Author: sattersangbad24

  • আজ বিজয়া দশমী

    আজ বিজয়া দশমী

     

    আজ বিজয়া দশমী

    সত্যেরসংবাদ ডেক্স : আজ সোমবার বিজয়া দশমী। এ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য বিধি মেনে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন গজে চড়ে।

    যদিও করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এ বছর ধর্মীয় আচার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। উৎসব-সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে শুধু ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সূত্র: বাসস

    এর আগে বেশ কিছু বিধিনিষেধও প্রদান করা হয়। মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি সীমিত করা ও সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হয় পূজামণ্ডপ। ছিল না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। পূজার সময় বেশিরভাগ ভক্তরা এবার অঞ্জলি নিয়েছেন ভার্চুয়াল পদ্ধতিতে।

    এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুযায়ী গতকাল ভোর ৫টা ১৭ মিনিট থেকে সকাল ৭টার মধ্যে দুর্গাদেবীর মহা নবমী কল্পারম্ব ও বিহিত পূজা প্রশস্ত সম্পন্ন হয়। অনেকের বিশ্বাস মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। নবমী পূজা হচ্ছে দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। নবমী রাত তাই বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির হয়।

    অন্যদিকে দশমীর দিন অর্থাৎ আজ সোমবার সকাল ৬টা ৪৫ মিনিট পর শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পূজারম্ভ প্রতিমা-নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হবে। দশমী থাকবে আগের দিন বেলা ১১টা ১২ মিনিট থেকে পরের দিন কাল সকাল ১১টা ৩১ মিনিট পর্যন্ত। দর্পণ বিসর্জনের পর বিকালে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরবেন।

    শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর কথায়, বিজয়া দশমীর দিন সংক্ষিপ্ত পূজার পর দর্পণ বিসর্জন হয়। কোনো কোনো জায়গায় দেবীর অপরাজিতা পূজাও হয়। এই দিনেই রাবণ বধের জন্য দশেরা উৎসবও পালিত হয়। এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত দিয়ে দেবতারা বিজয় উৎসব পালন করেছিলেন।

    পুরাণ মতে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত যুদ্ধের পর দশম দিনে জয়ী হন দেবী দুর্গা। এজন্যই বিজয়া। সেই লোকাচার বাংলার ঘরে ঘরে সিঁদুর খেলা হিসেবে পরিণত হয়েছে। সিঁদুর খেলার পাশাপাশি চলে কোলাকুলিও। তবে করোনা মহামারির কারণে এবার কোলাকুলি হবে না।

    একইভাবে এবার দুর্গাপূজায় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে না। বিসর্জনের জন্য একটি ট্রাকে একসঙ্গে অনেক মানুষ গেলেও এবার একটি ট্রাকে প্রতিমা বিসর্জনের জন্য ১০ জন যেতে পারবেন। এর বাইরে অতিরিক্ত যাওয়া যাবে না বলে এর আগে নির্দেশনা প্রদান করা হয়।

    বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ‘সোমবার বিজয়া দশমীর দিন শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মণ্ডপ বা মন্দির কর্তৃপক্ষ স্বউদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন।’

    বিজয়া দশমী উপলক্ষে সোমবার সরকারি ছুটির দিন। পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। বিজয়া উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

    করোনা মহামারির কারণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এবার সরাসরি টেলিভিশনে এবং ফেসবুকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থার কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ভক্তদের বাসায় বসেও অঞ্জলি নেওয়ার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে এবার অনেক ভক্তই বাসায় বসে প্রতিদিন পূজার অঞ্জলি গ্রহণ করেন।

    এছাড়া মহাঅষ্টমীর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। সব নারীর মধ্যে মাতৃরূপ এই উপলব্ধি সবার মধ্যে জাগ্রত করার লক্ষ্যে ঢাকার রামকৃষ্ণ মিশনে প্রতি বছর এই কুমারী পূজা অনুষ্ঠিত হলেও এবার নির্দেশনার কারণে এ পূজা অনুষ্ঠিত হয়নি।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে, এ বছর সারা দেশে ৩০ হাজার ২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর সারা দেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। গত বছরের তুলনায় এবার ১ হাজার ১৭৫টি মণ্ডপে পূজা কম হচ্ছে। অন্যদিকে ঢাকা মহানগরে এ বছর পূজামণ্ডপের সংখ্যা ২৩৩টি। গত বছর এ সংখ্যা ছিল ২৩৭টি। আর ঢাকা জেলায় পূজা হচ্ছে ৭৪০টি। বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সোমবার বিজয়া দশমী উপলক্ষে দেশের সব মানুষকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরিষদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করায় সব রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

     

  • সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো বোর্ড মাদকসহ ২১ জুয়ারী আটক করেছে র‍্যাব

    সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো বোর্ড মাদকসহ ২১ জুয়ারী আটক করেছে র‍্যাব

    সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো বোর্ড মাদকসহ ২১ জুয়ারী আটক করেছে র‍্যাব

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক ও মিনি ক্যাসিনো ইলেকট্রনিক বোর্ডসহ ২১ জুয়ারীকে আটক করেছে র‌্যাব-৪। রবিবার ২৫ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ৩, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং।

    শনিবার (২৪ অক্টোবর) রাতে ঝটিকা অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জামালপুর জেলার মোঃ বিল্লাল (৩৮), ঢাকা জেলার মোঃ জুয়েল (২৮) মোঃ মইদুল ইসলাম (৩২), জামালপুরের মোঃ সবুজ মিয়া (২৮), ঢাকা জেলার মোঃ শরিফ (২৮), টাঙ্গাইলের মোঃ লিটন (৪৫), ফরিদপুর জেলার মোঃ রবিউল মোল্ল্যা (২৪), গাইবান্ধা জেলার মোঃ আবু তালেব (২০), ঢাকা জেলার মোঃ দিয়াজুল ইসলাম (২০), জামালপুরের মোঃ শিপন (২০), রংপুর জেলার মোঃ আব্দুল আলিম (৩৫), জয়পুরহাট জেলার মোঃ আজাদুল ইসলাম (৫০), রাজবাড়ি জেলার মোঃ সোহেল মোল্ল্যা (৩২), গাইবান্ধা জেলার মোঃ আসাদুল ইসলাম (৩০), ঢাকা জেলার মোঃ এখলাছ (৩৫), মোঃ মঈন মিয়া (২৮), নাটোর জেলার মোঃ মাসুদ রানা (২০), গাইবান্ধা জেলার মোঃ হাবিবুর রহমান (৪৭) ময়মনসিংহ জেলার মোঃ রুবেল মিয়া (৩৩), বরিশাল জেলার মোঃ ফজলে রাব্বি (২২), ও নোয়াখালী জেলার মোঃ রনি ভূঁইয়া (২৫)।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান এর উপস্থিতিতে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়৷ তাদের নিকট তথ্য ছিল, সেখানে কিছু অসাধু লোকজন ক্যারাম খেলার আড়ালে ক্যাসিনোসহ মাদক দ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করে আসছিল। অভিযানে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২ টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকাসহ ২১ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়।

    র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল জানান, আটকরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ক্যাসিনো বোর্ডের মূল মালিক পলাতক রয়েছে। মূল মালিকসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ২৫.১০.২০২০

  • ধামরাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ

    ধামরাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ

    ধামরাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ

    ধামরাই,ঢাকাঃ ধামরাইয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে উঠে দূর্গাপূজাতে। যারা এ দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় অল্প। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সতর্ক রয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোন সুযোগ নেই।

    হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ শনিবার (২৪ অক্টেবর) সন্ধায় ঢাকার ধামরাই পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

    তিনি এসময় আরো বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ অত্যন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

    তিনি পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত চক্রবর্তীসহ হিন্দু নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন শীর্ষক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো: সাইদুর রহমান, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, ওসি (তদন্ত) কামাল হোসেনসহ বিভিন্ন মন্ডপের হিন্দু নেতৃবৃন্দ।

    এর পূর্বে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন  ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

  • সাভারে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময়সভা করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার

    সাভারে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময়সভা করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার

    সাভারে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময়সভা করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার,আশুলিয়া,ধামরাইয়ে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময় করা হয়েছে।
    এসময় ২৪ অক্টোবর শনিবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম। সাভার পৌর পালপাড়া মন্দির পুজা মন্ডব পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন ফল, মাস্ক, হেন্ড সেনিটাইজার এবং মিষ্টি শুভেচ্ছা উপহার প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন এসময় সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার মডেল থানা অফিসার ইনচার্জ এএফএম সাইদ প্রমুখ।
    সাভার ও আশুলিয়ায় ১৬৮ টি পূজা মন্ডবে দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

    শনিবার দিনভর ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

    এসময় উপস্থিত ছিলেন মোঃ সাঈদুর রহমান, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর), সাজেদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।

    পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং বিভিন্ন ফল, মাস্ক, মিষ্টি, হেন্ড সেনিটাইজার প্রদান করেন সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের নির্দেশনা প্রদান করেন এব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে বিভিন্ন ফল, মাস্ক, হেন্ড সেনিটাইজার এবং মিষ্টি শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।

  • নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা

    নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা

    নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা

     

    সড়ক করবো নিরাপদ এই শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা র‌্যালী করেছে সাভার মডেল থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদের নেতৃত্বে র‌্যালীটি থানা চত্বর থেকে বের হয়ে বঙ্গবন্ধু চত্বরে পথসভা ও প্রদর্শণ করে একই স্থানে এসে শেষ হয়।

    পথসভায় সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ বলেন, আমাদের সড়ক নিরাপদ করতে আরও সচেতন হতে হবে। ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনুরোধ করে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে গাড়ির মালিক, যাত্রী ও চালক সবারই আরও সচেতন হওয়া দরকার।
    চালকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন ভ্রমনের সময় অবসাদ অনুভব করলে যে কোন পুলিশ বক্সের পাশে গাড়ি পার্কিং করে চা পানের পর আবার যাত্রা শুরু করবেন। আজকের এই দিনে সড়ক নিরাপদ রাখতে সকলের শপথ গ্রহণ করতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ থানার উপ-পরিদর্শকরা।

    অপরদিকে সাভার হাইওয়ে থানা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা র‌্যালী করেছে।

    এদিকে একই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুলিয়ায় র‌্যালী করেছে আশুলিয়া থানা পুলিশ। থানা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদসহ থানার সকল পুলিশ সদস্যরা।

  • সাভারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    সাভারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    সাভারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম জিল্লুঃ
    সাভারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ই অক্টোবর দুপুরে ঢাকা জেলা পুলিশের আয়োজনে বিড নং ১৪ তেঁতুঝোড়া ইউনিয়ন,সাভার মডেল থানার সম্বনয়ে তেঁতুঝোড়া স্কুল মাঠে এ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও সাভার মডেল থানার অফিসার ইনর্চাজ এফ এম সাহেদ।
    সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন.নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। সমাবেশ শেষে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী বের করা হয়।

  • একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

    একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

    একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় ১৮০০’শ স্প্রিন্টার দেহে নিয়ে বেঁচে যাওয়া মারাত্মক ভাবে আহত ততকালীন বৃহত্তর ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীনের ৫১ তম শুভ জন্মদিন উপলক্ষে তার বাসভবনে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানালেন
    বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।
    ১৩ অক্টোবার মঙ্গল দুপুরের পর থেকে রাত্রী পর্যন্ত নেত্রী মাহবুবা পারভীনের ৫১ তম জন্মদিন পালনে বাসভবনে,ফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান নেতা-কর্মী ও আত্মীস্বজনরা।

    এসময় সাভার পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল হাসান, সাভার পৌর মেয়র সাহেবের একান্ত এ-পিস মাসুদ পারভেজ রাজু,ছাত্রলীগ নেতা সীমান্ত আযম (ইয়া কিং) ও নাজমুল হুদা রাজিব, পরিবার,আত্মীয়স্বজন,সাংবাদিকসহ আরো অনেকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান।

