Warning: Creating default object from empty value in /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার – Satter Sangbad
সংবাদ শিরোনাম :
সাভারে গনসংযোগ করলেন জামায়াতের নেতা মো:আবুল বাশার সাভার উপজেলা নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যােগে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে রেডিওকলোনী এলাকায় গরীব-দুঃখী,সাধারন মানুষের মাঝে ঈদ সামগ্রিক বিতরন সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারসহ দেশবাসীকে শুভেচ্ছা সাভার ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের এমডির সাভার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভার পৌর মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. সাভার পৌর ১ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী চম্পক ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. সাভারে নদী পাড়ের শাখায় অবৈধ বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ট্রাকে টিসিবির পণ্য  বিক্রি কার্যক্রম শুরু হলো 
বিজ্ঞপ্তি প্রচারঃ
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাভার পৌর মেয়র প্রার্থী জনপ্রিয় সাবেক কাউন্সিল খোরশেদ আলম সাভার পৌর বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেনের পক্ষে রমজান ও ঈদের শুভেচ্ছা!!! সাভার পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা এর পক্ষে রমজান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন… সাভার পৌর সেচ্ছাসেবক দলের পক্ষে পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা .. সাভার পৌর এলাকার শীর্ষ স্থানীয় প্রেসিডেন্সি স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস,রমজান,ঈদের শুভেচ্ছা  সৈনিকদলের সভাপতি মো:আব্দুল্লাহ আল মামুন ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন… সাভার পৌর ৮ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি লি: এর পক্ষে শুভেচ্ছা সাভারসহ দেশবাসীকে শুভেচ্ছা সাভার ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের এমডির

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১২০০০ বার পঠিত

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির বিরুদ্ধে ভূয়া কাবিননায় একাধিকবার ধর্ষণের অভিযোগ শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকেঃ
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রনির বিরুদ্ধে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণের শিকার এক শিক্ষিকা রংপুর মেট্রো কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, মেহেদি হাসান সিদ্দিকী রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিতপুর ফতেপুর গ্রামের আবু বক্কর এর ছেলে।

ভুক্তভোগী (ছদ্ধ নাম) সোনিয়া বলেন, রনির সাথে পরিচয় হওয়ার পর বিভিন্ন সময় রনি আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন রকম প্রস্তাব দেয় এবং এক পর্যায়ে রনি আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়িয়া তোলে এবং আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। এভাবে চলতে থাকলে রনি আমাকে বিভিন্নভাবে প্রলোভিত করে আমার সাথে শাররীক সম্পর্ক করতে চাইলে আমি তাকে বিয়ের প্রস্তাব দেই। নারী লোভী রনি হীনস্বার্থ চরিতারথ করিবার মানষে তার নীলফামারী জেলার বন্ধু সজল কুমারের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভুয়া কাজী দ্বারা আমার সহিত রনির বিবাহের কাবিননামা সম্পাদন করেন। সজলের বাড়ীতেই নাটকীয় বাসরঘড় সাজিয়ে আমাকে ধর্ষণ করে। এর পর রনি আমাকে বিভিন্ন জায়গায় শুধু বেড়াতে নিয়ে যায় সহবাস করার জন্যিই। এমনকি পাশের দেশ ভারতে নিয়ে যায় এবং সেখানেও আমার সঙ্গে সে সহবাস করে।
তিনি আরো জানান, এভাবে কিছু দিন যাওয়ার পর আমি রনি কাছে বঊয়ের মর্যাদার দাবি করে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনয় করলে রনি আমাকে বলে তার ছাত্র রাজনীতির পদপদবী ও মর্যাদার কারনে আরোও কিছু দিন দেরি করিতে হবে। নারী লোভী রনি আমাকে বিভিন্ন প্রভোলন দেখিয়ে আমার কাছে ১৮ লক্ষ টাকা কৌশলে গ্রহন করে।ঐ নারী আরো জানান, গত ৫ জুন রাতে নগরীর কেরানী পাড়াস্থ ভাড়া বাসায় রনি আসে এবং আমার সাথে রাত্রী যাপন করে। সে রাতে আমি তাকে তার বাড়ীতে নিয়ে যাওয়ার চাপ প্রয়োগ করিলে সে দলীয় ব্যাপারে ২০ লক্ষ টাকা লাগবে বলে আমাকে জানান। আমি রনি কে টাকা দেওয়ার কথা অস্বীকার করিলে রনি আমাকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না করার জন্য হুমকি দেয় এবং সে বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই বা অতীতেই ছিলো না।
ঐ শিক্ষিকা তখন বিবাহের কাবিন নামার কথা বলিলে সেই ছাত্রলীগ সভাপতি রনি বলে আমাদের কোনো বিবাহ হয় নাই বা কোনো কাবিননামাও সম্পাদিত হয় নাই। এছাড়াও তিনি অভিযোগে উল্লেখ করেন গত ১২ জুলাই রাতে তাকে ডাকিয়ে নিয়ে যায় তার ফুফুর বাড়ীতে। সেখানে সেই বাসায় গুন্ডাবাহিনী দিয়ে আমার কাছে জোরপূর্বক ফাকা ষ্ট্যাম্পে সহি স্বাক্ষর করিতে বলিলে তিনি সহি দিতে অস্বীকার করিলে তাকে হামিদুল, বেলাল,তাপসসহ অপরিচিত আরো বেশ কয়েকজন ছেলে শাররীক ভাবে লাঞ্চিত ও মারডাং করে। আমার জীবন বাঁচার খাতিরে নিরুপায় হয়ে ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কোনো রকমে জীবন বাচাই। পরে আমি সবার কাছে স্মামীর অধিকার আর স্ত্রীর মর্যাদার অধিকার পাবার আশায় এই সমাজের অনেক বড় বড় নেতার কাছে গেলেও বিচার পাইনি। তাই আজ স্ত্রী মর্যাদা আর স্বামীর অধিকারের আশায় যখন ব্যর্থ আমি। তখন একজন নারী লোভী ক্ষমতাধর ছাত্রলীগ নেতার এই কুকর্মের শাস্তি দাবি করে থানায় অভিযোগ হয়েছে। আমি বিচার চাই।

অপর দিকে প্রতিবেদক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সিদ্দিকি রনির সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া সম্ভব হয় নিন।

এব্যাপারে রংপুর মেট্রো কোতয়ালী থানার ইনচার্জ ওসি আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

Developed By BanglaHost