Author: sattersangbad24

  • রাষ্ট্রপতিকে নিয়ে অসত্য বক্তব্য সংসদে নিষিদ্ধ কর্মচারী আতর আলী

    রাষ্ট্রপতিকে নিয়ে অসত্য বক্তব্য সংসদে নিষিদ্ধ কর্মচারী আতর আলী

    রাষ্ট্রপতিকে নিয়ে অসত্য বক্তব্য সংসদে নিষিদ্ধ কর্মচারী আতর আলী

    ডেক্স সংবাদঃরাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে সংসদ সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আতর আলীকে। একই সঙ্গে তাকে সংসদ ভবন এলাকায় নিষিদ্ধও করা হয়েছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে নিয়ে অসত্য বক্তব্য দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আতর আলী নিজেও কারণ দর্শানোর নোটিশ এবং সংসদ এলাকায় নিষিদ্ধ করার বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। ইতোমধ্যে শোকজের জবাব দিয়েছেন বলেও জানান তিনি।

    গত ৬ সেপ্টেম্বর সংসদের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে আতর আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আপনি রাষ্ট্রপতি সম্পর্কে অসত্য বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপতি সম্পর্কে প্রকাশ্যে কোনও অসত্য বক্তব্য প্রদান দেশের সংবিধান পরিপন্থী। যেহেতু আপনি রাষ্ট্রপতি সম্পর্কে অসত্য বক্তব্য প্রদান করেছেন ও যেহেতু আপনার উপরোক্ত আচরণ একজন সরকারি কর্মচারীদের জন্য অশোভনীয় আচরণ এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা পরিপন্থী, তাই আপনাকে কেন যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না সে বিষয়ে এ নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এ বিষয়ে মো. আতর আলী বলেন, ওই বক্তব্য দেওয়ার কারণে আমাকে সংসদ এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু আমাকে যেতে নিষেধ করা হয়ে গেছে এজন্য আমি এখন আর সংসদ সচিবালয় যাই না। তবে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরদিনই আমি জবাব দিয়েছি।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সংসদের শপথ কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। কর্মচারীদের পক্ষ থেকে আতর আলী বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার থাকার সময় এ ধরনের অনুষ্ঠান হয়নি। এছাড়া তিনি আরও কিছু নেতিবাচক বক্তব্য রাখেন।

    সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, আতর আলী চতুর্থ শ্রেণির কর্মচারী হয়েও সংসদ সচিবালয়ে খুবই প্রভাবশালী। তিনি সংসদ সচিবালয়ের সংসদ নেতার দফতরে কাজ করেন।

  • লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    • লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী পারাবত-১১ লঞ্চের কেবিন থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) সকা‌লে বরিশাল নদীবন্দরে নোঙর করা লঞ্চটির তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, র‌বিবার পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসে।
    সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যায়। পরে লঞ্চের কর্মচারীরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনে যাত্রীর লাশ দে‌খে পুলিশকে জানান।

    পরে পুলিশ গিয়ে কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    ওসি আরো বলেন, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে অন্য কেউ ছিলেন। তাই সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে বলে জানানো হয়। তারা মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।

  • মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

    মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

    মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত হলে সুস্থতা কামনা 

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা তিনি গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তিনি রক্তের নমুনা সংগ্রহের পর কোভিড-১৯ (করোনা) পজিটিভ আসে। এর আগে সকল ডাক্তার, নার্স,ষ্টাফ রক্তের নমূনা দিলে করোনা পরীক্ষায় একজন ডাক্তার ছাড়া সকলের নেগেটিভ রিপোর্ট আসে।

    সম্প্রতি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে তারা দ্বায়িত্ব পালন করছেন।

    সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা ও পৌরসভা এলাকায় করোনা মুক্ত রাখতে প্রতিনিয়ত জনগণের সাথে তিনি করতে চলছেন। তিনি আরো জানান,
    করোনা মহামারিতে করোনা আক্রান্ত রোগিসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রতিদিন শত শত রোগীদের স্বাস্থসেবা দিতে হচ্ছে। আবার সকাল থেকে দুপুর পর্যন্ত শতশত রোগিদের আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
    সকল চিকিৎসকের উপস্থিতে সাভারকে করোনা মুক্ত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে।
    যে কারণে আমাদের মত চিকিৎসকরা করোনা আক্রান্ত হবে এটা স্বাভাবিক ব্যাপার। এই ত্যাগটুকু স্বীকার না করলে দেশ ও জনগণের সেবা করা যাবে না। তিনি করোনা মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক ও আনন্দটি, দৈনিক আজকের সত্যের আলো পত্রিকা, বাংলার চোখের সাংবাদিক শেখ এ কে আজাদ করোনা থেকে মক্তির জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদার আল্লাহপাকের নিকট তার সুস্থতা কামনা করেছেন,আরো সুস্থতা কামনা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের কর্তৃপক্ষ।

  • কোরআনপাকে নারীর ১০ বৈশিষ্ট্যের তাৎপর্য

    কোরআনপাকে নারীর ১০ বৈশিষ্ট্যের তাৎপর্য

    কোরআনপাকে নারীর ১০ বৈশিষ্ট্যের তাৎপর্য

    পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে। আল্লাহ নারীবাচক বিভিন্ন শব্দ ও গুণাবলির দ্বারা তাদের উল্লেখ করেছেন। যেমন—কন্যা, স্ত্রী, বোন, মা, নারী, যুবতি, মুমিনা, মুসলিমা ইত্যাদি। এতে যেমন নারীদের সামগ্রিক আলোচনা এসেছে, তেমনি কয়েকজন মহীয়সী নারীর প্রশংসামূলক বর্ণনাও এসেছে। এসেছে পাপী নারী ও তার পরিণতির কথাও। কোরআনে নারী আলোচনা যেভাবেই আসুক না কেন, তা অবশ্যই মানবজাতির জন্য শিক্ষণীয়। নিম্নে কোরআনে বর্ণিত নারীর ১০টি বৈশিষ্ট্য তুলে ধরা হলো।

    চারিত্রিক পবিত্রতা

    অশ্লীলতা, অনৈতিকতা ও অমার্জিত আচার-আচরণ থেকে বেঁচে থাকা। নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ তাদের সংযত চলাফেরা, দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘মুমিন নারীকে বলুন, তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে।’ (সুরা : নুর, আয়াত : ৩১)

    আল্লাহ শুধু নারীদের সাধ্বী হওয়ার নির্দেশ দেননি; বরং সাধ্বী নারীর সপ্রশংস উল্লেখও করেছেন। ইরশাদ হয়েছে, ‘ইমরানের কন্যা মারইয়াম—যে তার লজ্জাস্থান হেফাজত করেছে।’ (সুরা : তাহরিম, আয়াত : ১২)

    লজ্জা ও শালীনতা

    লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে। শালীনতা মুমিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি, যা তার পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায়। পবিত্র কোরআনে আল্লাহ একজন নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেছেন, ‘তখন নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো।’ (সুরা : কাসাস, আয়াত : ২৫)

    অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘… তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের জন্য সজোরে পা না ফেলে। হে মুমিনরা! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। যেন তোমরা সফল হও।’ (সুরা : নুর, আয়াত : ৩১)

    সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না, যা তার ব্যক্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং যা মানুষকে পাপে উদ্বুদ্ব করে।

     

    স্বামীর আনুগত্য ও আত্মত্যাগ

    ইসলামী পারিবারিক ব্যবস্থায় স্বামী পরিবারপ্রধান। পরিবারের ভালো-মন্দ প্রধানত তার ওপর বর্তায়। তাই ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরিয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর আনুগত্য করতে এবং সুখে-দুঃখে তার পাশে থেকে সাহস জোগাতে বলেছে। কোরআনে আল্লাহ আইয়ুব (আ.)-এর স্ত্রীর প্রশংসা করেছেন—যিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন। ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে। আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। এই তো গোসলের সুশীতল পানি ও পানীয়। আমি তাকে দান করেছিলাম তাঁর পরিজনবর্গ ও তাদের মতো আরো, আমার অনুগ্রহস্বরূপ এবং বোধসম্পন্ন মানুষের জন্য উপদেশস্বরূপ।’ (সুরা : সাদ, আয়াত : ৪১-৪৩)

     

    ঈর্ষা

    আত্মমর্যাদা বোধ মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। নারী-পুরুষ সবার ভেতর তা থাকে। তবে নারীর ভেতর তা আরো প্রবল হয়। যদিও তা অনেক সময় ঈর্ষা ও আত্মচিন্তারূপে প্রকাশ পায় এবং নারীকে ভুল পথে পরিচালিত করে। মহানবী (সা.)-এর কয়েকজন স্ত্রী এই প্রবণতার শিকার হলে আল্লাহ তাঁদের সতর্ক করে বলেন, ‘স্মরণ করো—নবী তাঁর স্ত্রীদের একজনকে গোপন একটি কথা বলেছিলেন। অতঃপর যে যখন তা অন্যকে বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন, তখন নবী এই ব্যাপারে কিছু ব্যক্ত করলেন এবং কিছু অব্যক্ত রাখলেন। যখন নবী তা সেই স্ত্রীকে জানালেন, তখন সে বলল, আপনাকে এটা কে অবহিত করল। নবী বললেন, আমাকে অবহিত করেছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সম্যক অবগত।’ (সুরা : তাহরিম, আয়াত : ৩)

     

    মার্জিত ভাষা

    আল্লাহ কোরআনে নারীদের মার্জিত ভাষা ব্যবহার করতে বলেছেন। যা অস্পষ্টতা, জড়তা ও পাপের ইঙ্গিতবহ হবে না। ইরশাদ হয়েছে, ‘তোমরা ন্যায়সংগতভাবে কথা বলো।’ (সুরা : আহজাব, আয়াত : ৩২)

    আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এই আয়াতে ব্যবহৃত ‘কাওলাম-মারুফা’-এর ব্যাখ্যায় বলেছেন, ‘নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে, যা শরিয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না।’ (তাফসিরে কুরতুবি)

    আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, ‘নারীরা সুন্দর, মার্জিত ও কল্যাণবহ কথা বলবে।’ (তাফসিরে ইবনে কাসির)

     

    জাত্যভিমান

    বহু নারী নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ ভাবতে পছন্দ করে। এমনকি নিজের ও নিজ পরিবারের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। কোরআনে এমন অহঙ্কারের ব্যাপারে নারীকে সতর্ক করা হয়েছে। মহানবী (সা.) জয়নব বিনতে জাহাস (রা.)-কে জায়েদ বিন হারিসা (রা.)-এর সঙ্গে বিয়ে দিতে চাইলে তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন। কেননা তিনি ছিলেন কুরাইশ বংশের আর জায়েদ (রা.) আগে দাস ছিলেন। এই জাত্যভিমানের ব্যাপারে ইরশাদ হয়, ‘আল্লাহ ও তাঁর রাসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ ও তাঁর রাসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৬)

     

    মোহনীয় বাকভঙ্গি

    নারীর রূপ, ভঙ্গি ও কথার মোহময়তা সর্বজনবিদিত। রূপের মতো কথার মায়াজালেও সে আটকাতে পারে পুরুষকে। দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কথায়। পবিত্র কোরআনে নারীর কথার জাদুময়তার প্রতি ইঙ্গিত রয়েছে। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে তোমরা পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়।’ (সুরা : আহজাব, আয়াত : ৩২)

    কোরআনের ব্যাখ্যাকারগণ এই আয়াত উদ্ধৃত করে বলেন, কথার এই কোমলতা ও মোহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ। যা তার স্বামী ও আপনজনের জন্য যেমন প্রশংসনীয়, তেমনি দুর্বল ঈমানের পুরুষ—যার প্রলুব্ধ হওয়ার ভয় আছে তার সামনে তা প্রকাশ করা নিন্দনীয়। (তাফসিরে ইবনে কাসির ও তাফসিরে তাবারি)

     

     

    জিহ্বার ব্যাধি

    ইমাম গাজ্জালি (রহ.) মানুষের জবান বা কথার ১৪টি ব্যাধি উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে অর্থহীন কথা, পরচর্চা, পরনিন্দা, রুক্ষতা, অশ্লীলতা, ঝগড়া-বিবাদ, অভিশাপ, ঠাট্টা-বিদ্রুপ, উপহাস, গোপনীয়তা প্রকাশ, মিথ্যা কথা ও মিথ্যা আশ্বাস ইত্যাদি। (ইহইয়াউ উলুমিদ্দিন, পৃষ্ঠা ১০৪)। এর কোনো কোনোটি নারীর ভেতর বেশি পাওয়া যায়, আবার কোনো কোনোটি পুরুষের ভেতর। তাই আল্লাহ পুরুষের সঙ্গে সঙ্গে নারীকেও এসব ব্যাধির ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, ‘কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারিণীর চেয়ে উত্তম হতে পারে।’ (সুরা : হুজরাত, আয়াত : ১১)

     

    দ্বিন পালনে পুরুষের সহযোগী

    দ্বিন পালন এবং সমাজে দ্বিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দ্বিনের ব্যাপারে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সত্কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা : তাওবা, আয়াত : ৭১)

     

    পুরুষের মানসিক আশ্রয়

    বাহ্যত পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহর নিদর্শন হলো—তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে।’ (সুরা : রোম, আয়াত : ২১)

    আয়াতে ব্যবহৃত ‘যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও’ বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

  • ওমানে বাংলাদেশির মৃত্যু, মৃতের লাশ পেতে সাভারে ভাকুর্তার কামালের পরিবার

    ওমানে বাংলাদেশির মৃত্যু, মৃতের লাশ পেতে সাভারে ভাকুর্তার কামালের পরিবার

    ওমানে বাংলাদেশির মৃত্যু, মৃতের লাশ পেতে সাভারে ভাকুর্তার কামালের পরিবার

    নিজস্ব প্রতিবেদক,সাভারঃ
    সাভারের হৃদয়বিদারক ঘটনা: ঢাকার সাভারে ভাকুর্তা ইয়নিয়নের ফিরিঙ্গি কান্দা গ্রামের বাসিন্দা মৃত শুকুর আলীর ছেলে ওমান প্রবাসী কামাল হোসেন মারা গেছেন।

    গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ২ টায় ওমানেই মারা যান তিনি।

    পরিবারকে এটা নিশ্চিত করেন তার স্ত্রীর ওমান প্রবাসী ছোট ভাই কামাল আহমেদ ।

    পরিবারের সদস্যরা জানান সেদিন বাংলাদেশ সময় রাত ১২ টায় মা জাহানারা বেগম ও স্ত্রী হালিমা বেগমের সাথে কথা বলেন কামাল হোসেন । পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে অনেক ডাকা ডাকি করলেও কোন সারা শব্দ পাওয়া যায় নি ।পড়ে দরজা ভেঙ্গে দেখা যায় তিনি মারা গেছেন । রুমে একাই থাকতেন কামাল হোসেন ।

    উল্লেখ্য, গত ১০ মাস আগে জীবিকার তাগিদে কর্মের উদ্দেশে ওমান প্রবাসে পারি জমান তিনি।

    কামাল হোসেনের পরিবারের মোট ৪ জন সদস্য আছেন । তার মধ্যে মা জাহানারা বেগম,স্ত্রী হালিমা বেগম,মেয়ে আমেনা আক্তার,ছেলে সালাউদ্দিন ।

    গত ৭ দিন অতিবাহিত হলেও লাশ দেশে আসার কোনো প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। লাশের শেষ দেখা পরিবার পাবে কিনা সেই শঙ্কায় আর্তনাতে দিনাতিপাত করছে পরিবারের সদস্যরা।

    ছেলের কথা জানতে চাইলেই মা জাহানারা বেগম কেদে উঠে বিলাপ করতে থাকেন তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার মানিকরে আমার কাছে এনে দেন । আল্লাহ আপনার মঙ্গল করবে । আমি আর সইতে পারছি না । কামালের বাবার ইচ্ছা ছিল আমাদের পরিবারের কেও মারা গেলে দাফন তার পাশেই হবে।আমি কিচ্ছু চাইনা শুধু আমার মানিক রে শেষ বারের মত দেখতে চাই ।

    স্ত্রী হালিমা বেগমের কাছে জানতে চাইলে, স্বামীর লাশের মুখ দেখার অপেক্ষায় আছি ।ওইদিন রাতে আমি আমার স্বামীর সাথে কথা বলেছি । আল্লাহ আমাদের কি পরীক্ষায় ফেলে দিলেন । বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েন । ঘণ্টা খানেক পর জ্ঞান ফিরলেও প্রতিবেদক কে তিনি আর কিছু জানাতে পারেনি ।শুধু বিলাপ করতে থাকেন আর ইশারায় বুঝানোর চেষ্টা করছিলেন স্বামীকে দেশে আনার ব্যাবস্থা করেন।

    সদ্যপ্রয়াত ওমান প্রবাসী কামাল হোসেনের বড় মেয়ে আমেনা আক্তার বলেন, আমার বাবা দশ মাস আগে আমাদের ভিটাবাড়ি সহায়-সম্বল বন্ধক রেখে আমাদের পরিবারের স্বচ্ছলতা আনতে ওমানে পাড়ি জমান । কিন্তু সেই আর হলোনা এখন বাবার লাশ পাব কিনা সেই ধোঁয়াশায় কাটছে না । মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার কাছে একটাই অনুরোধ আমার বাবার লাশ শেষবারের মতো আমাদের দেখতে দিন ।

    দেশবাসী ও প্রবাসে থাকা মানবিক মানুষদের সহায়তাও চান তিনি ।

    প্রতিবেশী মরিয়ম বেগম জানান, কামালের পরিবারটি অনেক অসচ্ছল । ভাঙ্গা চালায় তাদের বসবাস । পরিবারে সচ্ছলতা ফেরাতে ওমানে যায় কামাল। ভাগ্যের নির্মম পরিহাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিও আজ চলে গেলো ।এদের দেখার আর কেও রইল না ।তার লাশ দেশে আনবে এমন কেও নেই। সংশ্লিষ্ট সবাই যদি সহযোগিতা করে তাহলেই সম্ভব তার লাশ দেশে এনে দাফন করা অন্যথায় শেষ দেখাটাও অনিশ্চিত ।

    প্রতিবেদকের সাথে কামাল হোসেনের গ্রামের বাড়িতে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন ‘প্রবাসী অধিকার পরিষদ’প্রতিনিধি দলের দেখা হয়। তাদের মধ্যে ছিলেন, শফিকুল ইসলাম, জুবায়ের হোসেন, রিয়াজ আহমেদ, ইমরান হোসেন, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন, বাদশা আকবর ও কাউসার মৃধা রাজিব প্রমুখ ।
    এ সময় দলের নেতৃত্ব দেন সফিকুল ইসলাম ।

    তিনি জানান,প্রবাসী মরহুম কামালের লাশ দেশে আনতে প্রচেষ্টা চালাচ্ছে প্রবাসী অধিকার পরিষদ। আমাদের সংগঠনের ওমানে থাকা সমন্বয়ক মোহাম্মদ আল মাসুম এটা নিশ্চিত করেছেন। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশেই কামাল হোসেনের শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর রাখছি কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। আগামীতেও সাধ্যমত পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করছি। সেই সাথে সরকার কে পরিবারের পাসে দাড়ানোর আহ্বান জানাচ্ছি ।

    স্থানীয় জনপ্রতিনিধি ও ভাকুর্তা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলায়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রতিবেদক কে জানান, লোক মুখে শুনেছি আমার প্রতিবেশী কামাল বিদেশে মারা গেছেন । আমার পক্ষ থেকে পরিবারকে সার্বিক সহযোগিতা করবো।

    তিনি আরও জানান, পরিবারের সাথে লাশের শেষ দেখা হোক সেই প্রত্যাশা আমাদের সবার ।

     

  • হালুয়াঘাটে সুমীর বিভিন্ন অপকর্ম ফাঁস! শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    হালুয়াঘাটে সুমীর বিভিন্ন অপকর্ম ফাঁস! শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    হালুয়াঘাটে সুমীর বিভিন্ন অপকর্ম ফাঁস! শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    সত্যোরসংবাদ ডেক্সঃ পুরো নাম সুজিয়া আক্তার সুমী (৪৫)! ডাক নাম সুমী। সুমী নামেই পরিচিত সকলের কাছে। নিজেকে কখনো র‌্যাবের সোর্স, কখনো ডিবি বা পুলিশের সোর্স দাবী করে দাপিয়ে বেড়ান উপজেলা থেকে আরেক উপজেলায়। অভিযোগ রয়েছে বিভিন্ন জেলায় অপরাধ তালাশ টিমের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তার সাথে রয়েছে বেশ কিছু সহযোগী।ধারা বাজারের আমির হামজা স্বাধীন, মফিজুল ইসলাম, উজ্জ্বল চৌধুরী, মোবারকসহ আরেকটি সংঘবদ্ধ চক্র। কখনো মানবাধিকার কর্মী, কখনো অপরাধ তালাশ টিমের সদস্য বা সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনার জাল পাতেন এই নারী। নানান সময়ে নানান পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে সকল অপকর্ম বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের শত শত ভুক্তভোগী। বৃহস্পতিবার বিকেলে সোয়ারিকান্দা ও বাহিরশিমুল বাজারে পৃথক পৃথক স্থানে বাহিরশিমুল , সোয়ারিকান্দা, দড়িপাড়া, চারআনী পাড়া, বিষমপুর, চকেরকান্দা ও আমতৈল গ্রামের কয়েকশত নারী,পুরুষ, শিশুর অংশ গ্রহণে উক্ত প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, সুমীর বিরুদ্ধে চাঁদাবাজীসহ নানান অভিযোগ রয়েছে। এমন কোন অপকর্ম নেই যা সুমী করেনা। শেষ পর্যন্ত অতিষ্ট হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছেন কয়েক গ্রামের বাসিন্দারা।পাশাপাশি সুমীর যাবতীয় অপকর্ম বন্ধের দাবী ভুক্তভোগীদের।সোয়ারীকান্দা গ্রামের মেজবুল হাসান তালুকদার (৫৫) বলেন, সুমী দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষকে হয়রানী করে আসছে। ডিবি-র্যা ব-পুলিশের সোর্স পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে চাঁদাবাজী করে যাচ্ছেন এই বিতর্কিত নারী। মামলার হুমকী, বিপদে ফেলানোর ভয় দেখিয়ে ব্লাকমিল করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। উপর মহলের অনেকের সাথে তার সু’সম্পর্ক রয়েছে এমন দাবী সুজিয়া আক্তার সুমীর। বিনীময়ে চাঁদাবাজীসহ নানা সুবিধা লুটে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।এমনি শতাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। একই গ্রামের সেলিম (৫৮), রকিবুল ইসলাম (৪৫), মোনায়েম (৪২) বলেন, পুলিশের হুমকী ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করা তার পেশা।স্থানীয়দের দাবী, সুজিয়া আক্তার সুমী অসামাজিক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ।অশ্লীল পোশাক পড়ে দিনে রাতে চলাচল করে। উঠতি বয়সী ছেলেদের সাথে রয়েছে তার চলাফেরা। মানববন্ধনে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর কাছে সকল অপকর্ম বন্ধের জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। সুমী’র অপকর্ম বিষয় নিয়ে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এই বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসী এমনকি ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিবো।

  • ধামরাইয়ের যাদবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

    ধামরাইয়ের যাদবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

    ধামরাইয়ের যাদবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক-

    ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে নিজ বাড়ির শয়ণ কক্ষ থেকে জুলেখা আক্তার শিখা (২৫) নামে এক গৃহ বধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত জুলেখা আক্তার শিখার স্বামী মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার ১১ই সেপ্টেম্বর সকালে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
    নিহত জুলেখা আক্তার শিখা ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন এর উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। নিহত শিখার বাপের বাড়ি সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের গোয়াল বাড়ি এলাকায়।
    পুলিশ জানায়- গত বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় স্বামী মেহেদী হাসানের। এ’সময় স্ত্রী জুলেখা আক্তার শিখার গলায় ওড়না পেঁচানো অবস্থায় কক্ষের ভিতরে ফাইল কেবিনেটের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে মেহেদী হাসানের ডাক-চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্য সদস্যরা গৃহবধূকে মৃত দেখতে পায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ সকাল ৭ ঘটিকার সময় নিহতের মরদেহ উদ্ধার করে।
    এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক মোঃ আজাহারুল ইসলাম বলেন- নিহত গৃহবধূ জুলেখা আক্তার শিখার পরিবারের অভিযোগ থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেন করার জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় নিহতের স্বামী মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এ’ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • Untitled post 5879

    শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক-

    গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর সোহাগ নামের এক জনের মৃত্যু হয়েছে।

    ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ পূর্ব পাশে শ্রীপুর-গোসিঙ্গা রোডে এ দূর্ঘটনা ঘটে।

    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত সোহাগ উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর বড়টেক এলাকার বিপ্লবের ছেলে। তিনি টেলিফোন অপারেটর এয়ারটেলে ডিএসআর পদে চাকুরী করতো।

    স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে সহকর্মী মেহেদীর মোটরসাইকেলে চড়ে গোসিংগা থেকে মাওনায় কর্মস্থলে যাচ্ছিলেন সোহাগ। মেহেদী দ্রুতগতিতে ড্রাম ট্রাককে অভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে রায়। এতে সোহাগ মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের চালকের আসনে থাকা মেহেদীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়েছে।

    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে বিএমএসএফ’র বৈদেশিক শাখাসহ ইতালি বাংলা প্রেস ক্লাব

    সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে বিএমএসএফ’র বৈদেশিক শাখাসহ ইতালি বাংলা প্রেস ক্লাব

    সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে বিএমএসএফ’র বৈদেশিক শাখাসহ ইতালি বাংলা প্রেস ক্লাব

    ইতালি প্রতিনিধি:
    বিতর্কিত ওসি প্রদীপ কতৃক নির্যাতন,মামলা হামলার শিকার ক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে দাড়িয়েছে ইতালি বাংলা প্রেস ক্লাব। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নিলে তাতে সাড়া দেয় বিএমএসএফ’র বৈদেশিক শাখাসহ ইতালি বাংলা প্রেস ক্লাব।

    সাংবাদিক ফরিদুল মোস্তফা পুলিশি নির্যাতনে আজ গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য ইতালি বাংলা প্রেস ক্লাব রোম প্রবাসী কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও নিজেদের সমন্বয়ে ৩৫ হাজার টাকা সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকাৎসার জন্য পাঠান।

    ফান্ড সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন,সহ সভাপতি আফজাল হোসেন রোমান,যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। প্রেস ক্লাবের আহবানে আর্থিক সহায়তা করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু,বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মুনসুর আহমেদ শিপু,
    ফাষ্ট সিকিউরিটি মানি এক্সচেঞ্চ কোম্পানি এসআরএল ইতালি,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাতেন,ইতালি যুবলীগ নেতা ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি,আওয়ামী লীগ নেতা ইকবাল ঢালী,নিউ প্রাইম সার্ভিস।

    ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন বলেন আমাদের ইচ্ছা ছিল বড় একটি অংক নিয়ে তার পাশে দাঁড়াবো। তবে করোনা কালে ব্যাপক ভাবে সম্ভব হয়নি। যতটুকু পেরেছি করেছি। তবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।ইতালি বাংলা প্রেস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

    এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুল রুখে দাঁড়াতে হবে সে ক্ষেত্রে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

  • করোনায় আক্রান্ত হয়ে ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার আর নেই

    করোনায় আক্রান্ত হয়ে ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার আর নেই

    করোনায় আক্রান্ত হয়ে ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার আর নেই

    করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার (ইন্না লিল্লাহে … রাজেউন)।গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের এই কৃতিসন্তান করোনা আক্রান্ত হয়ে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেন।
    বৃহস্পতিবার বিকাল ৪টায় বুয়েটে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।

    ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার খসরু লাবলু এই তথ্য নিশ্চিত করেন।

    ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকারের জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি