Author: sattersangbad24

  • সপ্তাহ জুরে জুটিদের ভালোবাসা দিবস

    সপ্তাহ জুরে জুটিদের ভালোবাসা দিবস

    •  সংবাদ ডেক্সঃ

    আন্তর্জাতিকভাবে ভ্যালেন্টাইন’স উইকের দ্বিতীয় দিন আজ, অর্থাৎ প্রপোজ ডে।

    প্রোপোজ ডে’র থিম হলো, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাগুলো জানানো। নতুন জুটিদের জন্য এর চেয়ে ভালো দিন আর হতেই পারে না ভালোবাসা প্রকাশের জন্য। আর পুরোনো জুটি যারা, তারাও আজ আরেকবার ঝালিয়ে নিতে পারেন নিজেদের প্রথমদিকের আবেগময় দিনগুলোকে।

    প্রেম নিবেদনের আগে যে বিষয়গুলো জেনে রাখা জরুরিঃ-
    ব্যক্তিত্ব বজায় রাখুন: নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না। কোনো বন্ধু বা সেলিব্রিটির নকল না করে নিজের ব্যক্তিত্বসুলভ আচরণ করুন।
    জায়গা নির্বাচন: প্রিয়জনকে নিয়ে যেতে পারেন আপনাদের প্রথম দেখা হবার স্থানটিতে। একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর প্রপোজ করে ফেলুন। তা না পারলে এমন কোনো সুন্দর জায়গা নির্বাচন করুন, যেখানে কোলাহল কম।
    ক্যান্ডেল লাইট ডিনার: ক্যান্ডেল লাইট ডিনারে মোমবাতির আলো-আঁধারি পরিবেশ, সেই সাথে কোনো রোমান্টিক মিউজিক। সবচেয়ে ভালো হয়ে ২/১ ঘন্টার জন্যে কোনো রেস্টুরেন্টের একটা কর্ণার যদি রিজার্ভ করে ফেলতে পারেন। এই রোমান্টিক পরিবেশে আপনার প্রিয়জন রাজি না হয়ে পারবেনই না!
    চিঠি: চিঠির আবেদন সব সময়েই অমলিন। নীল খামে পাঠিয়ে দিন সেই সাথে সুগন্ধী আর ফুলের পাপড়ি যোগ করতে ভুলবেন না। আজকের দিনে পরস্পরের কাছ থেকে দূরে থাকতে হলে চিঠির কিন্তু কোনো বিকল্প নেই।
    আংটি: একটা সুন্দর আংটি কিনতে ভুলে যাবেন না। একটা নতুন সম্পর্ককে বাঁধার অদ্ভুত সুন্দর প্রতীক এই আংটি। প্রিয়জনের চোখ বন্ধ করতে বলুন। তার হাতে পরিয়ে দিন আংটিটি। তারপর কানে কানে বলে ফেলুন ‘ভালবাসি’।
    প্রপোজের ভাষা: প্রপোজের ভাষার ব্যাপারে সচেতন থাকুন। সরাসরি বলতে পারেন, ‘উইল ইউ ম্যারি মি?’ অথবা ‘আমি তোমার হাতটা সারাজীবনের জন্যে ধরতে চাই’, ‘তুমি কী আমার জীবনসঙ্গী হবে?’ বা আপনার পছন্দমত যে কোনো কিছুই হতে পারে সেটা। তবে খেয়াল রাখবেন, তা যেন মানুষটির মন ছুঁয়ে যায়।
    সময় নিন: প্রপোজ করার আগে সময় নিন। কথা বলুন, একসাথে সময় কাটান ও সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন। যখন বুঝতে পারবেন আপনার প্রতি তার একটা সফট কর্নার তৈরী হয়েছে, তখনই প্রপোজ করুন। তার আগে নয়।
    তাহলে আর দেরি কেন? মনের মানুষটিকে আজই বলে দিন ভালোবাসার কথাটি!
    এছাড়াও আগামী কাল থাকছে চকোলেট ডে। এই দিনটির থিমও কিন্তু দুষ্টু-মিষ্টি ভালোবাসা! আপনি আপনার প্রেমিক/প্রেমিকা-কে প্রপোজ করেছেন সে আপনাকে ‘হ্যাঁ’ বলেছে! এই ব্যপারটি উদযাপন করতেই আসলে চকলেট ডে।

    ৭ ফেব্রুয়ারি ছিলো ‘রোজ ডে’ (গোলাপ দিবস)।
    ১০ ফেব্রুয়ারি পালন করা হবে টেডি ডে। ভালোবাসার মানুষকে একটি টেডি দেয়ার মানে হলো, আপনি চান এটি আপনার ভালোবাসা কে বিয়ার (বহন করে) করে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। ব্যপারটি সাদা চোখে খুব সাধারণ মনে হলেও আপনার সঙ্গীর কাছে কিন্তু খুবই রোমান্টিক!
    ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস। ভ্যালেন্টাইন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।
    ১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস বা হাগ ডে। একটু আলিঙ্গন মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। ভালোবাসা সপ্তাহে এদিন প্রিয়জনকে আলিঙ্গনের দিন। আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত।
    ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস বা কিস ডে। একটা চুমুতে ঘুচে যায় সব দূরত্ব। একটা চুমুতেই মিটে যায় সব বিবাদ। আর তাই ভ্যালেনটাইন্স ডে-র আগের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ।
    ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এর মূল কথা যে ভালবাসা।

     

  • ইউটিউবসহ অনলাইন পোর্টালগুলোকে করের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেনঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

    ইউটিউবসহ অনলাইন পোর্টালগুলোকে করের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেনঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

    • ষ্টাফ রিপোর্টারঃ

    ইউটিউবসহ অনলাইন পোর্টালগুলোকে করের আওতায় এনে মূলধারর নিউজপ্রিন্ট ও টিভি চ্যানেলগুলোর উন্নয়নসহ মান বৃদ্ধিতে কাজ করা হবে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
    শুক্রবার পাবনা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
    পরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে এক অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে। বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার ব্যাংকে থাকা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমার দেয়ার বিষয়ে সংসদে বিল পাস নি:সন্দেহে ভাল উদ্যোগ।

    ঢাকা সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়া বিষয়ে মন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, সেই সঙ্গে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। যার কারণে ভোটার উপস্থিতি ছিল কম। আসলে বিএনপি অংকে ভুল করেছে।

    জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে সভায় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে আহবানঃ আমীর আল্লামা আহমদ শফি

    ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে আহবানঃ আমীর আল্লামা আহমদ শফি

    মোবাইল ফোন ব্যবহারে বিভিন্ন খারাপের দিকে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। এই কারণে তাদের মোবাইল ফোন থেকে দূরে থাকাসহ ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামীর আমীর আল্লামা আহমদ শফি।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    এসময় শফি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা গ্রহণ করা উচিত।
    এছাড়া কাদিয়ানীদের হুঁশিয়ারি করে বলেন, বাংলাদেশে এদের কোন স্থান নেই।

  • নবীগঞ্জের এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

    নবীগঞ্জের এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

    • সত্যের সংবাদডেক্সঃ

    হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এক হাসপাতালে পাঠানো হয়েছে।
    শুক্রবার রাতে শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে।
    জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় নবীগঞ্জে পুলিশের ওসিকে কোপানোর ঘটনায় সন্ত্রাসী মুছা ও পারভেজ অধরা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে পারভেজ ও তার সহযোগীরা বিভিন্ন সময় সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে পারভেজের নেতৃত্বে কিবরিয়া চৌধুরীকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এতে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন কিবরিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটে পাঠান।
    এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • ধামরাইয়ে এক কলেজ ছাত্রীর কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা তাপস সরকারের

    ধামরাইয়ে এক কলেজ ছাত্রীর কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা তাপস সরকারের

    • নিজস্ব প্রতিবেদক,ধামরাই থেকেঃ

    ধামরাইয়ে তাপস সরকার নামে এক যুবক রাতের আধারে কলেজ ছাত্রীর বাড়ির কক্ষে প্রবেশ করে দরজা আটকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় কলেজ ছাত্রীর ডাক চিৎকারে বাড়ির লোকজন বাহির থেকে দরজা খোলার চেষ্টা করে। পরে ঘরের সিঁদ কেটে পালিয়ে যায় তাপস। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে।

    জানা গেছে, ওই কলেজ ছাত্রী তার কক্ষে পড়ছিল। সে কুশুরা ইউনিয়নের ভেকি গাড়াইল গ্রামের আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (২২) বলে জানা গেছে।
    তাপস সরকার কৌশলে তার ঘরে প্রবেশ করে দরজার আটকিয়ে দেয়। বাড়ির লোকজন টের পেয়ে বাহির থেকে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। উপায়ন্তর না পেয়ে কাচা ঘরের সিঁদ কেটে পালিয়ে যায় তাপস ।
    কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানানো হয়, রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি টের পেয়ে আমরা দরজা খোলার চেষ্টা ও চিৎকার করে আমরা লোকজন জড়ো করার চেষ্টা করি। পরে ঘরের পিছন দিয়ে সিঁদ কেটে বের হয়ে গেছে তাপস।

    এদিকে, সকালে তাপসের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে পাশের বাড়িতে তাপসের মা বোন তাপস সরকারকে না পেয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি হোন নি।
    এ ঘটনা ধামরাই থানায় অভিযোগ দিবেন বলে জানিছেন ছাত্রীর পরিবার।

  • বেঙ্গালুরুর ১৪ বছরের মেয়ের গর্ভে মায়ের প্রেমিকের সন্তান

    বেঙ্গালুরুর ১৪ বছরের মেয়ের গর্ভে মায়ের প্রেমিকের সন্তান

    • আন্তর্জাতিক সংবাদ ডেস্কঃ

    মায়ের সহায়তায় ১৪ বছরের এক নাবালিকার গর্ভবতী হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ করেছে নিজের মায়ের বিরুদ্ধে। তিনিই নাকি প্রেমিককে দিয়ে বিয়ে প্রলোভনে প্রায় এক বছর ধরে ধর্ষণ করিয়েছেন নিজের মেয়েকে।

    এদিকে ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে ১৪ বছরের সেই নাবালিকা। বর্তমানে সে আট মাসের গর্ভবতী।

    এবার সেই মা ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সে। পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    নাবালিকার মা একটি অনুষ্ঠান বাড়িতে কাজ করেন। গত দশ বছর ধরে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে থাকেন তিনি। সপ্তম শ্রেণির পর পড়া ছেড়ে দিতে বাধ্য হয় ওই নাবালিকা।
    ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর শহরতলিতে। সেখানে মায়ের সঙ্গেই থাকতো ওই নাবালিকা।
    নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, বিনয় ও তার মা বাড়িতে এক সঙ্গে মদ্যপান করতেন। প্রায়শই তার মা তাকে বিনয়ের সঙ্গে রাতে শুতে বাধ্য করতেন। এ ভাবেই মায়ের সহায়তায় দিনের পর দিন তাকে ধর্ষণ করে বিনয়। বিনয়ের সঙ্গে থাকতে আপত্তি জানালে ওই মহিলা বলতেন বিনয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে।

    এদিকে মায়ের সঙ্গেও থাকতেন বিনয়, পুলিশকে এমনটাই জানিয়েছেন মেয়ে। এ ভাবেই অসুস্থ হয়ে পড়ে সে। মাকে এ কথা জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ নাবালিকার।

    হাসপাতালে না নিয়ে গিয়ে মেয়েকে ওষুধ খেতে বলেন মা। ওই ঘটনার পর বিনয়ও তাদের বাড়ি আসা বন্ধ করে দেয়। এর পর দিদিমাকে ঘটনা বলে দেয় নাবালিকা। দিদিমা হাসপাতালে নিয়ে যেতেই গর্ভবস্থার বিষয়টি সামনে আসে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা।

    এদিকে ধর্ষণের ঘটনা নিয়ে এক তদন্তকারী অফিসার বলেছেন, নির্যাতিতার মা ও বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মামলা বিনয় এখন জেলে। আর সিঁড়ি থেকে হাত-পা ভেঙে যাওয়ায় নির্যাতিতার মা এখন ঘর বন্দি। সে সুস্থ হলেই আমরা তাকেও গ্রেপ্তার করা হবে।

  • জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে গেলেন ‘পারিপার্শ্বিক’  কি?

    জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে গেলেন ‘পারিপার্শ্বিক’ কি?

    বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    কয়েকদিন আগে তিনি নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছি। গত ২৯ জানুয়ারি তিনি ওই স্ট্যাটাস দেন।
    তিনি আরো লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারো দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
    সে দিনের পর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে যাননি। তার ঘনিষ্ঠদের অনেকে বলছেন, আজহারি এরই মধ্যে মালয়েশিয়া চলে গেছেন বলে তারা জানতে পেরেছেন।

    তবে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোয় যে ধর্মীয় বক্তারা অংশ নেন – তাদের একটি সমিতি রয়েছে। এই সমিতির কয়েকজন নেতা এবং আজহারির ঘনিষ্ঠ কিছু ব্যক্তি বলেছেন, আজহারি মালয়েশিয়া চলে গেছেন বলে তারা জানতে পেরেছেন। এর পর তাদের কারো সাথে আজহারির যোগাযোগ হয়নি

    ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তা হিসেবে আজহারির বিপুল জনপ্রিয়তা রয়েছে। কখনো কখনো তিনি মাহফিলে যাবার জন্য হেলিকপ্টারও ব্যবহার করেছেন। তার হঠাৎ করে মালয়েশিয়ায় যাবার কারণ কী – এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি, তবে ফেসবুকে আজহারি নিজে ‘পারিপর্শ্বিক কিছু কারণের’ কথা উল্লেখ করেন।

