ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে নতুন ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আগুন লাগার পরই আইসিইউ থেকে রোগীদের বের করে আনেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের হাসপাতালটির অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্থানান্তরের সময় ৩ জন রোগী মারা গেছেন জানিয়ে তিনি আরো বলেন, যারা মারা গেছেন তারা কেউই দগ্ধ হননি। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্য রোগীরা ঠিক আছেন।

হাসপাতালের অক্সিজেন লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়েছে উল্লেখ করে নাজমুল হক বলেন, আইসিইউর অনেক যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ৫টি ইউনিট গিয়ে সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *