সাভারে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময়সভা করলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার,আশুলিয়া,ধামরাইয়ে পুজা মন্ডব পরিদর্শন ও মতবিনিময় করা হয়েছে।
এসময় ২৪ অক্টোবর শনিবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম। সাভার পৌর পালপাড়া মন্দির পুজা মন্ডব পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন ফল, মাস্ক, হেন্ড সেনিটাইজার এবং মিষ্টি শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এসময় সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার মডেল থানা অফিসার ইনচার্জ এএফএম সাইদ প্রমুখ।
সাভার ও আশুলিয়ায় ১৬৮ টি পূজা মন্ডবে দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার দিনভর ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন মোঃ সাঈদুর রহমান, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর), সাজেদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং বিভিন্ন ফল, মাস্ক, মিষ্টি, হেন্ড সেনিটাইজার প্রদান করেন সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের নির্দেশনা প্রদান করেন এব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে বিভিন্ন ফল, মাস্ক, হেন্ড সেনিটাইজার এবং মিষ্টি শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।
Leave a Reply