    কিন্তু সেই কারণগুলো কী তা উল্লেখ করেননি তিনি। শুধু এটুকুই বলেছেন, রিসার্চ বা গবেষণার কাজে তিনি মালয়েশিয়া যাচ্ছেন এবং মার্চ মাস পর্যন্ত তার মাহফিল করা বন্ধ থাকবে।

    আজহারির সাথে ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সবশেষ দুটি সাক্ষাতের সময় আজহারি তার কাছে মাহফিল করতে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হবার কথা বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

    কয়েক মাস ধরেই আজহারিকে নিয়ে আলোচনা চলছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

    এ বছর জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তারই এক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিককে ধর্মান্তরের এক ঘটনাও ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

    গত ২৪ জানুয়ারি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারির মাহফিলে একই পরিবারের মোট ১২ জন সদস্য এক সঙ্গে ইসলামে দীক্ষা নেয়। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

    সরকারের ধর্ম প্রতিমন্ত্রী সম্প্রতি আজহারিকে জামাত-সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিলো। জনপ্রিয়তার ইর্ষান্নিত হয়ে অনেকে এসব কথা বলছে বলে মনে করছেন আজহারির বক্তাবৃন্দ।

    সূত্র :অনলাইন

  • কসবায় পানির সঙ্গে বালু ও গ্যাস নির্গমন বন্ধ

    কসবায় পানির সঙ্গে বালু ও গ্যাস নির্গমন বন্ধ

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যালয়ে গভীর নতুন নলকূপ বসানোর জন্য খনন করা কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস নির্গমন বন্ধ হয়েছে।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বালু ও গ্যাস নির্গমন বন্ধ হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূইয়া। তিনি আরো বলেন প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। শিক্ষা কার্যক্রম চলবে রবিবার থেকে।

  • জলঢাকার সাবেক ভাইস চেয়ারম্যানের পিতার মৃত্যুতে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরামের শোক প্রকাশ

    জলঢাকার সাবেক ভাইস চেয়ারম্যানের পিতার মৃত্যুতে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরামের শোক প্রকাশ

    জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এর পিতা আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন (মাষ্টার) শুক্রবার ৭ ফেব্রুয়ারী

    বিকাল ৫:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) । মোশাররফ হোসেনের মৃত্যুতে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরাম গভীর শোক প্রকাশ জানিয়েছে।

    শুক্রবার রাত ১০:২০ মিনিটে এক যৌথ শোক বিবৃতিতে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরামের আহবায়ক মুশফিকুর রহিম ও যুগ্ন আহবায়ক মতিউর রহমান শোকবাণীতে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরামের যুগ্ন আহবায়ক মোঃ রেজোয়ান ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি

  • কেরানীগঞ্জে কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামী আত্মহত্যা

    কেরানীগঞ্জে কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামী আত্মহত্যা

    নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জেঃ

    কেরানীগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামী আত্মহত্যা করেছেন। স্ত্রীকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে স্বামী নিজেই আত্মহত্যা করার খবরটি এলাকায় ছড়িয়ে পরে।

    গেল বৃহস্পতিবার গভীররাতে আগানগর ইউনিয়নের আলম মার্কেট বেড়িবাধ এলাকায় ঘটনাটি ঘটে।

    নিহত ব্যাক্তির নাম মো. রাসেল (২৬) পিতা সেলিম হাওলাদার। তার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট এবং আহত স্ত্রীর নাম মোসা. আম্বিয়া বেগম (২৩), পিতা মৃত আব্দুর রশিদ সে ভোলার স্থাযী বাসিন্দ। তারা কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

    স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেড় ধরে এ ঘটনাটি ঘটেছে। রাসেলের সাথে আম্বিয়ার বিয়ে হয় ৬ মাস আগে। আম্বিয়ার আগে আরেকটা বিয়ে হয়েছিল আগেই। তাদের সংসারেএকটা ছেলে সন্তানও আছে।
    পুলিশ জানায় বিয়ের পরে রাসেল বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে শুরু হয় কলহ শুরু হয়।
    আম্বিয়া ছুরির কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সে মারা গেছে ভেবে পরে নিজের ওই ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন।

    এ ঘটনায় এলাকাবাসী দুজনকেই চিকিৎসার জন্য মিটফোর্ড হাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করলেও আশঙ্কাজনক অবস্থা আম্বিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, আম্বিয়া ছুরির কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সে মারা গেছে ভেবে পরে নিজের ওই ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন রাসেল।
    বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।