Blog

  • সাভারে ৩ টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর

    সাভারে ৩ টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,সাভার আঞ্চলিক শাখার উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর-২০২২ সকাল ১০ টা থেকে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাভার মডেল কলেজ,আক্রান হাই স্কুল,হাজী হামিদ ভূইয়া স্কুল এন্ড কলেজসহ
    মোট ৩টি কেন্দ্রে একযোগ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে ১৮৭১ জন ৪৭টি স্কুলের শিক্ষার্থী এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,সাভার আঞ্চলিক শাখার সহ-সভাপতি লুৎফর রহমান খান এবং কেন্দ্রীয় সহ
    শিক্ষা সচিব এম এ রোহিত।

  • ফুটবল-বিশ্বকাপ: উরুগুয়েকে হারিয়ে প্রতিশোধ নেবার সুযোগ হাতছাড়া করতে চায়না পর্তুগাল 

    ফুটবল-বিশ্বকাপ: উরুগুয়েকে হারিয়ে প্রতিশোধ নেবার সুযোগ হাতছাড়া করতে চায়না পর্তুগাল 

    সত্যেরসংবাদ ডেস্কঃ  সোমবার উরুগুয়ে বিপক্ষে গ্রুপ-এইচ’এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ী হতে পারলেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের এক ম্যাচ হাতে রেখে ২০২২ কাতার বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত হবে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬’তে উরুগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল পর্তুগাল।

