নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
সাভারে জমির মালিকানা দাবি করে ওয়ারিশ সূত্রে জমিতে নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন জবেদা বেগম নামের এক নারী। তিনি ওয়ারিশদের সৎ মা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাভারের নামাবাজারের খালেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওয়ারিশ সূত্রে আদালতে দাবী করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জবেদা বেগম(৬০)।
ভুক্তভোগীরা বলেন, তিনি অন্য স্থানে ওয়ারিশের জমি বুঝিয়ে নেওয়ার পরও এই জমি দাবি করছেন। তিনি তার পাওনার পুরোটা নিয়েছেন। এর পরেও আবার মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সাভারের নামাবাজার এলাকায় প্রয়াত খালেক চেয়ারম্যানের মালিকানাধীন আরএস ৬৬ নং দাগের ৪৭ শতাংশের কাতে ৪ শতাংশ ও আরএস ৬৭ নং দাগের ৩৪ শতাংশের কাতে ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে বন্টন করা হয়। খালেক চেয়ারম্যানের স্ত্রী আমেনা খাতুন, মনোয়ারা বেগম ও তাদের সন্তান হাফিজুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন, সাব্বির হোসেন ও মিলন নেছা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে দখলে রয়েছেন পূর্বে থেকেই। কিন্তু মৃত খালেক চেয়ারম্যানের অপর স্ত্রী জবেদা বেগম আদালতে মিথ্যা মামলা দিয়ে সেই জমিতে নির্মান কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জমি দখলের পায়তারা করছেন। এতে করে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারের ৭জন।
এব্যাপারে জবেদা খাতুন বলেন, আমি এই সাত শতাংশতেও জায়গা পাবো। তাই আমি আদালতে মামলা করেছি।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, ওই জমিতে আদালতে মামলা রয়েছে তাই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কি বর্তমানে কাজ না করতে অনুরোধ করেছেন।
Leave a Reply