Author: sattersangbad24

  • রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার

    রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার

    রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার

    নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকেঃ
    রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রনির বিরুদ্ধে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণের শিকার এক শিক্ষিকা রংপুর মেট্রো কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, মেহেদি হাসান সিদ্দিকী রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিতপুর ফতেপুর গ্রামের আবু বক্কর এর ছেলে।

    ভুক্তভোগী (ছদ্ধ নাম) সোনিয়া বলেন, রনির সাথে পরিচয় হওয়ার পর বিভিন্ন সময় রনি আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন রকম প্রস্তাব দেয় এবং এক পর্যায়ে রনি আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়িয়া তোলে এবং আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। এভাবে চলতে থাকলে রনি আমাকে বিভিন্নভাবে প্রলোভিত করে আমার সাথে শাররীক সম্পর্ক করতে চাইলে আমি তাকে বিয়ের প্রস্তাব দেই। নারী লোভী রনি হীনস্বার্থ চরিতারথ করিবার মানষে তার নীলফামারী জেলার বন্ধু সজল কুমারের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভুয়া কাজী দ্বারা আমার সহিত রনির বিবাহের কাবিননামা সম্পাদন করেন। সজলের বাড়ীতেই নাটকীয় বাসরঘড় সাজিয়ে আমাকে ধর্ষণ করে। এর পর রনি আমাকে বিভিন্ন জায়গায় শুধু বেড়াতে নিয়ে যায় সহবাস করার জন্যিই। এমনকি পাশের দেশ ভারতে নিয়ে যায় এবং সেখানেও আমার সঙ্গে সে সহবাস করে।
    তিনি আরো জানান, এভাবে কিছু দিন যাওয়ার পর আমি রনি কাছে বঊয়ের মর্যাদার দাবি করে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনয় করলে রনি আমাকে বলে তার ছাত্র রাজনীতির পদপদবী ও মর্যাদার কারনে আরোও কিছু দিন দেরি করিতে হবে। নারী লোভী রনি আমাকে বিভিন্ন প্রভোলন দেখিয়ে আমার কাছে ১৮ লক্ষ টাকা কৌশলে গ্রহন করে।ঐ নারী আরো জানান, গত ৫ জুন রাতে নগরীর কেরানী পাড়াস্থ ভাড়া বাসায় রনি আসে এবং আমার সাথে রাত্রী যাপন করে। সে রাতে আমি তাকে তার বাড়ীতে নিয়ে যাওয়ার চাপ প্রয়োগ করিলে সে দলীয় ব্যাপারে ২০ লক্ষ টাকা লাগবে বলে আমাকে জানান। আমি রনি কে টাকা দেওয়ার কথা অস্বীকার করিলে রনি আমাকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না করার জন্য হুমকি দেয় এবং সে বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই বা অতীতেই ছিলো না।
    ঐ শিক্ষিকা তখন বিবাহের কাবিন নামার কথা বলিলে সেই ছাত্রলীগ সভাপতি রনি বলে আমাদের কোনো বিবাহ হয় নাই বা কোনো কাবিননামাও সম্পাদিত হয় নাই। এছাড়াও তিনি অভিযোগে উল্লেখ করেন গত ১২ জুলাই রাতে তাকে ডাকিয়ে নিয়ে যায় তার ফুফুর বাড়ীতে। সেখানে সেই বাসায় গুন্ডাবাহিনী দিয়ে আমার কাছে জোরপূর্বক ফাকা ষ্ট্যাম্পে সহি স্বাক্ষর করিতে বলিলে তিনি সহি দিতে অস্বীকার করিলে তাকে হামিদুল, বেলাল,তাপসসহ অপরিচিত আরো বেশ কয়েকজন ছেলে শাররীক ভাবে লাঞ্চিত ও মারডাং করে। আমার জীবন বাঁচার খাতিরে নিরুপায় হয়ে ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কোনো রকমে জীবন বাচাই। পরে আমি সবার কাছে স্মামীর অধিকার আর স্ত্রীর মর্যাদার অধিকার পাবার আশায় এই সমাজের অনেক বড় বড় নেতার কাছে গেলেও বিচার পাইনি। তাই আজ স্ত্রী মর্যাদা আর স্বামীর অধিকারের আশায় যখন ব্যর্থ আমি। তখন একজন নারী লোভী ক্ষমতাধর ছাত্রলীগ নেতার এই কুকর্মের শাস্তি দাবি করে থানায় অভিযোগ হয়েছে। আমি বিচার চাই।

