Author: sattersangbad24

  • সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় এক সাইকেল আরোহী গুরুতর আহত,বাস আটক

    সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় এক সাইকেল আরোহী গুরুতর আহত,বাস আটক

    • নিজস্ব প্রতিবেদক সাভার থেকেঃ

    ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা এলাকায় বাস চাপায় এক সাইকেল আরোহী আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সড়ক দুর্ঘটনায় গুরুত্বর
    আহত ব্যক্তি শাহিন (১৮)।

    শুক্রবার ৭ ফেব্রয়ারি বিকেলে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে নীলাচল যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো – ১৪-৮৬১৮ নামের একটিবাস গেন্ডা বাসস্ট্যান্ডে পৌছালে চলন্ত একটি সাইকেল চালকের উপরে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

    সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হলে বাসটি আটক করেছে পুলিশ।

    পরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড পৌছালে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বাসটিকে আটক করে ট্যানারি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
    এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকা ফাইনালে উঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকা ফাইনালে উঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুবরা বিশ্বকাপ ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করায় যুব টাইগার বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গত বৃহস্পতিবার পচেফস্ট্রুমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ও ৩৫ বোলে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি থেকে অভিনন্দন বার্তায় বলেন, তোমাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি।

  • আশুলিয়ায় আউকপাড়া এলাকায় সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট, আহত-৩,আটক-২

    আশুলিয়ায় আউকপাড়া এলাকায় সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট, আহত-৩,আটক-২

    আশুলিয়ায় আউকপাড়া এলাকায় ভূমিদস্যু ও  সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট,আহত-৩,পুলিশের হাতে আটক-২ জন।ছবি-সত্যেরসংবাদ।

    রফিকুল ইসলাম জিল্লুঃ
    ঢাকার সাভারের আশুলিয়া আউকপাড়া এলাকায় অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুট-পাটের অভিযোগ উঠেছে এলাকার চিন্হিত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী।

    আশুলিয়ায় আউকপাড়া এলাকায় ভূমিদস্যু ও  সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট,আহত-৩,পুলিশের হাতে আটক-২ জন।ছবিঃ সত্যেরসংবাদ।।

    বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় ভুমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর হামলায় ভুক্তভোগি পরিবারের ৩ জন আহত হয়েছেন।
    হামলার সময় যারা আহতকৃতরা হলেন, মোঃ আবু বক্কর, মোঃ লাল মিয়া ও নিপুন। এসময় স্থানীরা আহতদের উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে চিকিৎসা নিয়েছেন।

    মোঃ মাসুদ হোসেন ও মোঃ লাল মিয়া ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, ক্রয় সুত্রে ৪০ শতাংশ জমি কিনে মালিক তারা। গত ৯ বছর ধরে ভোগ দখল করে আসছিলাম জমিটিতে ।
    দীর্ঘদিন ধরে একই এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও সন্ত্রাসী গ্রুপের মোতুর্জা সরকার, বাছেদ, বিশা, মিঠু, জুয়েলসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করে তারা মালিকানা দাবি করে জোরপুর্বক দখলের পায়তারা করে আসছে । জমিটির বিরোধপূর্ন নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা বিচারদিন রয়েছে বলে জানান।
    সাংবাদিকদের নিকট তারা অভিযোগ করে আরো বলেন, ৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার দুপুরে হাঠাৎ করে ভুমিদস্যু মোতুর্জা ও বাছেদ গংদের নেতৃত্বে বড় একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অস্ত্র-শস্ত্র লাঠি-সোঁটা, রামদা-চাপাতি নিয়ে জমিটি দখলে নিতে তাদের বাড়ি-ঘরে হামলা চালালে বাড়ি-ঘড় ও অটো ইজিবাইক গ্যারেজ ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলার সময় ইজিবাইকের ২০টি চার্জার ও ২০টি ছাগল ও নগদ টাকাসহ ব্যাপক লুটপাট করে
    ক্ষয়-ক্ষতি সাধন করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা মানুষের মনের মধ্যো চরম উত্তেজনা বিরাজ করছে।
    এ ঘটনায় জোরপুর্বক জমি দখলের খবর পেয়ে
    আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজগর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভূমিদস্যু ও সন্ত্রাসী মোঃ মোতুর্জা ও মোঃ বাছেদসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • ইতিহাস গড়লো যুব টাইগাররা, বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ইতিহাস গড়লো যুব টাইগাররা, বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    সত্যের সংবাদ,স্পোর্টসঃবৃহস্পতিবার প্রথমবারের মতো ইতিহাস গড়লেন ১৯-অনূর্ধ্ব যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ পচেফস্ট্রুমে উড়িয়েছে বাংলার বিজয়ের লাল-সুবুজের পতাকা। সেঞ্চুরি করে

