

    তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি যে, আপনারা নিয়মিত বা অনিয়মিতভাবে শুধু অবৈধ গ্যাস লাইন কেটে যাচ্ছেন সাভার ও আশুলিয়া এলাকায় । গ্যাস সংযোগ প্রদানের আড়ালে যারা জরিত ও যারা চুলায় ব্যবহার করছে তারা ‘সম-অপরাধী’ হচ্ছে বলে দাবী , তাদের শাস্তির আওতায় কেন আনা হচ্ছে না এটি সচেতন বৈধ গ্যাস সংযোগকারীরা জানতে ইচ্ছুক।

    সংবাদ কর্মীরা শুধু ১০০০ বা ততোধিক পরিবারের গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করছে এমন সংবাদ লিখে যাচ্ছে, প্রচার-প্রচারনা হচ্ছে বা সমাজের চোখে পরছে। তার কোন প্রতিকার বা শাস্তি হিসেবে  জেল-জরিমানা নেই। এসব অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে কেন ?
    যারা আজ এ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দিনের পর দিন গ্যাস জ্বালিয়ে যায় তাদের জেল ও অর্থদন্ডে দন্ডিত  হচ্ছে না কেন? যেখানে দিনভর উচ্ছেদের সময়কাল হাকিম ও নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
    আবার অবৈধ সংযোগের নামে মামলা হলেও তার কোন অভিযান হয় না। হাজার গ্যাস লাইন সংযোগ হলেও আটক বা গ্রেফতার নেই। তাই যারা অবৈধভাবে সংযোগ দেন বা নেন তারা আইনকে শ্রদ্ধা দেখানো ভুলে যাবার পথে। দূর্ণীতি দমন ও সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করছেন সাভার উপজেলার সচেতন গ্যাস সংযোগকারীরা।

    সমাজের সচেতন মহলের দাবী সাথে সাথে জেল-জরিমানার আওতায় না আসলে এ অভিযান একসময় হাস্যরসে পরিনতি হবে বলে মনে করছেন তারা।

    আহবায়ক,শেখ এ কে আজাদ (সাংবাদিক)
    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতি।

  • করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন থেকে ফেরৎ এক বাংলাদেশী শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

    করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন থেকে ফেরৎ এক বাংলাদেশী শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

    করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন থেকে ফেরৎ এক বাংলাদেশী শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি,তাজদিদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা চিকিৎসকরা এখনো নিশ্চিত নয়।

    নিজেস্ব প্রতিবেদক,রংপুর থেকেঃ
    করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন থেকে ফেরৎ বাংলাদেশী এক যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভর্তির পরপরই তাকে মেডিকেলের আইস্যুলেশন ওয়ার্ডে নেয়া হয়।
    মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন জানান, গত ২৯ জানুয়ারী চীন থেকে ফেরত আসা তাজদিদ হোসেন বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি নীলফামারীর ডোমারের বাড়িতে যান। তার হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সকালে বাড়িতে অসুস্থ বোধ করে।এরপর দুপুরে তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাসদিদ হোসেন চীন দেশের আনহুই প্রদেশের আনহুই ইউনির্ভাসিটি এন্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লেমা করার জন্য গত ২০১৭ সালের জুন মাসে চীনে যায় । সেখানে প্রায় আড়াই বছর ধরে পড়া লেখা করে তার বাড়ি নীলফামারী জেলা ডিমলা উপজেলার মির্জাহুহগঞ্জ গ্রামে চলে আসেন তার বাবার নাম আলতাফ হোসেন।
    তাজদিদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা চিকিৎসকরা এখনো নিশ্চিত নয়। এদিকে মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় বিষয়টি আইডিসিআরকে জানানো হয়েছে বলে জানান রংপুর মেডিকেলের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন।