Author: sattersangbad24

  • সাভারে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :

    সাভারে বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার ( ১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে
    সাংবাদিকদের এ তথ্য জানান,ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সাভারসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে বলে তারা জানায়। এছাড়াও গ্রেফতারকৃত আসামী রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২ টি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।

    আটককৃত আসামি হলেন মোঃ রুবেল হোসেন (৪০),পিতা-মৃত খলিলুর রহমান,গ্রাম-দক্ষিন রাজাশন, হোল্ডিং নং-৫৬, থানা-সাভার মডেল। বর্তমান বলিয়ারপুর মজিবর এর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা করে আসছিল। মোঃ বিষু (২১),পিতা-মোঃ লাবু লাভলু, গ্রাম-সাতআনিপাড়া,বলিয়ারপুর এলাকায় বসবাস করে আসছিল।

    ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ৭টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে দুই মাদক ব্যবসায়ীসহ তাদেরকে গ্রেফতার করে।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠনে জাভেদ সভাপতি রুপক সাধারন সম্পাদক

    সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠনে জাভেদ সভাপতি রুপক সাধারন সম্পাদক

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার : বাংলা টিভির রিপোর্টার জাভেদ মোস্তফাকে সভাপতি ও এসএ টিভির রিপোর্টার রুপোকুর রহমানকে সাধারন সম্পাদক করে সাভার প্রেসক্লাবের (২০২৩-২০২৪ অর্থবছরের) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার সকাল ১১টায় সাভার থানা রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
    সভায় ক্লাবের সাধারণী সদস্যরা সর্বসম্মতিক্রমে হাঁ/না ভোটের ম্যাধ্যমে প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফাকে সভাপতি ও সদস্য সচিব রুপোকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
    প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আযম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন সানি, পাঠাগার সম্পাদক এসএ দুলাল, দপ্তর সম্পাদক শাহীন আলম চৌধুরী, নির্বাহী সদস্য আখতার হামিদ, নিায়ামত উল্লাহ এবং শামীম খান।
    ক্লাবের সাধারণ সদস্যরা এসময় উপস্হিত ছিলেন।
    আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচন করা হলো।

  • সাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন

    সাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন

    সাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ( ১৬) মার্চ বিকেল ৫ টার সময় শুভ উদ্বোধন হয়েছে বাগানবাড়ি রেস্টুরেন্ট।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারে প্রথম সারির প্রাকৃতিক সাথে স্বাদের ছোঁয়ায় বাগানবাড়ী রেস্টুরেন্টে এর শুভ উদ্বোধন হয়েছে। সাভারের থানা রোড ও মোফাজ্জল মোমিনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে
    বৃহস্পতিবার ( ১৬)মার্চ বিকেল ৫ টার সময় শুভ উদ্বোধন হয়েছে বাগানবাড়ি রেস্টুরেন্ট।
    এসময় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান  এমপি’র উপস্থিত থেকে এ বাগানবাড়ী রেস্টুরেন্টটি ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর রেস্টুরেন্টটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবো আরো উপস্থিত ছিলেন বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার পৌর প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহাসহ আরো অনেকে।
    এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গোবিন্দ আচার্য, সাংবাদিক শেখ বাশার,সাংবাদিক আব্দুল হালিমসহ সাংবাদিকবৃন্দ, কলাকৌশলী ।
    বাগানবাড়ী রেষ্টুরেন্ট’এর কর্ণধার
    মো: ওয়াকিলুর রহমানসহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।
    আধুনিক প্রাকৃতিক ছোয়ায় সাভারের বাগানবাড়ী রেষ্টুরেন্ট জগতের প্রথম সারির ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে শুভ উদ্বোধনে আশা প্রকাশ করেছেন অতিথিবৃন্দ ।।