    মাহমুদুল হাসান জয় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত।

    বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। রবিবার ফাইনালে বাংলাদেশের বনাম ভারত।

    বাংলাদেশে যুবরা ভারতের সাথে ক্রিকেট খেলে বিজয় নিশ্চিত করবে বলে ১৬ কোটি বাংলার মানুষের প্রত্যাশা।আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ভারতের সাথে বাংলাদেশ।

    স্কোর: বাংলাদেশ ২১৫/৪ (৪৪.১ ওভার)
    নিউজিল্যান্ড ২১১/৮ (৫০ ওভার)

    সেঞ্চুরি করেনঃ ৯৬ থেকে বাংলাদেশের রান একলাফে ১০০। সেঞ্চুরি। বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি জয়ের জয়ের পথে এগিয়ে রাখে বাংলাদেশ।

    মাহমুদুল হাসান জয় ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে শতরানের ইনিংসটি জয়ের নিন্ধনে পৌছে দেয়।
    ৭ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যুব বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন জয়।

    শুরুতেই শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। ২১২ রান তাড়া করতে নেমে ৩২ রান তুলতে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তানজিদ ফেরার পরপরই পারভেজ হোসেন ইমন আউট হন। পেসার ডেভিড হ্যানককের দুর্দান্ত ডেলিভারীর কোনো উত্তর জানা ছিল না ইমনের। উইকেটের পেছনে ক্যাচ দেন ১৪ রানে। তার আউটের সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৩২।

    শেষটায় বিবর্ণ বাংলাদেশ, রঙিণ নিউজিল্যান্ড

    শেষ ৩ ওভারে ৩৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ৪৭ ওভারে তাদের রান ছিল ১৭৪। তাতে নিউজিল্যান্ড পেয়েছে ভালো ২১১ রানের একটি স্কোর ঘরে তুলে।

    ৩২ ওভারে শতরান নিউজিল্যান্ড:

    ৩২তম ওভারে দলীয় শতরানের মুখ দেখে নিউজিল্যান্ড। শতরানের আগেই বাংলাদেশের বোলিংয়ে তাদের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরে দেয়।
    শুরুতে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলিংয়ে ১০ ওভারে তারা তুলেছে ২৬ রান তুলে। ঘটে বিপর্যয়।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরীফুল ইসলাম।

    এবার শেষ চারে ১০৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। উড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে। পচেফস্ট্রুমে ব্যাট-বলের অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ যুবদের।

    উল্লেখ্য, যুব বিশ্বকাপের কোনো আসরে ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। ২০১৬ সালে ঘরের মাঠে বাংলাদেশ শেষবার উঠেছিল সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে স্বাগতিকদের। যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ওই আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।

  • হাস‌্যকর আইনে শিশুকে বাঁচিয়ে মায়ের জেল ও চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত

    হাস‌্যকর আইনে শিশুকে বাঁচিয়ে মায়ের জেল ও চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত

    • আন্তার্জাতিক সংবাদডেক্সঃ

    উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে নিভৃতচারী রাষ্ট্র। বিচিত্র সব আইন রয়েছে দেশটিতে। শুনলে হতবাক হতে হয়! যেমন, উত্তর কোরিয়ার কোনো নাগরিক নিজের ইচ্ছায় চুলের ফ্যাশন পারেন না। সরকার থেকে বেধে দেওয়া নিয়মেই নাগরিকদের চুলের ফ্যাশন করতে হয়। এরকম হাজারো আইনে সাজানো উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা।

    যেমন এই একটি ঘটনা আবারও উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থাকে বর্হিবিশ্বে নতুন করে আলোচনায় এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার বিবরণ। ঘটনাটি ঘটেছে উত্তর কোরিয়ার হ্যামগিয়ং প্রদেশে। সেখানে এক গ্রামে দুইটি পরিবার মিলেমিশে একটি বাড়িতে বাস করত। হঠাৎ আগুন লাগে বাড়িটিতে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে বাড়ির বাসিন্দারা।

    বাড়িতে ওই মুহূর্তে কোন পুরুষ না-থাকায় এক মহিলা তড়িঘড়ি করে শিশুদের আগুন থেকে রক্ষা করে। এছাড়া তিনি বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও রক্ষা করতে সক্ষম হন। জীবন বাজি রেখে সন্তানদের রক্ষা করার জন্য সকলের বাহবা পেলেও এই মহিলাকে এখন জেলে যেতে হচ্ছে। কারণ উত্তর কোরিয়ার হাস‌্যকর আইন।

    মা আগুন থেকে সন্তানদের রক্ষা করতে পারলেও রক্ষা করতে পারেনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং ও তার পরিবারবর্গের ছবি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছবিগুলো। এই লঘু কারণেই গুরু দণ্ড পেতে হচ্ছে তাকে। কারণ উত্তর কোরিয়ার আইনে স্পষ্ট করে বলা আছে, প্রত্যেক নাগরিকের ঘরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও তার পরিবারের ছবি রাখতে হবে। শুধু টানিয়ে রাখলেই হবে না। দুই বেলা নিয়ম করে ছবিগুলো পরিষ্কার করতে হবে। ছবিগুলোর এমনভাবে যত্ন নিতে হবে যেন দেখলে মনে হয় পরিবারের কোন সদস্যের যত্ন নেওয়া হচ্ছে।

    সরকারী আইনে মা যদি তার সন্তানদের না বাঁচিয়ে ছবিগুলো আগুন থেকে রক্ষা করতে পারত তাহলে তাকে জেলে তো যেতে হতোই না। উল্টো সরকার থেকে পুরস্কার পেত। ঘটনার এখানেই শেষ নয়। ওই মহিলাকে শাস্তির পাশাপাশি তার পরিবার বর্গকেও শাস্তি পেতে হচ্ছে। জানানো হয়েছে, আগুনে আংশিক পুড়ে যাওয়া সদস্যদের হাসপাতালে ভর্তি করতে দেওয়া হবে না।

  • যৌন কেলেঙ্কারীর আলাদা নিষিদ্ধ  গ্রাম

    যৌন কেলেঙ্কারীর আলাদা নিষিদ্ধ গ্রাম

    • আন্তার্জাতিক সংবাদডেক্সঃ

    মানুষগুলো সমাজের সকলের কাছেই ঘৃণিত। যারা এমন কাজ করে সবাই তাদের পশুতুল্য মনে করে এড়িয়ে চলে। কিন্তু তাদের জন্য আলাদা একটা গ্রাম- এমন কখনও শোনা যায়নি কখনো।

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রয়েছে সেই গ্রাম । যেখানে পশুতুল্য এই মানুষদের রাখা হয়। তারা সবাই ধর্ষক কিংবা যৌন কেলেঙ্কারীর দায়ে সাজাপ্রাপ্ত অপরাধী।

    গ্রামটির নাম সিটি অব রিফিউজি বা নির্বাসিতদের গ্রাম। গ্রামের বাসিন্দারা সবাই জীবনের কোন না কোন সময় নারীর সম্ভ্রমহানী বা যৌন নির্যাতনের দায়ে সাজাপ্রাপ্ত। উত্তর ফ্লোরিডার পাম বিচ কাউন্টির এই গ্রামটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম হিসেবে বিবেচিত।

    পাম বিচ কাউন্টির বাসিন্দাদের কাছে গ্রামটি ‘মিরাকল ভিলেজ’ নামেও পরিচিত। তবে ২০১৪ সালে সরকারিভাবে গ্রামটির নাম পাল্টে ‘সিটি অব রিফিউজি’ করা হয়। সব মিলিয়ে ৫৪টি বাড়িতে প্রায় দুইশ মানুষ আছে এই গ্রামে।
    গ্রামটি গড়ে ওঠার পেছনে ফ্লোরিডার একটি আইনের ভূমিকা রয়েছে। ফ্লোরিডার আইনে ধর্ষক বা যৌন নির্যাতনের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের স্কুল, বাস স্ট্যান্ড, খেলার মাঠ এবং বাচ্চাদের এক হাজার মিটারের মধ্যে বসবাসে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তখন সাজাপ্রাপ্ত অপরাধীরা এই স্থানে এসে বাস করতে শুরু করে।

    গ্রামটি গড়ে তোলার পেছনে রিচার্ড উইদিরো নামে এক ব্যক্তির বিশেষ ভূমিকা রয়েছে। রিচার্ড ছিলেন ফ্লোরিডার রাজ্যমন্ত্রী। তিনি আইনে ধর্ষকদের এই নিষেধাজ্ঞার কথা জানতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামটি গড়ে ওঠে। তিনি চাইতেন- লোকালয় থেকে দূরে এই অপরাধীদের জন্য আবাসস্থল গড়ে উঠুক। যাতে তারা সমাজে ছড়িয়ে পড়তে না পারে। তাছাড়া সমাজ থেকে বিচ্ছিন্ন দাগী অপরাধীরও স্বাভাবিক জীবন কাটানোর অধিকার আছে।

    তবে এই গ্রামে চাইলেই যেকোন ধর্ষক বসবাস করতে পারে না। এখানে বাস করতে হলে আগে গ্রাম পরিচালনার দায়িত্বে থাকা কমিটির প্রধানের নিকট আবেদন করতে হয়। প্রতি সপ্তাহে গড়ে বিশটির মতো আবেদন আসে। কিন্তু গ্রহণ করা হয় মাত্র দু-একটি। এখানে শিশু ধর্ষণকারী, ক্রমিক ধর্ষক (সিরিয়াল রেপিস্ট) আবেদন গৃহীত হয় না।

  • আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তান হার

    আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তান হার

    আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তান হার

    স্পোর্টস সংবাদডেক্সঃ
    বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ভারতের বিপক্ষে ট্রফির লড়াইয়ে অংশ নেবে।
    সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ব্যাটে বলে ব্যর্থ পাকিস্তান।
    মঙ্গলবার তাদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
    আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সেনোস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে যায় পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক রোহেল নাজিরের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক ধকল সামাল দেন ওপেনার হায়দার আলী।

    দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরা অধিনায়ক রোহেল নাজির অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১০২ বল খেলে ৬টি চারের সাহায্যে করেন ৬২ রান। ১০ বলে ২ রানে ফেরেন তাহির হোসেন, ৬ বলে ১ রান করেন মোহাম্মদ আমির খান। নিয়মিত উইকেট পতনের কারণে ৪৩.১ ওভারে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান।

    টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ইয়েসবি জয়েসওয়াল ও দিবাংশ সাকসেনা। দলকে জয় উপহার দিতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন জয়েসওয়াল। ভারতীয় এ তরুণ ওপেনার ১১৩ বল খেলে ৮ চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ১০৫ রান করেন।

    এছাড়া ৯৯ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৯ রান করেন অন্য ওপেনার সাকসেনা। জয়েসওয়াল ও সাকসেনার অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ওভারের ৮৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

    সংক্ষিপ্ত স্কোরঃ
    ভারত: ৩৫.২ ওভারে ১৭৬/০ (জয়েসওয়াল ১০৫*, সাকসেনা ৫৯*)।

    পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৭২/১০ (রোহেল নাজির ৬২, হায়দার আলী ৫৬, হারিস ২১; সুশান্ত মিশ্রা ৩/২৮)।

