শ্রীপুরে পুকুর থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় বহেরারচালা গ্রামের একটি পুকুরে ফায়ার সার্ভিসেরর ডুবুরি দল তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধার করেন।
৩০ আগস্ট রোববার সকালে নাজমুল ইসলাম নামের আরেকজনের লাশও ওই পুকুরে ভেসে ওঠে।
দুই শিক্ষার্থী হলেন- বহেরারচালা গ্রামের তরিকুল ইসলাম দুলালের ছেলে তাওহিদুস সাইফ (১৭) ও পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার মাঝিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. নাজমুল ইসলাম (৮)।
তাওহিদুস সাইফ এ বছর এসএসসি পরীক্ষায় স্থানীয় শাহীন ক্যাডেট স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। আর নাজমুল ইসলাম স্থানীয় বহেরারচালা আব্দুল মালেক কিন্ডার গার্টেনের ছাত্র।
নাজমুল বাবা-মায়ের সঙ্গে বহেরারচালা গ্রামে ভাড়া বাসায় থাকত। তার বাবা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
সাইফের চাচা মাসুদুল হাসান জালাল জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় সাইফ। এ সময় তার সঙ্গে নাজমুলও ছিল। বিকেল পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে স্থানীয় পুকুর পাড়ে সাইফের চশমা, গেঞ্জি ও স্যান্ডেল পাওয়া যায়। ডুবুরিরা এসে পুকুর থেকে সাইফের লাশ উদ্ধার করে। আর রোববার সকালে নাজমুলের লাশও ওই পুকুরে ভেসে ওঠে।
নিহত সাইফের চাচা মাসুদুল হাসান জালাল জানান, শনিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় সাইফ (১৭) ও নাজমুল (৮) হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা প্রায় ২৪/২৫ ফুট গভীর ওই পুকুরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল রাত সাড়ে ৮টায় পুকুর হতে সাইফের লাশ উদ্ধার করে।
আর রোববার সকালে নাজমুলের লাশও ওই পুকুরে ভেসে ওঠে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। কেউ কোনো অভিযোগ দেয়নি।
Leave a Reply