Author: sattersangbad24

  • করোনা প্রতিরোধ  মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

    করোনা প্রতিরোধ  মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

    করোনা প্রতিরোধ  মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

    শেখ এ কে আজাদ,সাভার থেকে : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাভারের ও আশুলিয়ার সড়ক-মহাসড়কে জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন চলাচলে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। নিত্য প্রয়োজনীয় ও জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যাান চলাচল বন্ধ রয়েছে সাভারের বিভিন্ন প্রবেশ ও বাহির পথে।

    সাভারের আমিনবাজার, আশুলিয়া বাজার, বিরুলিয়ায়, শ্রীপুর, নিরিবিলি ও ধল্লা ব্রিজ এলাকায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সাভার হাইওয়ে পুলিশের চেকপোস্ট ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে।
    বুধবার সকালে সাভারে হেমায়েত পুর এলাকায় গিয়ে কথা হয় এখানকার চেকপোস্টের দ্বায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা পরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গে। তিনি বাংলদেশ প্রতিদিনেক বলেন ,  প্রথম দিন রোজা, পহেলা বৈশাখ, ১৪ই এপ্রিল থেকে কঠোর লকডাউন, জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।
    চেকপোস্টে নির্ঘুমভাবে কাজ করে যাচ্ছেন পুলিশের দল। জানালেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদারের নির্দেশে সড়কে কঠোর অবস্থানে যায় পুলিশ। এর মধ্যে আমাদের ঢাকা আরিচা মহাসড়কেও কড়াকড়িভাবে দ্বায়িত্ব পালন করা হচ্ছে। পায়ে হেঁটে কেউ প্রবেশ করতে চাইলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবার কেউ বের হতে চাইলেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এছাড়া শুধু ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস পরিবহন করা যানবাহন ছাড়া কোনো গাড়িকে প্রবেশ বা বাহির হতে দেওয়া হচ্ছে না।
    বাইরের থেকে আগত ও সাভার থেকে বের হওয়া গাড়িগুলো ঘুরিয়ে পুনরায় ফেরত পাঠানো হচ্ছে।

    এদিকে আমিনবাজার চেকপোস্টে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাভার মড়েল থানার ( ওসি ) এ এফএম সায়েদ সাভার  বলেন, করোনা ভাইরাস যেন না ছড়িয়ে পড়ে সেই দিক থেকে তৎপর রয়েছে প্রশাসন। সামনে ঈদ, এই ঈদে অনেকেই নাড়ির টানে বাড়ি ফেরার চেষ্টা করবেন। কিন্তু করোনার কারণে প্রশাসন থেকে বলা হয়েছে যে যেখানে আছেন, সেখান থেকেই ঈদ উদযাপন করতে হবে। মূলত করোনার প্রাদুর্ভাব ঠেকাতেই আমরা ও আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাচ্ছেন না এবার ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে চলে যাক। তাই আমরা সড়কে ২৪ ঘন্টা কঠোর অবস্থানে রয়েছি।

  • সাভার উপজেলায় সেবাগ্রহীতাদের জন্য ‘ক্ষণিক’

    সাভার উপজেলায় সেবাগ্রহীতাদের জন্য ‘ক্ষণিক’

    সাভার উপজেলায় সেবাগ্রহীতাদের জন্য ‘ক্ষণিক’

    সাভার উপজেলায় আসা সেবাগ্রহীতাদের জন্য ‘ক্ষণিক’ নামে আধুনিকমানের বসার স্থানের উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্ষনিকের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

    বাহারি জাতের ফুলের গাছ দিয়ে ঘেরা স্থানটিতে রয়েছে বিশুদ্ধ পানি, মোবাইল চার্জিং সিষ্টেম, ওয়াইফাই ব্যবস্থা ও জাতির জনকের আত্মজীবনীসহ বিভিন্ন বিভিন্ন বইয়ের বুক সেলফ।

    উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন-সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সাভার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদাসহ অন্যান্যরা।

  • সাভারে করোনায় সংক্রমণের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি 

    সাভারে করোনায় সংক্রমণের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি 

    সাভারে করোনায় সংক্রমণের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি 

    রফিকুল ইসলাম জিল্লুঃসাভার ঢাকা
    ঢাকার সাভারে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার ৩৭.৩৬% বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা। রবিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি জানান তিনি।

    ডা. হুদা বলেন, সাভারে করোনায় সংক্রমণের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কোভিড-১৯ পজিটিভ এর হার ৩৭.৩৬%। এখনও যদি সাভারবাসী সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে না চলেন, তবে করোনা যুদ্ধ আমরা বিজয়ী হতে পারবো না।

    করোনা যুদ্ধ বিজয়ের পরিকল্পনা নিয়ে ডা. সায়েমুল হুদা বলেন, করোনার শুরু থেকেই আমরা একটা রুপরেখা নির্ধারণ করে কাজ করে চলেছি। এর ধারাবাহিকতায় বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো-

    ১) ভ্যাকসিনের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, ২) করোনা ভাইরাস রোগ নির্নয়ের জন্য নমুনা সংগ্রহ করা হবে আগামিকাল (১২ এপ্রিল) থেকে সাভার কলেজ, ৩) সাধারন সকল রোগী নির্ভয়ে সেবা নিবেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪) ফ্লু কর্নারে সেবা নিবেন যাদের জ্বর, কাশি, সর্দি আছে তারা।

    এদিকে, সাভারে সর্বশেষ গতকাল শনিবার (১০ এপ্রিল) নমুনা সংগ্রহ হয়েছে ৯৫ জনের, তার মধ্যে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মোঃ আরমান আহমেদ।

    তিনি আরও জানান, ১০ এপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪০৭৫ জনের। এদের ভিতর মোট ২১০৭ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে মোট ৩৭ জন মারা গেছেন। বর্তমানে ৪ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

  • হাসপাতালে পাগলির সন্তান 

    হাসপাতালে পাগলির সন্তান 

    হাসপাতালে পাগলির সন্তান 

    ডেক্স সংবাদঃ

    ৬ দিনের নবজাতক সন্তানকে বুকের সঙ্গে লেপ্টে ধরে গাইনি ওয়ার্ডে দুধ খাওয়াচ্ছেন পাগলি। হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীরা পাগলি ও তার সন্তানকে দেখতে ভিড় জমাচ্ছেন চারদিকে। সবাই শিশুটিকে দেখছেন আর আফসোস করছেন।

    পাগলির এ অবস্থার জন্য অজ্ঞাতনামা পুরুষটিকে গালমন্দও করেছিলেন অনেকে। কিন্তু পাগলির চেয়ে জন্ম নেওয়া নবজাতকটিকে নিয়ে বেশি উদ্বিগ্ন সবাই। অনেকে শিশুটিকে দত্তক নিতে চাইলেও আইনি জঠিলতার কারণে বিলম্ব হচ্ছে।

    এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারী ও তার সন্তান নিয়ে বিপাকে পড়েছে। তার জন্য কর্তব্যরত চিকিৎসকের কক্ষ ছেড়ে দিলেও মা ও সন্তান বিছানাতেই মলমূত্র ত্যাগ করছেন। শিশুটির ভবিষ্যৎ নিয়ে তারাও উদ্বিগ্ন। তাই স্থানীয় থানায় ওই নারীর জন্য সাধারণ ডায়রিসহ সমাজসেবা অফিসকেও বিষয়টি অবগত করা হয়েছে।

    অন্যান্য রোগীদের সমস্যা হওয়ায় গাইনী ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকের কক্ষেই বিছানা পেতে তাকে স্থানে দেওয়া হয়েছে। তার দেখভাল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নার্সের পাশাপাশি আয়াদেরও তাকে নজরদারিতে রাখার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, নবজাতককে দুধ খাওয়াচ্ছেন ওই নারী। কথা বলতে চাইলে শুধু হাসছিলেন। নাম ও পরিচয় কী জিজ্ঞেস করা হলেও শুধু হাসেন।

    হাসপাতালে ভর্তি থাকা সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নুর নাহার বলেন, সে (পাগলি) রাতে সন্তান রেখে দুইবার বাইরে যাওয়ার চেষ্টা করেছে। আমরা তাকে ফিরিয়ে সন্তানের পাশে রেখেছি। তার নাম ও পরিচয় জানার চেষ্টা করলেও কিছু বলেনি। শুধু হাসে। শিশুটির কী হবে এটা নিয়ে আমরাও চিন্তিত।

    আজিজুন নাহার বলেন, যে এই পাগলির সর্বনাশ করেছে আল্লাহ তার সর্বনাশ করুন। এত সুন্দর শিশুটির এখন কী হবে? নারীর অভিভাবক খুঁজে অন্তত শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া উচিত।

    সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিজা বলেন, আমরা নবজাতকের খোঁজ খবর নিচ্ছি। নারীর অভিভাবককেও খোঁজা হচ্ছে। তাছাড়া অনেকে শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন।

    তিনি বলেন, এভাবে মায়ের কোল থেকে নবজাতককে দত্তক দিতে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিকিৎসকের সামনে তাকে ভবঘুরে হিসেবে প্রত্যয়ণ করতে হবে। তারপর আদালতের মাধ্যমে দত্তক কাজ সম্পন্ন করা যাবে।

    তিনি বলেন, আমরা সবাই মিলে এই প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করছি।

    ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক মো. আনিসুর রহমান বলেন, ওই নারী ও তার চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকের কক্ষ ছেড়ে দিয়ে তাদের সেবা চলছে। তবে বাথরুম ব্যবহারের বদলে ওই নারী বিছানাতেই মলমূত্র ত্যাগ করায় সমস্যা হচ্ছে। আমরা সমাজসেবা অফিস, থানা ও প্রশাসনকে অবগত করেছি।

  • সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে  মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার অভিযোগে সংবাদ সম্মেলন

    সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে  মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার অভিযোগে সংবাদ সম্মেলন

    সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে  মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার অভিযোগে সংবাদ সম্মেলন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সোমবার (২৯) মার্চ সকালে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন ভূমিকা পালন করে রাস্তা,ঘাট কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছেন। সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের কিছু কতিপয় বিএনপি সমর্থিত ইউপি সদস্য ও এলাকার কিছু নামধারী অপরাধী তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে গণমাধ্যমে মিথ্যা অভিযোগ করে সংবাদ প্রচার করে তার সম্মাণ ক্ষুন্ন করেছেন। এসময় তিনি মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলন শেষে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
    সংবাদ সম্মেলনে এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    সংবাদ সম্মেলনের পর ৩০ কেজী করে অর্ধশতাধীক গরীব মানুষের মাঝে চাল বিতরণ করেন।

    ২৯-০৩-২১

  • সাভারে নারী পাচার চক্রের ২ সদস্য আটক..

    সাভারে নারী পাচার চক্রের ২ সদস্য আটক..

    সাভারে নারী পাচার চক্রের ২ সদস্য আটক..

    ররফিকুল ইসলাম জিলু, সাভার: ভারতে নারী পাচার চক্রের তিন সদস্যেকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার) দুপুরে তাদের জামসিং এলাকা থেকে আটক করেছে। মামলার বাদী সাভার থানার জামসিং এলাকার মৃত রুস্তম আলীর ছেলে নুর হোসেন (৭১)। আসামীরা হচ্ছেন একই এলাকার মো: আজিজ, নিলু বেগম ও তার স্বামী মোতালেব মিয়া। পুলিশ নিলু বেগম ও তার স্বামী মোতালেব মিয়াকে গ্রেফতার করেছে। ভারতে অবস্থানরত আসামীদের মেয়ে স্বপ্নার মাধ্যমেই তারা স্থানীয় মেয়েদের ফুসলিয়ে ভারতে পাচার কাজ চালাতো।বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর জানান, আসামীদের বিরুদ্ধে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। জানা যায়, কানাডার নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়ে বাদী নুর হোসেনের মেয়ে জায়েদা আক্তারকে ভারতে পাচার করেছে আসামীরা। তাদের বিরুদ্ধে ৭/১০-২০১২ সালের মানব পাচার প্রতিরোধে ও দমন আইনে মামলা হয়েছে। মামলা নং ৪৩/১৫৪

    মামলার এজহারে জানা যায়, আসামীরা যোগসাজেশ করে বিগত ২১/১২/২০২০ ইং তারিখে বাদী নুর হোসেনের মেয়ে জায়েদ আক্তার ও তার বোন তাসলিমাকে কানাডা পাঠানোর নাম করে ২ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং অবৈধ পথে ভারতে পাচার করে। কিন্তু অসুস্থতার ভান করে কৌশলে তাসলিমা পালিয়ে আসলেও ঘটনার কয়েকদিন পর জায়েদ জানায় তাকে ভারতের কলকাতায় আটকে রাখা হয়েছে। সে খুব সমস্যায় আছে । এ বিষয় আসামীদের জানালে আসামীরা জানায় মেয়েকে ফেরত পেতে হলে আরো ১ লাখ ২০ হাজহার লাগবে। বাদী জানায় বিগত ২৮/১২/২০২০ ইং তারিখে আসামীরা আরো ১ লাখ ২০ হাজার নিলেও মেয়েকে আর ফেরত দেয় নি। এর পর বিদেশ থেকে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে বাদীর ফোনে খবর আছে যে তার মেয়ে জায়েদা জেলে আছে। ছাড়াতে আরো টাকা লাগবে। বাদী আর টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা বলে টাকা না দিলে তোর মেয়েকে বিক্রির করে দিবো। এ ছাড়াও আসামীরা হুমকি প্রদান করে যে বিষয়টি প্রশাসন বা পুলিশকে জানালে তাকে বাড়ী ঘর থেকে উচ্ছেদ করে এলাকা ছাড়া করবে। এ বিষয় বাদী গত ৮ ফেব্রæয়ারী সাভার মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু মামলার তদন্তকারী প্রথম কর্মকর্তা মামলাটি সঠিক ভাবে তদন্ত করতে না পারায় ঢাকা জেলা পুলিশের ডিআইজি অফিসের নির্দেশে পরে মামলাটির তদন্ত দেওয়া হয় সাভার মডেল থানার এস আই আলমগীরের নিকট। তবে এস আই আলমগীর এই প্রতিবেদককে জানান, ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আটক করা হয়েছে, এখন পর্যন্ত আসামীদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তিনি বলেন, মামলার তৃতীয় আসামী আজিজ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয় নি।

    তবে এলাকাবাসী জানান, নিলুর ও তার স্বামী মোতালেব স্থানীয় তিন নং আসামী আজিজের মাধ্যমে ভারতে নারী পাচারের সাথে জড়িত । নিলুর মেয়ে স্বপ্না বর্তমানে ভারতে অবস্থান করছে। ২ বছর ধরে সেখানে অবস্থান করা স্বপ্নাকে দেখিয়েই মুলত: নারী পাচারের ফাঁদ বানানো হয়েছে। জায়েদা ভারতে যাওয়ার পর স্বপ্নার সাথে তোলা ছবিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ছবিতে অন্যদেশের আরো একটি মেয়ের সাথে জায়েদা ও স্বপ্নাকে দেখা গেছে। বিদেশে পাচারের আগে একই গ্রামের হওয়ার সুবাদে স্বপ্ন্া জায়েদার সাথে ফোনে আলাপ করে জানায় সে কানাডায় আছে তাকেও নিয়ে আসবে। পরে ভারতে পাচার হওয়ার পর সে জানায় আমি কানাডা না কেরালার কথা বলে ছিলাম। জায়েদার সাথে তার বোন তাসলিমাকেও ভারতে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় পুজা সরকার নামে তার ভারতীয় আইডিকার্ড বানানোর সময় সে অসুস্থতার কথা বলে কৌশলে পালিয়ে আসে। দালালরা বর্ডারের তার কেটে তাদের দুই বোনকে ওপার নিয়ে যায় বলে জানায় তাসলিমা। আবার একই কায়দায় টাকা দিয়ে তারের বেড়া কেটে সে দেশে ফিরে আসে। তবে জানা যায় জায়েদা কেরালা থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলে তাকে কেরালা জেলে আটক করা হয়েছে। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এ এস আই এই প্রতিবেদককে জানিয়েছিলেন তিনি ভারতে জায়েদার দালালের সাথে কথা বলে নিশ্চিত হন জায়েদা ভারতে আছে। তবে জায়েদার বাবা নুর হোসেন জানান, দুই মাস ধরে জায়েদার কোন ফোন বা খোঁজ তিনি পাচ্ছেন না। তার ধারনা আরো টাকা না পেয়ে ভারতীয় দালালরা স্থানীয় আসামীদের সাথে যোগ সাজেশে করে তাকে হত্যা করে থাকতে পারে। নুর হোসেন জানান, মামলা করার পর থেকে আসামীরা তাকে দেশ ছাড়া করার হুমকি সহ জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি দ্রুত তার পাচার হওয়া মেয়ের সন্ধানসহ পরিবারের নিরাপত্তা দাবী করেন।

  • বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা

    বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা

    বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ জনকে জরিমানা

    বগুড়াঃবগুড়ায় চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপের অপরাধে সাত নারীসহ ৯জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ মার্চ) বিকেল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা।

    ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা জানান, অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে চারমাথা আবাসিক হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে থাকা ৭ জন নারী এবং দুই যুবককে আইনের ২৯০ ধারায় প্রত্যেকের ২শ’ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে তারা হোটেলে তালা ঝুলিয়ে চলে যায়। অভিযানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

  • সাভারে সানফ্লাওয়ার স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টায়,গ্রেফতার-১

    সাভারে সানফ্লাওয়ার স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টায়,গ্রেফতার-১

    সাভারে সানফ্লাওয়ার স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টায়,গ্রেফতার-১

    নিজেস্ব প্রতিবেদক, সাভারঃ সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রকি নামের (৩৫) এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

    জানা গেছে, ১৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর এলাকায় নিজ ভাড়া বাড়ির ছাদে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টা করেন রকি। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রকি তাকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়।
    এরপর রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। অসুস্থ ওই শিক্ষার্থীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    সাভার মডেল থানার ওসি এএফ এম সায়েদ জানান, ঘটনার জড়িত রকিকে আটক করা হয়েছে।

  • ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা উত্তর সেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

    ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা উত্তর সেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

    ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা উত্তর সেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

    শেখ এ কে আজাদ ও রফিকুল ইলাম জিল্লু সাভার থেকেঃ
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।

    আজ বুধবার ১৭ ই মার্চ বিকেলে সাভার উপজেলা হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

     

    প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনবন্ধু ফখরুল আলম সমর। বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের বিল্পবী সাধারণ সম্পাদক জনাব সায়েম মোল্লা।

    উপস্থিত ছিলেন-সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিসেস মাহবুবা পারভীন রঞ্জিত সাহা, আবুল হোসেন ও আব্দুর রউফ আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলি মাহবুব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন আলম, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ সজিব, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোজাম্মেল হোসেন ও বাপ্পি সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রমুখ সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল ইউনিট, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

  • ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

    ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

    ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে নতুন ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

     

    বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আগুন লাগার পরই আইসিইউ থেকে রোগীদের বের করে আনেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের হাসপাতালটির অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়।

    স্থানান্তরের সময় ৩ জন রোগী মারা গেছেন জানিয়ে তিনি আরো বলেন, যারা মারা গেছেন তারা কেউই দগ্ধ হননি। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্য রোগীরা ঠিক আছেন।

    হাসপাতালের অক্সিজেন লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়েছে উল্লেখ করে নাজমুল হক বলেন, আইসিইউর অনেক যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ৫টি ইউনিট গিয়ে সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।