  • সাভারে জমির মালিকানা দাবি করে নির্মান কাজ বন্ধ করলেন সৎ মা

    সাভারে জমির মালিকানা দাবি করে নির্মান কাজ বন্ধ করলেন সৎ মা

    নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    সাভারে জমির মালিকানা দাবি করে ওয়ারিশ সূত্রে জমিতে নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন জবেদা বেগম নামের এক নারী। তিনি ওয়ারিশদের সৎ মা বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাভারের নামাবাজারের খালেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওয়ারিশ সূত্রে আদালতে দাবী করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জবেদা বেগম(৬০)।

    ভুক্তভোগীরা বলেন, তিনি অন্য স্থানে ওয়ারিশের জমি বুঝিয়ে নেওয়ার পরও এই জমি দাবি করছেন। তিনি তার পাওনার পুরোটা নিয়েছেন। এর পরেও আবার মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।

    খোঁজ নিয়ে জানা যায়, সাভারের নামাবাজার এলাকায় প্রয়াত খালেক চেয়ারম্যানের মালিকানাধীন আরএস ৬৬ নং দাগের ৪৭ শতাংশের কাতে ৪ শতাংশ ও আরএস ৬৭ নং দাগের ৩৪ শতাংশের কাতে ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে বন্টন করা হয়। খালেক চেয়ারম্যানের স্ত্রী আমেনা খাতুন, মনোয়ারা বেগম ও তাদের সন্তান হাফিজুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন, সাব্বির হোসেন ও মিলন নেছা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে দখলে রয়েছেন পূর্বে থেকেই। কিন্তু মৃত খালেক চেয়ারম্যানের অপর স্ত্রী জবেদা বেগম আদালতে মিথ্যা মামলা দিয়ে সেই জমিতে নির্মান কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জমি দখলের পায়তারা করছেন। এতে করে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারের ৭জন।

    এব্যাপারে জবেদা খাতুন বলেন, আমি এই সাত শতাংশতেও জায়গা পাবো। তাই আমি আদালতে মামলা করেছি।

    এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, ওই জমিতে আদালতে মামলা রয়েছে তাই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কি বর্তমানে কাজ না করতে অনুরোধ করেছেন।

     

  • সাভারে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ১৫ টাকা কেজি দরে প্রায়,১৭ চাল বিতরণ করলেন মানবতার চেয়ারম্যান-সমর

    সাভারে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ১৫ টাকা কেজি দরে প্রায়,১৭ চাল বিতরণ করলেন মানবতার চেয়ারম্যান-সমর

  • সাভারের নয়ারহাটে বংশী নদী পার দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সাভারের নয়ারহাটে বংশী নদী পার দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সাভারের নয়ারহাটে বংশী নদী পার দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সাভারে বংশী নদীর পাড় দখল করে নির্মিত ৫৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে কয়েকশ ঘরবাড়ী,অফিস,দোকান-পাট অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
    রবিবার (১২) মার্চ সকাল থেকে বংশী নদী নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ঢাকা জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
    এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম আদালত উপস্থিত ছিলেন।
    এসময় ফায়ার সার্ভিস,পুলিশ,স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

     

  • সাভার পৌর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    সাভার পৌর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    সাভার পৌর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারের জালেশ্বর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    মঙ্গলবার ( ১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার বিকালে সাভার থানার জালেশ্বর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে।

    আটককৃত আসামি হলেন,মোঃ মহিদুল ইসলাম মুহিদ (৪২),পিতা-মোঃ ইয়াকুব হোসেন,গ্রাম -জালেশ্বর,থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।

    ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম ফোর্সসহ গতকাল শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার জালেশ্বর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ আমিনুল ইসলাম (৪২),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

    উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি, মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
    এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া মাদক কারবারির নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে অভিনব কৌশল ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে সমাবেশ

    বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে অভিনব কৌশল ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে সমাবেশ

    বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে অভিনব কৌশল
    ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে গন সমাবেশ। নেতৃবৃন্দ দাবি করেন, ৫০০ টাকার খাবার খাইয়ে ২০০০ টাকা আদায়ের অভিনব এই কৌশলে এটি একটি নীরব ঘাতক চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল। ছবি- সংগ্রহ 

     

    সত্যেরসংবাদডেক্স: বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রীর নামে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে চাঁদপুরে র‌্যালি ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাটে ‘চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে।

    সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, ৫০০ টাকার খাবার খাইয়ে ২০০০ টাকা আদায়ের অভিনব এই কৌশল এটি একটি একটি নীরব ঘাতক চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল।

    সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সমাজে এখন বিয়ে মানে বাণিজ্য। কেননা প্রায় প্রতিটি বিয়েতে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলের গেটের পাশে টেবিলসহ একজনকে কাগজ কলম নিয়ে বসিয়ে রাখা হয়। যাতে অতিমাত্রায় এবং উচ্চহারে নগদ টাকা কিংবা উপহার পাওয়া যায় এবং কে কি দিলো তা লিখে রাখা যায়।’

    তিনি অভিযোগ করে বলেন, ‘যে কারণে আগে থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়। কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল ব্যক্তিবর্গ দাওয়াত পান না। আমরা সামাজিক এই বৈষম্যের অবসান চাই।’

    চির সবুজ সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ‘বিয়েতে কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন? এতে উপহারদাতা বিব্রত হয় সেটা বুঝতে হবে। উপহার দিতে হবে গোপনে।’

    তিনি আরও বলেন, ‘আয়োজক পক্ষের সামর্থ্য অনুযায়ী আয়োজন করা উচিৎ। সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নেই।’

    এ সময় চির সবুজ সোসাইটি অব বাংলাদেশের সহ-সভাপতি মো. বশীর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মমিন খান, যুগ্ম সম্পাদক মো. ওমর, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • লাখো মুসুল্লিদের সমাগমে শান্তিপূর্ণভাবে দু-দিন ব্যাপী আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত

    লাখো মুসুল্লিদের সমাগমে শান্তিপূর্ণভাবে দু-দিন ব্যাপী আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত

    লাখো মুসুল্লিদের সমাগমে শান্তিপূর্ণভাবে দু-দিন ব্যাপী আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত  হয়েছে।শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছিল এ ইসলামী তাবলীগী জমঈয়তে।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক, সাভার থেকে:
    প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন কাইচাবাড়ী রোডের পাশেই ১৬ একর জায়গা জুড়ে সারা বাংলাদেশের জেলা ও থানা-উপজেলা থেকে আসা লাখো মুসুল্লিদের সমাগমে দু-দিন ব্যাপী
    বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের শেষ দিন ছিল শুক্রবার (১০) মার্চ । শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছিল এ ইসলামী তাবলীগী জমঈয়তে।
    সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী৷ জুম্মার বয়ান, খুৎবা ও জুম্মার নামাজ লাখো মুসুল্লিদের নিয়ের আদায় করেন তিনি।

    দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তারা এ তাবলীগী জমঈয়তে আগত মুসল্লীদের অংশগ্রহনে৷ দা’ওয়াহ ও তাবলীগী ইসলামী মহাসম্মেলনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
    সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী আমন্ত্রিত বক্তার বয়ান করেছেন , দেশগুলোর মধ্যে জর্দান,নেপাল,ভারত,ইন্ডিয়া,মিশর।
    এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়েছেন দেশীয় বক্তারা।

    দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তারা বয়ান করছেন তারা হলেন,মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা’আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি’আ  ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।-দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি ইসলামী বক্তব্য রাখেন তারা হলেন,প্রফেসর ড.আ.ব.ম সাঈফুল ইসলাম সিদ্দিকী,অধ্যাপক ড.মুহাম্মদ রঈসুউদ্দিন শাইখ মোফাযযল হুসাইন মাদানী,শাঈখ ড.মুহাম্মদ শহরল্লাহ্ খান মাদানী,শাঈখ ড.ইমাম হোসেন,অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী,শাঈখ আবু আদেল মুহাম্মদ হারুন হুসাইন,শাঈখ আব্দুন নূর বিন আবু সাঈদ মাদানী,শাঈখ মুহাম্মদ আব্দুল মাতীন,অধ্যাপক ড.বারকুল্লাহ বিন দুরুল হুদা আইয়ুবী,শাঈখ নূরুল আবসার, শাঈখ আব্দুল্লাহ বিন শাহেদ মাদানী,শাঈখ আব্দুর রব আফফান মাদানী,শাঈখ ড.যাকারিয়া
    আব্দুল জলীল মাদানী,ড.মোহাম্মদ হেদায়েত উল্লাহ সহ আরো অনেকে।

