সাভারে করোনায় সংক্রমণের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি
রফিকুল ইসলাম জিল্লুঃসাভার ঢাকা
ঢাকার সাভারে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার ৩৭.৩৬% বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা। রবিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি জানান তিনি।
ডা. হুদা বলেন, সাভারে করোনায় সংক্রমণের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কোভিড-১৯ পজিটিভ এর হার ৩৭.৩৬%। এখনও যদি সাভারবাসী সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে না চলেন, তবে করোনা যুদ্ধ আমরা বিজয়ী হতে পারবো না।
করোনা যুদ্ধ বিজয়ের পরিকল্পনা নিয়ে ডা. সায়েমুল হুদা বলেন, করোনার শুরু থেকেই আমরা একটা রুপরেখা নির্ধারণ করে কাজ করে চলেছি। এর ধারাবাহিকতায় বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো-
১) ভ্যাকসিনের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, ২) করোনা ভাইরাস রোগ নির্নয়ের জন্য নমুনা সংগ্রহ করা হবে আগামিকাল (১২ এপ্রিল) থেকে সাভার কলেজ, ৩) সাধারন সকল রোগী নির্ভয়ে সেবা নিবেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪) ফ্লু কর্নারে সেবা নিবেন যাদের জ্বর, কাশি, সর্দি আছে তারা।
এদিকে, সাভারে সর্বশেষ গতকাল শনিবার (১০ এপ্রিল) নমুনা সংগ্রহ হয়েছে ৯৫ জনের, তার মধ্যে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মোঃ আরমান আহমেদ।
তিনি আরও জানান, ১০ এপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪০৭৫ জনের। এদের ভিতর মোট ২১০৭ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে মোট ৩৭ জন মারা গেছেন। বর্তমানে ৪ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।
Leave a Reply