সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

 

সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ৬টি রাস্তার উদ্বোধন করলেন

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ বুধবার (৭) অক্টোবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬ টি রাস্তার কাজ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।

বিরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলী, সুবিধা বঞ্চিত মানুষদের। আমার ইউনিয়নের মানুষের সুবিধার্থে রাস্তার কাজে হাত দিয়েছি আর যেগুলো বাকি আছে ধারাবাহিকভাবে করব।

সাদুল্লাপুর বাজার হতে ভূমি অফিস পর্যন্ত ডাবল ইট সলিং, সাদুল্লাপুর ইদ্রিসের বাড়ী হতে মজিবরের বাড়ীর রাস্তার ইট সলিং,খাগান মেইন রোড হতে ভূঁইয়া বাড়ী পর্যন্ত ইটের সলিং, দত্তপাড়া আওলাদের দোকান থেকে আকবর আলীর বাড়ী পর্যন্ত ডাবল ইট সলিং, জিনজিরা মেইন রোড হতে কামালের বাড়ী পর্যন্ত ইটের সলিং এবং দত্তপাড়া সামসুলের বাড়ী হতে লিটনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন করা হয় ।,জি,এস,পি-৩ এর অর্থায়নে এর মোট ৩৩ লক্ষ ৯০ হাজার ১৫৬ টাকার কাজ। নিজস্ব অর্থায়নে ৬০০ ফিট রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রাস্তার কাজগুলো শেষ হবে বলে জানান তিনি ।

চেয়ারম্যানের সাঈদুর রহমান সূজন এর নিজ অর্থায়নে ৮ লক্ষ টাকা ব্যায়েও একটি রাস্তার কাজ উদ্বোধন করেছেন। এসময় আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *