Author: sattersangbad24

  • সাভারে দু’শ পঞ্চাশজন পরিবারের মাঝে  বিনামূল্যে ১ মিনিটের ঈদ বাজার

    সাভারে দু’শ পঞ্চাশজন পরিবারের মাঝে  বিনামূল্যে ১ মিনিটের ঈদ বাজার৷ বিতরন করলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

    শেখ এ কে আজাদ,সাভার; প্রতি বছরের ন্যায় সাভারে এবারও সমাজের অসহায় ও দুস্থদের মানুষদের জন্য ৩ দিন ব্যাপী আয়োজন করা হলো এক মিনিটের ঈদ বাজার। সোমবার দুপুরে উপজেলার হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এ এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়। ব্যক্তিক্রমধর্মী এক মিনিটের ঈদ বাজার উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

    এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল অস্থায়ী বিভিন্ন স্টল , যা থেকে নতুন জামা কাপড়, শার্ট, শাড়ি, লুঙ্গি,জুতা সহ ছিল খাদ্য সামগ্রী পোলাওয়ের চাল, তেল, দুধ, শেমাই, চিনি, আলু, পেয়াজ, দেশী মুরগীসহ নানান সামগ্রী।

    এসময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায় মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে এই আয়োজন।

    বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায়রা। প্রথম দিন ২শ ৫০ জন পরিবারের মাঝে নতুন জামা কাপড় সহ ঈদ সামগ্রী দেওয়া হয়।

  • সাভারে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ

    নিজস্ব প্রতিবেদক,সাভার;ঢাকার সাভারে সম্পত্তির লোভে বড় বোন হনুফা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে আপন ছোট ভাই মোহাম্মদ আলী। হাতে গ্লাভস পড়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে অত্যন্ত চতুরতার সঙ্গে এমন অপকর্ম করলেও শেষ রক্ষা হয়নি তার। খুনের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তার শার্টের বোতাম ছিড়ে যায়। ঘটনাস্থলে পড়ে থাকা সেই বোতামের সূত্র ধরেই ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

    শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার হল রুমে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে গত ১২ এপ্রিল রাত ১১ টার দিকে সাভারের বিরুলিয়ার ভাগ্নিবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে হনুফা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

    সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, গত ১২ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে স্ত্রী হনুফা আক্তারকে সুস্থ অবস্থায় রেখে পার্শ্ববর্তী মসজিদে তারাবির নামাজ পড়তে যান তার স্বামী হারুন অর রশিদ তুষার। নামাজ শেষে রাত নয়টার দিকে তার নিজ বসতঘরে এসে দেখেন তার স্ত্রী খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে। তার স্ত্রীর বাম গালে এবং থুতনির নিচে একাধিক আচড় ছিল। এছাড়াও মুখ দিয়ে রক্তমিশ্রিত লালা বের হচ্ছিল। খাটের উপর একটি বালিশ রক্তমাখা অবস্থায় ছিল। পরে খবর পেয়ে রাত ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এই ঘটনার পরদিন নিহতের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    আব্দুল্লাহিল কাফি আরও বলেন, সেই মামলার তদন্তকারী পুলিশের একটি টিম তল্লাশী করে ঘরের মেঝেতে একটি বোতাম এবং একটি হ্যান্ড গ্লাভসের কিছু অংশ পান। উক্ত বোতামটির সাথে নিহতের স্বামীর শার্টের বোতামের সাথে মিল ছিল না। বিভিন্ন কৌশলে তদন্তের একপর্যায়ে দেখা যায়, নিহতের ছোট ভাই মোহাম্মদ আলীর পরিহিত শার্টের একটি বোতাম ছেড়া এবং ঘটনাস্থলে প্রাপ্ত বোতামের সঙ্গে মোহাম্মাদ আলীর পরিহিত শার্টের অন্যান্য বোতামের সাথে হুবহু মিল আছে। মোহাম্মাদ আলীর শরীর পর্যবেক্ষন করে দেখা যায় তাহার ডান কানের নিচে এবং নাকে হালকা নখের আচড় রয়েছে। মোহাম্মাদ আলীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আপন বোন হনুফা আক্তারকে হত্যার কথা স্বীকার করে সে।

    এই হত্যাকাণ্ডে জড়িত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, অনুমান ১২ বছর পূর্বে মোহাম্মদ আলী তার পিতা জীবিত থাকা অবস্থায় বাবার সমস্ত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করে নেয়। পরবর্তীতে তাহার পিতা কটু ফকির বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করে উল্লেখিত জমি রায়ের মাধ্যমে ফেরত পান। অতঃপর কটু ফকির তাহার অনুমান ২০ বিঘা সম্পত্তি নিহত হনুফাকে ওসিয়ত নামা দলিল করে দেন। এরপর থেকে গ্রেফতার হওয়া মোহাম্মদ আলী তার বোন হনুফাকে অর্ধেক সম্পত্তি ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ভাই-বোনের মধ্যে ঝগড়া বিবাধ ও বিরোধ চলে আসছিল। ধৃত আসামী বোনের নিকট সম্পত্তি ফেরত না পেয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় নিহতের স্বামী মোঃ হারুন অর রশিদ তুষার তারাবির নামাজ পড়তে গেলে সেই সুযোগে আসামী মোহাম্মদ আলী হনুফাকে ঘরে একা পেয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে খাটের উপর ফেলে ডান হাতে গ্লাভস পড়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

    এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিদার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সিংগাইর উপজেলার জামির্তা এলাকায় রাতের আধারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি

    সিংগাইর উপজেলার জামির্তা এলাকায় রাতের আধারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি

    সিংগাইর উপজেলার জামির্তা এলাকায় রাতের আধারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি

    সিংগাইর: মানিকগঞ্জের সিঙ্গাইরে অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। ইটভাটাগুলোতে পুড়ানো হচ্ছে তিন ফসলি জমির মাটি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর দিনের বেলায় মাটি কাটা বন্ধ হয়েছে। তবে এবার রাতের আধারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি।মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসনের তেমন কোন অভিযান চোখে পড়ছে না। মাটিকাটা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।

    সরেজমিনে দেখা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনির চকে প্রতি রাতেই কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। হাতনি চকে মাটি ব্যবসার সাথে জড়িত THB ইট ভাটার মালিক মোঃ দানেছ গং, , নয়া জামির্ত্তা এলাকার মোঃ রাসেদ, হাতনি এলাকার ফারুক ও মনির। মাটিখোররা এমন গভীরভাবে মাটি কাটছে পাশের কৃষি জমি যে কোন সময় ধসে পড়বে। কৃষি জমিটি ধসে পড়ার ভয়ে নাম মাত্র মূল্যে মাটি ব্যবসায়ীদের কাছে কৃষি জমিটি বিক্রি করতে বাধ্য হয়। এভাবে শত শত কৃষি জমি পুকুরে পরিনত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছে না।
    শুধু জামির্ত্তা নয় উপজেলার বলধারা, মানিকদহ, গোলাইডাঙ্গা, খোলাপাড়া, চান্দহর,জামশা এলাকাও রাতের আধারে মাটি কাটা হচ্ছে।

    হাতনি চকের কৃষক মোঃ মহিদুর বলেন, এখানে আমার ২ বিঘা কৃষি জমি রয়েছে। জমিটির পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। স্থানীয় চেয়ারম্যান, উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন।

    আব্দুর রহমান নামে আরেক কৃষক বলেন, ২ বিঘা জমিতে ইরিধান করেছি। এই ধান দিয়ে আমার পরিবারের সারা বছরের খাবার হয়। পাশের জমি ভেকু মেশিন দিয়ে ১৫/২০ ফিট গভীর করে কাটা হচ্ছে। বর্ষা হলেই আমার জমি ভেঙে পড়বে। তখন বাধ্য হয়ে ওই মাটি খোরদের কাছে কৃষি জমিটি নাম মাত্র মূল্যে বিক্রি করতে হবে।

    মাটি ব্যবসায়ী হাসান আলী বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরি করছি। এ বিষয় নিউজ না করে আমাদের সাথে যোগাযোগ করুন।

    সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, যেখানেই মাটি কাটার খবর পাই সেখানেই ভূমি সহকারীদের দিয়ে মাটিকাটা বন্ধ করা হয়। এরপরও যারা কৃষি জমি থেকে মাটি কাটছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
    ০৮.০৪.২৩ ইং

  • সাভার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষনা করলেন:সভাপতি জাভেদ মোস্তফা

    সাভার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষনা করলেন:সভাপতি জাভেদ মোস্তফা

    সাভার প্রেসক্লাবে নতুন সদস্যপদ তালিকাভুক্তকরণ-নিবন্ধনসহ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিলেন সভাপতি জাভেদ মোস্তফা

    গত ১৯ মার্চ হ্যা না ভোটের মাধ্যমে আহবায়ক কমিটির মাধ্যমে সদস্যদের মাধ্যমে  একটি নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় দু- বছর পর ক্লাবটিতে সূর্য উদয়ের মত দিনের আলোতে সাংবাদিকদের পাদচারণে
    প্রান ফিরে পায় ক্লাবটি। সদস্যপদ বৃদ্ধির জন্য একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্যপদ আহবান করে নতুন কার্যকরী কমিটি। বর্তমানে কমিটিও বিলুপ্ত ঘোষনা দিয়েছেন তিনি।

    -নিম্নে হুবহুব তুলে ধরা হলো তার ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তির ষ্ট্যাটাসটি!

    *** এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,গত ৬ এপ্রিল, ২০২৩ ইং তারিখে সাভার প্রেসক্লাবের ইফতার মাহফিলে সকল সাংবাদিক ও শুভাকাঙ্খিদের উপস্থিতে দেওয়া ঘোষনা অনুযায়ী আমি আমার প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ করেছি। পরবর্তিতে সকল পক্ষের অংশ গ্রহনে একটি সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে অদ্য ০৭/০৪/২০২৩ ইং তারিখে আমার বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করলাম।
    সাভার প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবার কর্মকান্ডে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ১৯৮৬ইং সাল থেকে কর্মকান্ড চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্য্যক্রম বৃদ্ধিসহ সদস্য সংখ্যা আশানুরুপভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সংগঠনের নির্বাচন, গঠনতন্ত্র ও সদস্য তালিকাভুক্তিকরন ও নবায়ন কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করনে সাভার প্রেসক্লাবটি নিবন্ধন হওয়া অতীব জরুরী হয়ে পড়েছে। সে লক্ষ্যে ইতি মধ্যেই সাভার প্রেসক্লাবের নিবন্ধনের জন্য বিগত ০৪/০৪/২০২৩ ইং তারিখে সমাজ সেবা অধিদপ্তরে একটি আবেদন করেছি। সাভার প্রেসক্লাবটি নিবন্ধনের মাধ্যমে এর গঠনতন্ত্র ও সদস্য তালিকা নবায়ন করার মধ্য দিয়ে পরবর্তিতে সকল সাংবাদিকদের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

    জাভেদ মোস্তফা, সাবেক সভাপতি, সাভার প্রেসক্লাব,ঢাকা-১৩৪০

    ০৭.০৩.২৩ ইং।

  • নিরাপত্তা কর্মীর কর্তব্যে অবহেলায় ৬ তলা ছাদ থেকে লাফিয়ে এক গার্মেন্ট শ্রমিকের আত্মহত্যা

    নিরাপত্তা কর্মীর কর্তব্যে অবহেলায় ৬ তলা ছাদ থেকে লাফিয়ে এক গার্মেন্ট শ্রমিকের আত্মহত্যা

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার: ধামরাইয়ে স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেডের ৬ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে শিলা নামে এক গার্মেন্ট শ্রমিক আত্মহত্যা করেছে। এঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ শ্রমিক নেতার।

    বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকার ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পাশে স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেডে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গার্মেন্ট শ্রমিক বৃষ্টি আক্তার শিলা (২১) রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দরাপের ডাঙ্গা এলাকার মো. বাচ্চু শেখের মেয়ে।

    পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, স্নোটেক্স গার্মেন্টসের এস এস এল ভবনের ছয়তলা ছাদের উপর থেকে লাফ দিয়ে বৃষ্টি আক্তার নামে ঐ গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়। আহত অবস্থায় গার্মেন্টস কর্তৃপক্ষ বৃষ্টি আক্তারকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

    বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. রাসেল প্রমানিক বলেন, বৃষ্টি নামের শ্রমিক কেন আত্মহত্যা করেছে, কি কারণে ছাদে আত্মহত্যা করছে বা ছাদ থেকে কেন লাফিয়ে আত্মহত্যা করছে। এটা আসলে তদন্ত সাপেক্ষে জানা যাবে। কিন্তু নিরাপত্তা কর্মী কর্তব্যরত থাকলে সে ছাদে উঠে আত্মহত্যা করতে পারতো না। এঘটনায় অবশ্যই কারখানা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।

    এবিষয়ে স্নোটেক্স কারখানার এসিস্টেন্ট ডিরেক্টর (অপারেশন) জয়দুল হোসাইন বলেন আমরা মুমূর্ষু অবস্থায় শিলাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেই এবং চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে পাঠাই সেখানে এক ঘন্টা চিকিৎসাধীন থাকার পরে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে, ফুটেজে দেখা যায় মেয়েটি একাই ছাদে গিয়ে আত্মহত্যা করেছে। ছাদে কিভাবে গেলো এবং ছাদে নিরাপত্তা কর্মী থাকলে সে কিভাবে ছাদ থেকে লাফ দিলো এমন প্রশ্নের উত্তরে জয়দুল হোসাইন বলেন, সে সময় নিরাপত্তা কর্মী ওখানে ছিলো না। নিরাপত্তা কর্মী ছাদে কখনও থাকেন না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবসময়ই ছাদে নিরাপত্তা কর্মী থাকে কিন্তু ওই সময়ে ছিলো না।

    ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে একটি ছেলের সঙ্গে ওই নারী শ্রমিকের কথা বলার দৃশ্য দেখা যায়। পরে তিনি ছাদে গিয়ে লাফ দেন। এসব বিষয় পর্যবেক্ষণে তাঁদের ধারণা, প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান।

  • সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত

    সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত

    সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।এসময় সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা বক্তব্য রাখছেন।-ছবি:সত্যেরসংবাদ।

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার :
    সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

    সাভার প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল)
    ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার প্রেসক্লাব সভাপতি জাভেদ মোস্তাফা বক্তব্য রাখছেন।
    ছবি:-সত্যের সংবাদ।
    সাভার প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল)
    ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার প্রেসক্লাব সাধারণ সম্পাদক রুপোকুর রহমান বক্তব্য রাখছেন।
    ছব-সত্যের সংবাদ।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেস এন্ড কমিউনিটি সেন্টার’এ ইফতার দোয়া মাহফিল ও আলোচনাসভায় সাভার প্রেসক্লাব সভাপতি জাভেদ মোস্তাফার সভাপতিত্বে ও সাধারন সস্পাদক রুপোকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মঞ্জিল হোসেন, কাউন্সিলর ডারফিন আক্তার,মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম এন জামান কামাল,সাভার পৌর জাতীয় যুব সংহতি সভাপতি ও ইসলামী শিক্ষা সহায়ক সংস্থা . সাভার’এর মহাসচিব মো. হাবিবুর রহমান,ল্যাব জোন হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিলুর রহমান আরো অনেকে।
    এসময় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, প্রেসক্লাব সকলের জন্য উন্মুক্ত কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব দখল হয়েছে এমন ধোয়া তুলে অপপ্রচারে লিপ্ত রয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের প্লাটফর্ম হলো প্রেসক্লাব। এ প্রেসক্লাব নিয়ে কোন ষড়যন্ত্র হলে সম্মিলনেভাবে তা মোকাবেলা করতে হবে ।
    এই সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নেতা শাহীন আলম চৌধুরী, সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম পারভেজ মুন্না, মুখলেছুর রহমান ইলিয়াছ শাহী, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ সহ ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ,পেশাজীবি, চিকিৎসক,শিক্ষাবিদ, আইনজীবি ও আলেম ওলামা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

  • ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত

    ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত

    সাভার প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (৬ এপ্রিল)
    ইফতার দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার প্রেসক্লাব সভাপতি জাভেদ মোস্তাফা বক্তব্য রাখছেন। ছবি:-শেখ এ কে আজাদ।

  • শামস’র মায়ের দোয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারামুক্ত হয়ে ফিরলো মায়ে’র কোলে

    শেখ এ কে আজাদ,সাভার: প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক সাভার এর শামসুজ্জামান শামস রাজধানীর রমনা থানায় দ্বায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত হয়ে তার মায়ে’র কাছে ফিরে এসেছেন।

    মা ফিরে পেয়েছে তার সন্তানকে। আবেগঘন পরিবেশ। মা করিমন নেছা তার সন্তানকে ফিরে পেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

    সোমবার (৩ এপ্রিল) দুপুরে শামসুজ্জামান শামসকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

    বিকালে কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে তিনি নিজ কর্মস্থল প্রথম আলো’র কার্যালয়ে যায়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সেখানে তাকে সংবর্ধণা দেয়। সংবর্ধণাস্থলে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ প্রথম আলো’র সহকর্মীরা।

    এরপর প্রথম আলো’র মাইক্রোবাস করে তাকে তার নানার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলা’র সোমবাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে শামস এর নানা বাড়ি। শামস এর মামার বাসায় তার মায়ে’র কাছে রাত ১০টার দিকে পৌঁছে দিয়ে যায় তার দুই সহকর্মী
    দৈনিক প্রথম আলোর বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ ও হেড অব অ্যাডমিন উৎপল রায়।

    এরপর স্থানীয় সংবাদকর্মীরা শামস এর সাথে কুশল বিনিময় করে। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই ফুল দিয়ে বরণ করে নেয় এই তরুণ সাংবাদিককে।

    এ ব্যাপারে সাংবাদিক শামসুজ্জামান শামস বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। সকলের ভালবাসা ও সাপোর্ট পেয়েছি। বিশেষ করে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের তারা আমার সঙ্কট কালীন মুহূর্তে আমার পাশে থেকেছে। আর জেলখানায় আমি একবারের জন্যও বিচলিত হয়নি। শুধু মায়ে’র জন্য খারাপ লেগেছে।

    তিনি আরো বলেন, আমি আগেও সাংবাদিকতার নীতিনৈতিকতা মেনে সাংবাদিকতা করেছি। ভবিষ্যতেও করবো। সৎ নির্ভীক সাংবাদিকতা করতে চাই।

    আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এই ব্যাপারটিও আমরা আইনি ভাবেই লড়বো।

  • সাভারে তান্ত্রিকের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভন্ড তান্ত্রিক গুরু মাসহ দুজন গ্রেফতার

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    সাভারের অমরপুরে তান্ত্রিকে নামে দীর্ঘ দিন থেকে প্রতারণার মধ্যে দিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে
    অভিনভ কৌশল অবলম্বন করে টাকা হাতিয়ে নেয়ার আসছিল।
    ১০ আগষ্ট-২২ প্রভাত চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তি বহুদিন যাবত তার পরিবারে কলহ চলে আসতেছিল তার সমাধানের জন্য। ঢাকার মহাখালী বাজার মোড়ে ওয়ালে একটি বিজ্ঞাপন দেখতে পায় যেখানে লেখা ছিলো “এখানে সকল সমস্যার সমাধান করা হয়”,নিচে একটি নাম্বার দেয়া ছিলো ঐ ওয়ালের বিজ্ঞাপনে।

