ধামরাইয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ
ধামরাই,ঢাকাঃ ধামরাইয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে উঠে দূর্গাপূজাতে। যারা এ দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় অল্প। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সতর্ক রয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোন সুযোগ নেই।
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ শনিবার (২৪ অক্টেবর) সন্ধায় ঢাকার ধামরাই পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
তিনি এসময় আরো বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ অত্যন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সদা প্রস্তুত রয়েছে।
তিনি পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত চক্রবর্তীসহ হিন্দু নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন শীর্ষক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো: সাইদুর রহমান, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, ওসি (তদন্ত) কামাল হোসেনসহ বিভিন্ন মন্ডপের হিন্দু নেতৃবৃন্দ।
এর পূর্বে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
Leave a Reply