  • সাভারে আনন্দপুর এলাকায় এক পিকআপ চালককে বেধড়ক পিটিয়ে হত্যা

    সাভারে আনন্দপুর এলাকায় এক পিকআপ চালককে বেধড়ক পিটিয়ে হত্যা

    সাভারে আনন্দপুর এলাকায় এক পিকআপ চালককে বেধড়ক পিটিয়ে হত্যা

    রফিকুল ইসলাম জিল্লুঃ

    সাভারে আনোয়ার হোসেন (৩২) এক পিকআপ চালককে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার সিটি লেন আনন্দপুর মহল্লার এক অর্ধ তালা বিল্ডিংয়ের ছাদের উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

    নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয় সে আফাজ উদ্দিনের ছেলে।আনোয়ার পরিবার নিয়ে স্থানীয় কাউন্সিলর আয়নাল গেদুর বাসায় ভাড়া থাকতেন।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার পরিবারের সাথে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় স্থানীয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আয়নাল হক গেদুর বাসায় ভাড়া থেকে পিকআপ ভ্যান চালাত। বিকালে আনোয়ার নিজ কাজে বাসা থেকে বের হয়। কিন্তু রাত হলেও সে বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পায়। এরপর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবকের লাশ পড়ে আছে। এরপর সেখানে গিয়ে আনোয়ার হোসেনের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে লাশ বাসায় নিয়ে আসেন তারা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

    নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে।তাঁর চোখের নিচে ও হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে।

    সাভার মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কি কারণে এ হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারন ৩ কিশোরকে সাত দিনের রিমান্ড

    আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারন ৩ কিশোরকে সাত দিনের রিমান্ড

    আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারন ৩ কিশোরকে সাত দিনের রিমান্ড

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারের আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ কিশোরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ। সন্দেহভাজন আটক রাকিব হোসেন নামে এক জনের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
    বৃহস্পতিবার দুপুরে মামলার এজাহারভুক্ত আসামি সাহরুফ, ডায়মন্ড আলামিন ও জাকিরকে আদালতে প্রেরণ করা হয়।

    পুলিশ জানায়, আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে আশুলিয়া থানায় গতকাল রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করা হয়। এছাড়া ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।
    পুলিশ আরও জানান, আসামী ও ভুক্তভোগীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে, দুই বান্ধবীর মধ্যে এক কিশোরী ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফলে নির্যাতিত এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
    উল্লেখ্য যে, গত ৩০ আগষ্ট আশুলিয়ার ভাদাইল গুলিয়ারচক এলাকায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ৩৫ দিন পর গণধর্ষণের ভিডিও ফাঁস হলে পুলিশ ধর্ষিতাকে হেফাজতে নিয়ে বুধবার চারজনকে আটক করে।

  • সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

    সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

     

    সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ বুধবার (৭) অক্টোবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬ টি রাস্তার কাজ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।

    বিরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলী, সুবিধা বঞ্চিত মানুষদের। আমার ইউনিয়নের মানুষের সুবিধার্থে রাস্তার কাজে হাত দিয়েছি আর যেগুলো বাকি আছে ধারাবাহিকভাবে করব।

    সাদুল্লাপুর বাজার হতে ভূমি অফিস পর্যন্ত ডাবল ইট সলিং, সাদুল্লাপুর ইদ্রিসের বাড়ী হতে মজিবরের বাড়ীর রাস্তার ইট সলিং,খাগান মেইন রোড হতে ভূঁইয়া বাড়ী পর্যন্ত ইটের সলিং, দত্তপাড়া আওলাদের দোকান থেকে আকবর আলীর বাড়ী পর্যন্ত ডাবল ইট সলিং, জিনজিরা মেইন রোড হতে কামালের বাড়ী পর্যন্ত ইটের সলিং এবং দত্তপাড়া সামসুলের বাড়ী হতে লিটনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন করা হয় ।,জি,এস,পি-৩ এর অর্থায়নে এর মোট ৩৩ লক্ষ ৯০ হাজার ১৫৬ টাকার কাজ। নিজস্ব অর্থায়নে ৬০০ ফিট রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রাস্তার কাজগুলো শেষ হবে বলে জানান তিনি ।

    চেয়ারম্যানের সাঈদুর রহমান সূজন এর নিজ অর্থায়নে ৮ লক্ষ টাকা ব্যায়েও একটি রাস্তার কাজ উদ্বোধন করেছেন। এসময় আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।