    অপর দিকে প্রতিবেদক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সিদ্দিকি রনির সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া সম্ভব হয় নিন।

    এব্যাপারে রংপুর মেট্রো কোতয়ালী থানার ইনচার্জ ওসি আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • শ্রীপুরে লড়ি ট্রাক উল্টে ১ কিশোর নিহত

    শ্রীপুরে লড়ি ট্রাক উল্টে ১ কিশোর নিহত

    শ্রীপুরে লড়ি ট্রাক উল্টে ১ কিশোর নিহত

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক-

    গাজীপুরের শ্রীপুরে লড়ি ট্রাক উল্টে শাওন (১৫) নামের অপর এক কিশোর নিহত হয়েছে এবং এ ঘটনায় রিফাত (১৫) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

    বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত শাওন উপজেলার টেংরা গ্রামের কফিলউদ্দিনের ( বাংলা) ছেলে।

    আহত রিফাত একই এলাকার মুক্তার হোসেনের ছেলে। আহত রিফাতকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, সকালে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি বালু ভর্তি লড়ি ট্রাক রাস্তা দিয়ে হেটে যাওয়া কিশোরদের উপর তুলে দিলে ঘটনাস্থলেই কিশোর শাওন নিহত হয় এবং অপর কিশোর রিফাত গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক লড়িটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

  • শ্রীপুরে অগ্রণী গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    শ্রীপুরে অগ্রণী গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    শ্রীপুরে অগ্রণী গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি-
    গাজীপুরে অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও ব্যবস্থাপককে অপসারণ করে ঢাকার একটি শাখায় নেয়া হয়েছে।

    বরখাস্তকৃতরা হলেন ওই প্রতিষ্ঠানের শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও ক্যাশ অফিসার মো. দোলোয়ার হোসেন।

    অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, এভাবে ব্যাংকের টাকা কারো একার পক্ষে তুলে আত্মসাৎ করা সম্ভব নয়। অডিট চলছে। ৩১আগস্টও ব্যাংকে একাউন্টে জমা করা টাকার গড়মিলের তথ্য ও অভিযোগ নিয়ে গ্রাহকরা এসেছেন। ৩০আগস্ট পর্যন্ত এক কোটি ৩০লাখ টাকা উদ্ধার করে গ্রাহকের একাউন্টে জমা করা সম্ভব হয়েছে। যার সবই বদরুল হাসান সনি দিয়েছেন।

    অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখার গ্রাহক বদরুন নাহার গত ২৭আগস্ট ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত এক আবেদনে জানিয়েছেন, তার স য়ী হিসাব নম্বর ৭৪২৯, সম্প্রতি আমি আমার একাউন্টে এক লাখ টাকা জমা করি। বদরুল হাসান সনি প্রতারণা করে আমার কাছ থেকে চেক বইয়ের একটি পাতা (নং-৩৪৩৮৭৯) আত্মসাৎ করেন। পরবর্তীতে ওই চেকের মাধ্যমে তিনি আমার হিসাব থেকে এক লাখ টাকা তুলে নেন। বিষয়টি ধরা পড়লে ব্যাংক ম্যানেজারের মাধ্যমে আমার একাউন্টে ওই টাকা জমা দেন সনি।

    একই অভিযোগ তুলেন, ওই ব্যাংক শাখার গ্রাহক জুয়েনা বেগম (হিসাব নম্বর ১৭৪৮০)। তার স্বামী ও ছেলে সৌদি আরব চাকুরি করেন। সেখান থেকে তার একাউন্টে তারা টাকা পাঠান। ১৩জুলাই তিনি ওই একাউন্টের তথ্য জানতে গিয়ে দেখেন তার একাউন্টে ৮লাখ ২০ হাজার টাকা কম। পরে বিষয়টি ম্যানেজোরকে অভিযোগ করলে ১৪জুলাই ৫লাখ এবং ১৫ জুলাই ৩লাখ ২০হাজার টাকা তার একাউন্টে জমা করা হয়। বদরুল হাসান সনির বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ উঠলে দুই ধাপে ওই টাকা তার হিসাবে জমা করা হয়।

    অপর গ্রাহক আফতাব উদ্দিন (হিসাব নম্বর-১৯৭২৫) জানান, ৪জুন তিন লাখ টাকা তার হিসাবে জমা করেন। ২২আগস্ট বিকেলে ম্যানেজার জমা ও চেক বইসহ কাগজপত্র নিয়ে আমাকে ফোনে বাংকে যেতে বলেন। পরদিন ব্যাংকে গেলে ম্যানেজার জানান তার একাউন্টে তিন লাখ টাকা কম আছে। পরে ব্যবস্থাপকের কাছে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ করার পর সনি ২৩জুলাই ওই টাকা তার একাউন্টে জমা করেন।

    এ ব্যাপারে ওই ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম জানান, ক্যাশ অফিসার বদরুল ইসলাম সনি নিজেই গ্রাহকের স্বাক্ষর নকল করে চেক বই উত্তোলন করেছে। পরে চেকে নিজেই গ্রাহকের স্বাক্ষর দিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছে। ওইসব চেক এন্ট্রি করার সময় চেকের নম্বর এন্ট্রি না করেই টাকা তুলে নিয়ে গেছেন সনি। এ ঘটনা ধরা পড়ার পর ম্যানেজার তাকে শাসিয়েছেনও একবার। অনেক সময় গ্রাহক ব্যাংকে টাকা জমা দিয়ে গেলে গ্রাহকের টাকা তার একাউন্টে জমা না করেও তা আত্মসাৎ করেছেন তিনি। অর্থাৎ সনি গ্রাহকের টাকা ডেবিট করেও আত্মসাৎ করেছেন আবার ক্রেডিট করেও আত্মসাৎ করেছেন। আগে তাকে আমি অন্ধের মত বিশ্বাস করতাম। যে কোন পরিমানে টাকা উত্তোলন করতে আমার অথরাইজ লাগে। সনি নিজের কম্পিউটারের আইডি লক হওয়ার কথা বলে আমার কম্পিউটার ব্যবহার করে অথবা কৌশল করে সে আমার আইডি ও কম্পিউটার ব্যবহার করে নিজেই অথরাইজ করে গ্রাহকের টাকা নিয়ে গেছে। সম্প্রতি কাপাসিয়া শাখার একজন স্টাফকে এ শাখায় কাজে সহযোগিতার নিয়ে আসা হয়। এসব বিষয় তার কাছে ধরা পড়ার পরই তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন। পরবর্তীতে এ ব্যাংকে অডিট কল কনে কর্তৃপক্ষ। একইভাবে সনি ব্যাংকের ক্যাশ অফিসার দেলেয়ার হোসেনের আইডি ব্যবহার করেও টাকা অথরাইজ করে নিয়ে গেছেন। কাগজে কলমে অথরাইজ করার কাজটিতে দেলোয়ার ও আমার নাম চলে আসায় টাকা আত্মসাতের অভিযোগে দেলোয়ার হোসেন ও আমি সাময়িক বরখাস্ত হই।

    বদরুল হাসান সনি নজরুল ইসলামের আইডি ব্যবহার করার কথা অস্বীকার করে বলেন, ব্যাংকের টাকা আমার পক্ষে তুলে নেয়া সম্ভব নয়। টাকা তুলে নিতে চারজনের স্বাক্ষর তথা ভেরিফিকেশন লাগবে। নজরুল ইসলাম আমার সিডি ইনচার্জ। তিনিও আমার কাছ থেকে টাকা নিয়েছেন। সনি গ্রাহকের টাকা তুলে নেয়ার কথা স্বীকার করে বলেন, শুধু নিজেকে সেভ করার জন্য নিজের জমি বিক্রি করে আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে ব্যাংকের ওইসব টাকা শোধ করছি। তবে সব কিছু সেরে আমার কাছে প্যামেন্টের জন্য আসলে আমাকে প্যামেন্ট করতে হয়েছে। তিনি গ্রাহকের চেক বই উত্তোলনের কথা অস্বীকার করে বলেন, তিনি নিজের চেক বই উত্তোলন করেছেন। সবশেষে বলেন, অপরাধতো অপরাধই। তিনি যা করেছেন, তা একা করেননি।

    বদলীকৃত ব্যাংক ম্যানেজার আব্দুল হালিমকে এ ব্যাপারে জানতে ফোন করলে সহজে তা রিসিভ করেননা। একবার রিসিভ করলেও তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

    অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শামীম আরা সুলতানা গণি সাংবাদিকদের জানান, সম্প্রতি ওই অগ্রনী ব্যাংকের শ্রীপুর শাখায় গ্রাহকেদের ব্যাংক হিসাবে সি ত রাখা টাকার গড়মিলের তথ্য জানার পর অগ্রনী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শণে যান এবং অডিট টিম গঠণ করে তদন্ত শুরু করা হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেলে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও ক্যাশ অফিসার মো. দোলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত ও শাখার ব্যবস্থাপক আব্দুল হালিমকে ঘটনার ব্যাখ্যা তলব করে অগ্রণী ব্যাংকের ঢাকায় অপসারণ করা হয়েছে। ওই শাখার গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হিসাবে ব্যালেন্স কনফার্ম করা হচ্ছে। আমরা গ্রাহক এবং এ প্রতিষ্ঠানের যাতে কোন ক্ষতি না হয় তার জন্য সকল পদক্ষেপ নিয়েছি। আমরা গ্রাহকের টাকা রিফান্ড করার চেষ্টা করছি।

  • সাভাররের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

    সাভাররের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

    সাভাররের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার উপজেলায় হেমায়েতপুর তেতুলঝোড়া এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের নির্দেশে মাদক ও জঙ্গি বিরোধী মোটর শোভাযাত্রা করেছে ছাত্র সমাজ।
    মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর বাজার থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সামনে পথসভা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
    এসময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজ, ছাত্রনেতা সাইদুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি পদপ্রার্থী মনির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ নেতা আবির মাসুম সহ আরো অন্যান্য ছাত্র নেতা।

  • শ্রীপুরে সোহান হত্যাকাণ্ডের মূল আসামি আজিজুলকে গ্রেফতার করেছে র‍্যাব-১

    শ্রীপুরে সোহান হত্যাকাণ্ডের মূল আসামি আজিজুলকে গ্রেফতার করেছে র‍্যাব-১

    শ্রীপুরে সোহান হত্যাকাণ্ডের মূল আসামি আজিজুলকে গ্রেফতার করেছে র‍্যাব-১

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক-
    গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের আবুল প্রধান কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোহান হত্যাকাণ্ডের মূল হোতা আজিজুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১।

    ০১ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার সফিপুর উপজেলার কালিদাস বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃত আজিজুল ইসলাম (২০) উপজেলার বেতঝুড়ি গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

    র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৩ আগস্ট শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোহান (১২) নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা আব্বাস আলী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে সোমবার সকালে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ থেকে একটি কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালের পাশে থাকা শার্ট, প্যান্ট ও জুতা দেখে কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে শনাক্ত করে তার স্বজনেরা।

    ওই দিনই ছেলে অপহরণ ও হত্যার অভিযোগে স্থানীয় আজিজুল ইসলামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন পিতা আব্বাস আলী। পরে মঙ্গলবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে টাঙ্গাইলের সফিপুর থেকে মামলার প্রধান আসামি আজিজুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপে মিলল নিখোঁজ স্কুলছাত্রের কঙ্কাল

    শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপে মিলল নিখোঁজ স্কুলছাত্রের কঙ্কাল

    শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপে মিলল নিখোঁজ স্কুলছাত্রের কঙ্কাল

    মোহাম্মদ আদনান মামুন, নিস্বজ প্রতিবেদক-
    গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার বহেরারচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

    কঙ্কালটি স্থানীয় আব্বাস আলীর ছেলে সোহানের (১৪) বলে দাবি তার স্বজনদের। সোহান ওই এলাকার আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রায় এক মাস আগে সে নিখোঁজ হয়েছিল।

    সোহানের বাবা আব্বাস আলী জানান, গত ৩ আগস্ট বিকেলে থেকে তার ছেলে নিখোঁজ হয়। পরে তাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরিও করা হয়। মাসখানেক পার হলেও সোহানের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। সোমবার সকালে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপে মানুষের কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে কঙ্কালের পাশে থাকা হলুদ শার্ট, জিন্সের প্যান্ট ও জুতা দেখে তিনি সেটিকে সোহানের কঙ্কাল বলে দাবি করেন।

    সোহানের মা নাজমা বেগম জানান, গত ৩ আগস্ট বিকেলে স্থানীয় লিচু বাগান এলাকায় সোহান তার খালা সেলিনা বেগমের বাসায় যায়। পরে তার খালার কাছ থেকে ২০ টাকা নিয়ে পাশে দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয় সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে ওয়ালটন মোড় এলাকায় দেখেছে বলে জানিয়েছে এলাকাবাসী। আজিজুল মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

    শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে দাবি করেছেন তার বাবা আব্বাস আলী। কঙ্কালটি প্রকৃতই সোহানের কি-না তা নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হবে। আজিজুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

  • ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

    আন্তর্জাতিক সংবাদ ডেস্কঃপ্রণব মুখার্জি আর নেই।মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি।

    এর আগে আজ সকালের দিকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের এক বিবৃতিতে ভারতের রাজনীতির অন্যতম এই আইকনের শারীরিক অবস্থার অবনতির খবর দেয়া হয়। এতে বলা হয়, ফুসফুসের সংক্রমণের কারণে সেপটিক শকে রয়েছেন তিনি।

    হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়ার পর পরীক্ষায় মহামারি করোনাভাইরাসও শনাক্ত হয়েছিল প্রণব মুখার্জির। ভারতের সাবেক এই রাষ্ট্রপতি অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন।

    প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। টুইটে তিনি লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে, আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টা ও পুরো ভারতের মানুষের প্রার্থনা, দোয়া সত্ত্বেও আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।

    গত ৯ আগস্ট নয়াদিল্লির রাজাজি মার্গের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন তাকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

    অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে দেশটির সাবেক এই রাষ্ট্রপতির। তখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রণবের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

    প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের রাজনীতির প্রাণপুরুষ ছিলেন প্রণব মুখার্জি। কংগ্রেসের শাসনামলে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন।

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ২০১৯ সালে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ লাভ করেন দেশটির ১৩তম এই রাষ্ট্রপতি।

  • বিভিন্ন ভাবে পরিচয়দানকারী সাভারে দুদকে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

    বিভিন্ন ভাবে পরিচয়দানকারী সাভারে দুদকে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

     

    বিভিন্ন ভাবে পরিচয়দানকারী সাভারে দুদকে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত ওই ভুয়া ম্যাজিষ্ট্রেটের নাম মোঃ হারুন-অর-রশিদ খান(২৫)। তার বাড়ী নাটোর জেলায়।

    গত ৩০ আগষ্ট রবিবার দুপুরে সাভারের সিআরপির ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে হারুন-অর-রশিদ খানকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে দুদক কর্মকর্তার ভুয়া আইডি কার্ড, ভুয়া প্রজ্ঞাপন, ওয়ারলেস সেটসহ প্রতারণার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

    র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত প্রতারক হারুন গত কয়েক বছর যাবৎ সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলো। পরে সুনির্দিষ্টি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাজ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নিত। এছাড়া সে লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি।

    র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী জানান,আটককৃত হারুনের কাছ থেকে দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ০২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

     

  • নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    মোসাঃ জুলেখা খাতুন (৪৭),স্বামী-মোঃঅফিজ উদ্দিন,উচ্চতা-৫’,গায়ের রং-শ্যামলা,মুখমন্ডল-গোলাকার,মাথার চুল-ছোট ও কাল সে মানসিক ভারসাম্যহীন। তিনি গত ১৯.০৮.২০২০ ইং তারিখ বিকেল ৫.৩০ মিঃ’র সময় বাড়ীঃআলী মাষ্টার,কাঠগড়া,থানা-আশুলিয়া,ঢাকা থেকে পান খেতে বাহির হয়ে নিখোঁজ হোন। তার গ্রামের বাড়ী-হিন্দুকান্দি,ডাক-থানা-সারিয়াকান্দি,জেলা-বগুড়া। আশুলিয়া থানায় জিডি নং-১৭৭৩, তাং-২২.০৮.২০ ইং।

    সন্ধানপ্রার্থী-মোঃতারাজুল ইসলাম-০১৯৮১-১২১২৯১।

  • শ্রীপুরে পুকুর থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

    শ্রীপুরে পুকুর থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

    শ্রীপুরে পুকুর থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
    গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

    ২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় বহেরারচালা গ্রামের একটি পুকুরে ফায়ার সার্ভিসেরর ডুবুরি দল তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধার করেন।

    ৩০ আগস্ট রোববার সকালে নাজমুল ইসলাম নামের আরেকজনের লাশও ওই পুকুরে ভেসে ওঠে।

    দুই শিক্ষার্থী হলেন- বহেরারচালা গ্রামের তরিকুল ইসলাম দুলালের ছেলে তাওহিদুস সাইফ (১৭) ও পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার মাঝিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. নাজমুল ইসলাম (৮)।

    তাওহিদুস সাইফ এ বছর এসএসসি পরীক্ষায় স্থানীয় শাহীন ক্যাডেট স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। আর নাজমুল ইসলাম স্থানীয় বহেরারচালা আব্দুল মালেক কিন্ডার গার্টেনের ছাত্র।

    নাজমুল বাবা-মায়ের সঙ্গে বহেরারচালা গ্রামে ভাড়া বাসায় থাকত। তার বাবা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

    সাইফের চাচা মাসুদুল হাসান জালাল জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় সাইফ। এ সময় তার সঙ্গে নাজমুলও ছিল। বিকেল পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে স্থানীয় পুকুর পাড়ে সাইফের চশমা, গেঞ্জি ও স্যান্ডেল পাওয়া যায়। ডুবুরিরা এসে পুকুর থেকে সাইফের লাশ উদ্ধার করে। আর রোববার সকালে নাজমুলের লাশও ওই পুকুরে ভেসে ওঠে।

    নিহত সাইফের চাচা মাসুদুল হাসান জালাল জানান, শনিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় সাইফ (১৭) ও নাজমুল (৮) হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা প্রায় ২৪/২৫ ফুট গভীর ওই পুকুরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল রাত সাড়ে ৮টায় পুকুর হতে সাইফের লাশ উদ্ধার করে।
    আর রোববার সকালে নাজমুলের লাশও ওই পুকুরে ভেসে ওঠে।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। কেউ কোনো অভিযোগ দেয়নি।