সাভারে ট্যানারি চামড়ার জাত রপ্তানিতে মহা সংকটে।
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে হেমায়েতপুর চামড়া শিল্প কারখানায়ে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন চামরা কারখানার মালিক কর্মচারীরা। এতে বাংলাদেশের উৎপাদন ব্যাহত হচ্ছে এই ট্যানারী শিল্পে। চরম ঝুঁকি ও বিপর্যয়ের মুখে পড়েছে চামরার ব্যবসা-বাণিজ্য। ইউরোপের ক্রেতারা না আসায় বর্তমানে জায়গা করে নেয় ৭০ শতাংশ চামড়ার ক্রেতা চীনদেশে। কিন্তু এখন কারখানাগুলোতে ফিনিশড চামড়ার স্তূপ পড়ে আছে কারখানা। চীনারা আমদানি করছে না চামরাজাত উৎপাদিত পন্য। চীনের করোনাভাইরাসের সমস্যার দ্রুত সমাধান না হলে এ খাত চরম ক্ষতি ও বিপর্যয়ের মুখে পড়বে জানিয়েছে মিল মালিকরা।
Leave a Reply