    প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন, সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।-দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি ইসলামী বক্তব্য রাখেন,প্রফেসর ড.মুহম্মদ লোকমান হোসেন,
    প্রফেসর ড.আহমাদুল্লাহ ত্রিশালী,শাঈখ সাইফুদ্দিন বেলাল মাদানী,উপাধ্যক্ষ আব্দুল্লাহ গযন্ফর,শাঈখ আব্দুল্লাহ আল মাহমুদ,শাঈখ মাসউদুল আলম আল উমরী,শাঈখ মুহাম্মদ ইব্রাহীম,আব্দুল হালীম মাদানী,শাঈখ আব্দুল্লাহহিল কাফি মাদানী, শাঈখ হাফিজ হুসাইন বিন সোহরাব,শাঈখ ড.কাউসার এরশাদ মাদানী, শাঈখ ড.রেজাউল করীম মাদানী,শাঈখ মুহাম্মাদ এহসান উল্লাহ,শাঈখ ইসহাক বিন এরশাদ মাদানী,শাঈখ আনীসুর রহমান আনাস মাদানী সহ আরো অনেকে।

    দু- দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত ছিলেন ,মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
    সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।

     

  • অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলনের নামে ফান্ডের কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছেন হকার নেতা কাদির মোল্লা

    অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলনের নামে ফান্ডের কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছেন হকার নেতা কাদির মোল্লা

    সত্যেরসংবাদডেক্স:গণমাধ্যমে প্রকাশিত স্ট্যাম্পে লিখে মহাসড়ক বিক্রির খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে। এর মধ্যেই নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নামে আবারও সাধারণ হকারদের থেকে আদায়কৃত চাদার টাকার অংশের মধ্যে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার ফান্ড থেকে ২৭ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাভার উপজেলা হকার্স লীগের কথিত সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে।

    শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার নেতা। তারা বলেন, আব্দুল কাদির মোল্লা সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অনেক হকারকে ৪০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে তিন পাতার স্ট্যাম্পে লিখে দোকানের মালিকানা দান পত্র করে হস্তান্তর করে দিয়েছেন এটা সত্য। তবে সে তার বুদ্ধি খাটিয়ে স্ট্যাম্পে দান পত্র লিখলেও টাকার কথা উল্লেখ করেন না। আবার অনেককে তিনি উঠিয়েও দিয়েছেন। তারাই মূলত ভুক্তভোগী। এমন প্রায় ২০ জনের মত ভুক্তভোগী রয়েছে। কাদির মোল্লা একাই সাভার স্ট্যান্ডের কর্তা।

    বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছে এতে আব্দুল কাদির মোল্লা আমাদের সবাইকে ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করার প্রস্তাব দিয়েছিল। এ নিয়ে আমরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে আলাপ-আলোচনা করে দেখেছি তারাও তার ব্যক্তিগত অপরাধের দায় নিতে রাজি নয়।

    আমরা তার ব্যক্তিগত এই অপরাধের দায় নিতে পারি না। তারপরও গত বুধবার সন্ধ্যায় জোরপূর্বক আমাদের হকারদের কাছে আদায়কৃত চাঁদা থেকে ২৭ হাজার টাকা সংবাদ সম্মেলনের নামে খরচ দেখিয়েছেন। তবে সর্বোচ্চ ১২ জনকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে সম্মেলন জেনে অনেক সাংবাদিক তার এই টাকা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যাও দেননি তিনি।

