হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এক হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় নবীগঞ্জে পুলিশের ওসিকে কোপানোর ঘটনায় সন্ত্রাসী মুছা ও পারভেজ অধরা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে পারভেজ ও তার সহযোগীরা বিভিন্ন সময় সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে পারভেজের নেতৃত্বে কিবরিয়া চৌধুরীকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এতে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন কিবরিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটে পাঠান।
এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply