সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার অভিযোগে সংবাদ সম্মেলন
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সোমবার (২৯) মার্চ সকালে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন ভূমিকা পালন করে রাস্তা,ঘাট কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছেন। সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের কিছু কতিপয় বিএনপি সমর্থিত ইউপি সদস্য ও এলাকার কিছু নামধারী অপরাধী তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে গণমাধ্যমে মিথ্যা অভিযোগ করে সংবাদ প্রচার করে তার সম্মাণ ক্ষুন্ন করেছেন। এসময় তিনি মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলন শেষে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর ৩০ কেজী করে অর্ধশতাধীক গরীব মানুষের মাঝে চাল বিতরণ করেন।
২৯-০৩-২১
Leave a Reply