    তারা আরো বলেন, আমরা তাকে বারবার এগুলো করতে নিষেধ করেছি তবুও তিনি শুনেননি। আমরা যারা হকারদের নেতা তাদের অনেক কিছু মেইনটেইন করতে হয়। আর এসব তো আমরা হকারদের থেকে চাঁদা আদায় করেই করি। দৈনিক হারে নেওয়া লাইনম্যানের বেতনের খরচ বাবদ ৫০ টাকা, পল্লীবিদ্যুতের লাইট ৩০ টাকা, হকার নেতা, সাংবাদিক ও প্রশাসন বাবদ ১০০ টাকা সহ সর্বমোট ১৮০ টাকা এবং ছয় মাস পর পর রিনিউ করার কথাও স্বীকার করেন হকার নেতারা।

    আব্দুল কাদির মোল্লার অপকর্মের সংবাদের প্রতিবাদ হিসেবে গত বুধবার সন্ধ্যায় বাজার বাসস্ট্যান্ডে মফস্বলে কর্মরত কয়েকজন সাংবাদিকের হাতে পায়ে ধরে ডেকে নিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা না দিয়ে আগত সাংবাদিকদের ৫’শ টাকার খাম ধরিয়ে দেয় আব্দুল খালেক ওরফে চিকু খালেক নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সাংবাদিক দাবি করে টাকার বিনিময়ে আব্দুল কাদির মোল্লার সংবাদ সম্মেলনের দায়িত্ব নেন বলে উপস্থিত কয়েকজন সাংবাদিক অভিযোগ করেছেন। চিকু খালেকের পিএস পরিচয়দাতা কবির নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ তৈরি করে দেন বলেও জানান তারা। কিন্তু তাদের পারিশ্রমিক হিসেবে যেই টাকা দেওয়ার কথা ছিল তাও না দিয়ে ওই দুই ব্যক্তির কাছেও প্রতারণা করেছেন আব্দুল কাদির মোল্লা। এ নিয়ে আব্দুল কাদির মোল্লার উপর ক্ষেপেছেন চিকু খালেক সহ তার সহযোগী।

    আব্দুল কাদির মোল্লা নিজের মত করে লিখিত বক্তব্য পাঠ করে শুনিয়ে গণমাধ্যম কর্মীদের অপমান করার অভিযোগও উঠেছে এই বহুমুখী প্রতারকের বিরুদ্ধে। বিষয়টি এই প্রতিবেদককে জানিয়েছেন আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকরা।

    জানতে চাইলে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, আমরা গণমাধ্যমে কাজ করি। অভিযুক্ত ব্যক্তিদেরও আমাদের মন্তব্য নিতে হয়। তবে তিনি মোল্লা নামের এক কাউন্সিলরের কথিত এডমিন প্যানেলের দুই সদস্যের দিকে আঙ্গুল তোলেন। তারাই মূলত এই সংবাদ সম্মেলনের পরামর্শ দেন আব্দুল কাদির মোল্লাকে। এ নিয়ে সাংবাদিকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে সাংবাদিক সহ ভুক্তভোগীদের হত্যা ও মামলার হুমকি দিয়েছেন আব্দুল কাদির মোল্লা। এ নিয়ে সাভার মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ও সাংবাদিকরা।

    নিজের অপকর্ম ঢাকতে আয়োজিত সংবাদ সম্মেলনের কোন নিউজ না হওয়ায়ও উপস্থিত সকল সাংবাদিকদের কটুক্তি করেছেন বহুমুখী প্রতারক আব্দুল কাদির মোল্লা। এদিকে সংবাদ সম্মেলনের নামে ২৭ হাজার টাকা আত্মসাৎ করার বিষয়টির সমালোচনা করছেন সাধারণ হকারসহ হকার্স লীগের নেতারা।

    স্ট্যাম্পে লিখে মহাসড়ক বিক্রি করা হকার নেতা আব্দুল কাদির মোল্লার ক্ষমতার উৎসের ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, মহাসড়ক কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অপরাধী যত বড় শক্তির অধিকারী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীদের অভিযোগ এবং সাংবাদিকদের হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।