রবিবার সকাল ১১টায় সাভার থানা রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ক্লাবের সাধারণী সদস্যরা সর্বসম্মতিক্রমে হাঁ/না ভোটের ম্যাধ্যমে প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফাকে সভাপতি ও সদস্য সচিব রুপোকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আযম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন সানি, পাঠাগার সম্পাদক এসএ দুলাল, দপ্তর সম্পাদক শাহীন আলম চৌধুরী, নির্বাহী সদস্য আখতার হামিদ, নিায়ামত উল্লাহ এবং শামীম খান।
ক্লাবের সাধারণ সদস্যরা এসময় উপস্হিত ছিলেন।
আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচন করা হলো।
Leave a Reply