  • ব্রাহ্মণবাড়িয়া কসবায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নলকূপের পাইপ দিয়ে গ্যাস,বালু,পানি বের হওয়ায় সতর্ক থাকতে অনুরোধ এলাকাবাসীকে

    ব্রাহ্মণবাড়িয়া কসবায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নলকূপের পাইপ দিয়ে গ্যাস,বালু,পানি বের হওয়ায় সতর্ক থাকতে অনুরোধ এলাকাবাসীকে

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায়ে বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে বসানো নতুন নলকূপের পাইপ দিয়ে বুধবার দুপুর থেকে গ্যাস, বালু আর পানি বের হচ্ছে দিনভর। এলাকায় আতঙ্ক বিরাজ।

    এই অবস্থায় বিদ্যালয়টি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কসবা উপজেলা প্রশাসন আশেপাশের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনসহ সালদা গ্যাস ক্ষেত্র সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতিকে কেন্দ্র করে সেখানে প্রচুর লোকজনের ভিড় থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্কতা হিসেবে বিদ্যালয়ের চারিদিকে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।

    শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া জানান, সরকারিভাবে বিদ্যালয়ে গভীর নলকূপ বসানোর কাজ চলছে। প্রায় ৫৪০ ফুট পর্যন্ত পাইপ বসানোর পর বুধবার দুপুর থেকে পাইপ দিয়ে গ্যাস বেরুতে থাকে। এক পর্যায়ে প্রচন্ড গতিতে গ্যাসের সঙ্গে বালু ও পানি বেরুতে থাকে। কোনোভাবেই এটা বন্ধ করা যাচ্ছে না।

    এদিকে পাইপ দিয়ে দ্রুত বেগে বের হওয়া বালু ও পানিতে পুরো বিদ্যালয়ের মাঠে ও আশে পাশে এলাকায় পানি ঢুকে পড়ছে। ধসে পড়ার আশঙ্কায় বিদ্যালয়ের একটি ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।
    বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধও ঘোষণা করা হয়েছে। নলকূপের পাশের একটি পরিবারকেও সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। আশেপাশের বাড়ির মানুষকে রান্না-বান্না না করার জন্য বলা হয়েছে। পাশাপাশি ধুমপান কিংবা অন্য কোনো কারণে আগুন ব্যবহার না করতেও বলা হচ্ছে।
    এ ব্যাপারে কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, বুধবার সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে নলকূপ বসানোর কাজ চলছিল। নলকূপের পাইপ গভীরে প্রবেশ করার পরই তীব্র গতিতে গ্যাস কাঁদা বালিসহ বের হয়ে হতে থাকে। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে গ্যাস উদগিরন এলাকা থেকে একটি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    ফায়ার সার্ভিস কর্মীরাও তৎপর রয়েছে।
    এই ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, সালদা গ্যাস ক্ষেত্রের লোকজন ঘুরে গেলেও প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারেন নি। বিষয়টি তাঁরা পেট্রোবাংলাকে অবহিত করেছেন। সেখানকার বিশেষজ্ঞরা এলে এই বিষয়ে করণীয় সম্পর্কে বুঝা যাবে। তবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জানান তিনি।

  • রাজধানীর ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

    রাজধানীর ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

    ষ্টাফ রিপোর্টারঃ
    ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
    রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম জানিয়েছেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করে।

    তবে তৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমানের তথ্য পাওয়া যায়নি।

  • বিভিন্ন অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেনকে প্রত্যাহার

    বিভিন্ন অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেনকে প্রত্যাহার

    • নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    ঘুষ গ্রহণসহ বিভিন্ন অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনকে (৪৫) প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

    সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

    জানা গেছে, আসামীর স্ত্রীর কাজ থেকে উৎকোচের টাকা নেওয়াসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল সাভার মডেল থানার এসআই ফারুক হোসেনের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে তাকে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে তদন্ত চলছে।

    এক বছরের বেশী সময় যাবৎকাল ফারুক হোসেন সাভার মডেল থানায় এসআই পদে কর্মরত ছিলো বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।