    প্রভাত ঐ ওয়ালের বিজ্ঞাপন নাম্বারে ফোন দিয়ে তার সকল সমস্যা কথা বললে ফোনের অপর পাশে থাকা ব্যক্তি তাহাকে আশ্বস্ত করে গুরুমা একজন তান্ত্রিক, তিনি সাভারের অমরপুরে থাকে এবং তিনি বহুদিন যাবত এমন সমস্যার সমাধান করে এসেছেন।
    ফুলঝুরি কথায় তান্ত্রিককে অন্ধবিশ্বাস করে গত বছরের আগষ্ট থেকে বিভিন্ন তারিখে ৩,৯৭,২৫০ (প্রা চার লক্ষ) টাকা প্রদান করে প্রভাত।পরবর্তী সময়ে শতভাগ কাজ হবে এমন আশ্বাসে আবার মহিষ কেনার কথা বলে আরও ৩,৩৫,০০০/- টাকা দাবী করে গুরু তান্ত্রিক মা।

    প্রভাত নামে ঐ ব্যক্তি প্রতারণা মাধ্যমে তার নিকট টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বুঝতে পেরে কোর্টের মাধ্যমে ১ জানুয়ারি-২৩,ধারা-৪২০/৪০৬ পেনাল কোডে মামলাটি দায়ের করলে মামলাটি সাভার মডেল থানা পুলিশ তদন্ত করে।পরবর্তীতে বাদীর দায়ের করা প্রতারনার মামলা সাভার মডেল থানার মামলা করা হয় যার নং-২৭।পরে মামলাটি ডিবি পুলিশের হাতে ন্যাস্ত হলে তদন্ত শেষে ডিবি এক অভিযানে দুজনক গ্রেফতার হয়।

    ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপারমো: আসাদুজ্জামান- পিপিএম(বার) মামলাটির তদন্তভার ডিবি উত্তর ঢাকাকে প্রদান করলে অতিরিক্ত পুলিশ সুপার, ডিবির মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা সরাসরি তত্ত্বাবধানে ডিবি উত্তর’এর
    অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনসহ একটি চৌকষ টিম এর বিশেষ অভিযানে অমরপুর এলাকা থেকে ৩ এপ্রিল রাতে ভন্ড তান্ত্রিক দুজনকে গ্রেফতার করে।
    গ্রেফতাকৃতরা হলেন, মোসাঃ আসমানী বেগম৥ শীতা রানী (৭০), পিতা-মৃত আব্দুল ছামাদ, স্বামী-মোঃ তোরাব আলী, সাং- পোড়াবাড়ী, ছোট অমরপুর, বেদে পল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এবং তাহার সহযোগী, মোসাঃ শিউলি বেগম (৪০), স্বামী-মৃত কাত্তর মিয়া, পিতা-মোঃ তোরাব আলী, সাং-পোড়াবাড়ী, ছোট অমরপুর, বেদে পল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতার করে।

    ডিবি উত্তর’এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) ৪ মার্চ মঙ্গলবার দুপুরে প্রতিবেদককে জানান, তারা দীর্ঘদিন থেকে তান্ত্রিকের মাধ্যমে বিভিন্ন লোকের নিকট টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের তান্ত্রিকে কাজ করে না বলে জানান তিনি, ৩ এপ্রিল রাতে
    আসামীদের গ্রেফতার করে ওবমামলার ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে এবং ঘটনায় আরো কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

    ৪.৪.২৩ ইং

  • সাভার প্রেসক্লাবে ইফতার দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সাভার প্রেসক্লাবে ইফতার দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    সাভার প্রেসক্লাবে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (০২) এপ্রিল সন্ধায় সাভার প্রেসক্লাব হল রুমে অরাজনৈতিক সংগঠন হেজবুত তওহীদ এর আয়োজনে ইফতার দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে হেজবুত তওহীদ এর সাভার শাখা।
    এ সময় সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি ডা: মাহবুব আলম মাহফুজ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সকলের মধ্যে ভ্রান্ত ধারনা থেকে মুক্ত করেন।
    সাভার উপজেলা সভাপতি ইউনুস মিয়া,শাহরিয়া ইমন সোহেল,ঢাকা বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক তসলিমা ইসলাম , দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম শামসুল হুদা সহ সাভার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জাভেদ মোস্তফা ও সাধারন সম্পাদক রুপকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আযম সহ ক্লাবের অন্যন্য সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রিক,অনলাইন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
    ০৩.০৪.২৩ ইং।