    ফার্নান্দো সান্দোসের পর্তুগাল  আফ্রিকান ঘানার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ৩-২ গোলের উজ্জীবিত জয় দিয়ে বিশ^কাপের যাত্রা শুরু করেছে। অন্যদিকে উরুগুয়ে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার সাথে গোলশুন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
    ঘানার সাথে পর্তুগালের হয়ে পেনাল্টিতে প্রথম গোলটি করে পাঁচ বিশ^কাপে গোল করার বিরল এক কৃতিত্ব গড়েছেন রোনাল্ডো। ম্যাচের অনেকটা সময় জুড়েই পর্তুগাল ৩-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু ওসমান বুকারির ৮৯ মিনিটের গোলে হঠাৎ করেই আফ্রিকান জায়ান্টরা ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। শেষ মুহূর্তে ইনাকি উইলিয়ামস ঘানাকে সমতায় ফেরানোর দারুন এক সুযোগ পেয়েছিলেন। পেনাল্টি বক্সে পর্তুগীজ গোলরক্ষক দিয়েগো কস্তার কাছ থেকে চতুরতার সাথে বল ছিনিয়ে নিয়েও পড়ে গেলে গোল আদায় করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত সান্তোসের দল স্বস্তিদায়ক তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। কাল জয়ী হতে পারলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচটি পর্তুগালের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াবে। আর এই সুযোগটা কোনভাবেই হাতছাড়া করতে চায়না রোনাল্ডো বাহিনী।
    ২০০৬ সালের পর থেকে বিশ^কাপের শেষ ১৬ পার করতে পারেনি পর্তুগীজরা। এই গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলে গ্রুপ-জি’র রানার্স-আপদের সাথে তাদের খেলতে হবে। দলটি হতে পারে ব্রাজিল, সুইজার‌্যলান্ড, ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে যেকোন একটি দল।
    চার বছর আগে উরুগুয়ে ও পর্তুগাল একে অপরের সাথে শেষ ১৬’তে খেলেছে। অভিজ্ঞ তারকা এডিনসন কাভানির জোড়া গোল করে  উরুগুয়ে পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করে শেষ আটে গিয়েছিল। সে কারনে পর্তুগালের সামনে চার বছর আগের পরাজয়ের মধুর প্রতিশোধ নেবার সুযোগও এসেছে। কাতারে অবশ্য কোন দলের দিকেই ফেবারিটের কাটা দেখা যাচ্ছেনা।
    দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে উরুগুয়ের হয়ে দিয়েগো গোডিন ও ফেডেরিকো ভালভার্দে পোস্টে বল না লাগালে ম্যাচের ভাগ্য হয়তো ভিন্ন হতে পারতো। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশুন্য ড্র হয়। দিয়েগো আলোনসোর দল কখনই বিশ^কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় হয়নি কিংবা পরের রাউন্ডের জন্য অবস্থান নিশ্চিত করতে পারেনি। কিন্তু পর্তুগালের বিরুদ্ধে পরাজিত হলে ঘানার সাথে শেষ ম্যাচের আগে বেশ বিপদেই থাকবে উরুগুয়ে।
    প্রথম বিশ^কাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে ১৯৫০ সালে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছিল। সর্বশেষ তিনটি বিশ^কাপেও তারা ইতিবাচক ফলাফল নিয়েই বাড়ি ফিরেছে। ২০১০ সালে চতুর্থ হবার পর ২০১৬ বিশ^কাপে শেষ ১৬ ও চার বছর আগে রাশিয়ায় কোয়ার্টার ফাইনালে খেলেছে দক্ষিণ আমেরিকান দলটি। বিশ^কাপে পরের রাউন্ডে খেলার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ লা সেলেস্তেদের। আর সেই অভিজ্ঞতাই এবার একটু আগে ভাগে কাজে লাগাতে চায় উরুগুয়ে।
    এর আগে তিন বার পর্তুগালের মোকাবেলা করেছে দক্ষিণ আমেরিকান দলটি। এর মধ্যে সর্বশেষটি ছিল চার বছর আগে বিশ^কাপের শেষ ১৬’তে। কাতার বিশ^কাপের দলেও উরুগুয়ে অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছে। গোডিন, মার্টিন কাসেরেস, কাভানি ও লুইস সুয়ারেজের কাঁধে ভর করে আরো একবার শেষ ১৬’তে যাওয়াই এখন তাদের সামনে মূল চ্যালেঞ্জ।
    ঘানা ম্যাচের পর পর্তুগাল শিবিরে কোন ইনজুরির খবর পাওয়া যায়নি। কিন্তু প্রধান কোচ সান্তোস পরের ম্যাচে দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। প্রথম ম্যাচে ৫৬ মিনিটে উইলিয়াম কারভালহো যখন মাঠ নেমেছিলেন তখন মধ্যমাঠ যেন আরো বেশী সড়ব হয়ে উঠে। সে কারনেই কালকের ম্যাচে ইউরোপীয়ান দলটির মধ্যমাঠ সামলানোর দায়িত্ব ওটাভিওর থেকে কালভালহোর ওপর চলে আসতে পারে। বেঞ্চ থেকে উঠে এসে রাফয়েল লিয়াও গোল করেছেন। কিন্তু তার বদলী বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশী। রোনাল্ডোকে সহযোগিতা করতে ব্রুনো ফার্নান্দেস ও হুয়াও ফেলিক্সই মূল দলে থাকছেন। রক্ষনভাগে দিয়োগো ডালট মূল একাদশে ফিরতে পারেন। লেফট-ব্যাক হিসেবে হুয়ায় ক্যান্সেলোই থাকবেন।
    উরুগুয়ে শিবিরে এখনো রোনাল্ড আরাউজোর ফিটনেস সংকট কাটেনি। সেপ্টেম্বরের মাঝামাঝিতে উরুর অস্ত্রোপচার থেকে সেড়ে উঠে এখনো দলে ফিরতে পারেননি এই সেন্টার-ব্যাক। বার্সেলোনার এই ডিফেন্ডারের দ্বিতীয় ম্যাচেও না থাকা প্রায় নিশ্চিত। সে কারনে রক্ষনভাগে গুডিস, হোসে জিমিনেজ ও মাথিয়াস অলিভেরার সাথে কাসেরাস খেলবেন। মধ্যমাঠে যথারীতি থাকছেন মাটিয়াস ভেকিনো, ভালভার্দে ও রডরিগো বেনটানকার। ৩৫ বছর বয়সী সুয়ারেজের ফিটনেস কালকের ম্যাচের আগে আরো একবার পরীক্ষা করা হবে।

  • আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৩,অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!

    আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৩,অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!

    মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৩অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!

    https://aachighschool.net/?page_id=3212

    এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে

  • আজ ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

    আজ ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

    আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

    সত্যেরসংবাদ ডেস্কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।

    সোমবার দুপুর ১২টায় নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
    এর আগে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক মো:আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboard.gov.bd –ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক্ট শীট ডাউনলোড করা যাবে।  আবার www.educationboardresults   ওয়েবসাইটে ক্লিক করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর,পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানতে পারবেন।
    এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে । উদাহরণ স্বরূপ বলা যেতে পারেÑ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA ১২৩৪৫৬ ২০২২ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
    উল্লেখ্য, চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

  • বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল

    বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল

     বিএনপিকে আগুন সন্ত্রাসের ব্যাপারে হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

    তিনি বলেন, ‘ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।’
    ওবায়দুল কাদের আজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনকালে প্রদত্ত বক্তব্যে এসব কথা বলেন।
    বিএনপি একটি সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছ। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও।
    রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ নয় উল্লেখ করে তিনি বলেন,  মানুষকে ধোঁকা দেয়ার সময় শেষ।
    তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে।
    তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।
    বিএনপির কুমিল্লার সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লার সমাবেশে কোথায় গেল হাঁকডাক, জনগণের উপস্থিতি ছিল খরা, কোথায় গেল ¯্রােত আর ঢল! ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।’
    তিনি পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত লাখো জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপির দুঃশাসন, অপকর্ম, ভোটচুরি, হাওয়া ভবন ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।
    পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।
    এছাড়া আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আমিরুল ইসলাম মিলন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য আনিছুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • কানাডাকে হারিয়ে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

    কানাডাকে হারিয়ে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

    কানাডাকে হারিয়ে কাতার বিশ^কাপের শেষ ষোলোর দৌড়ে ভালোভাবে টিকে থাকলো বর্তমান রানার্স-আপ ক্রোয়েশিয়া।এফ গ্রুপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচের জোড়া গোলে ক্রোয়েশিয়া ৪-১ গোলে হারিয়েছে কানাডাকে। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে গোলশূন্য ড্র করেছিলো ক্রোয়েশিয়া।

    আজকের ম্যাচ শেষে গ্রুপে ২টি করে ম্যাচ শেষে ৪ করে পয়েন্ট ক্রোয়েশিয়া ও মরক্কোর। গোল গড়ে এগিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট আছে বেলজিয়ামের। প্রথম দুই ম্যাচ হেরে এখনও পয়েন্টের দেখা পায়নি কানাডা। এতে শেষ ষোলোর দৌড়ে টিকে আছে ক্রোয়েশিয়া, মরক্কো ও বেলজিয়াম তিন দলই।
    দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ক্রোয়েশিয়াকে চমকে দেয় কানাডা। ম্যাচের ৬৮ সেকেন্ডে গোল পেয়ে যায় কানাডা। ডান-প্রান্ত দিয়ে টাওন বুখানানের ক্রসে হেড দিয়ে গোল করেন আক্রমনভাগের আরেক খেলোয়াড় আলফনসো ডেভিস।
    বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পেল দ্বিতীয়বারের মত বিশ^মঞ্চে খেলতে নামা কানাডা। ১৯৮৬ সালে প্রথমবার বিশ^কাপে খেললেও তিন ম্যাচে কোন গোল করতে পারেনি তারা। উল্টো ৫ গোল হজম করেছে। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে ম্যাচ হারে কানাডা।
    শুরুতে পাওয়া লিড ধরে রাখতে মরিয়া ছিলো কানাডা। অন্য দিকে  ম্যাচে সমতা আনতে চেষ্টারত  ক্রোয়েশিয়া ৩৬ মিনিটে গোল পেয়ে যায় । স্ট্রাইকার ইভান পেরিসিসের কাছ থেকে বল পেয়ে বাঁ-পায়ের কোনাকুনি শটে গোল আদায় করে নেন আরেক ফরোয়ার্ড খেলোয়াগ আন্দ্রে ক্রামারিচ।
    সমতা পেয়েও আক্রমন অব্যাহত রাখে ক্রোয়েশিয়া। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফেলে তারা। ডিফেন্ডার জোসিপ জুরানোভিচের বাড়ানো বল নিয়ে কানাডার বক্সের ভেতর ঢুকে গোলে শট নিয়ে স্কোরলাইন ২-১ করেন স্ট্রাইকার মার্কো লিভায়া। এই লিড নিয়ে ম্যাচের বিরতিতে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ৫৪ শতাংশ বল ছিলো ক্রোয়েশিয়ার দখলে। বাকী ৪৬ শতাংশ কানাডার দখলে।
    পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে চালিয়ে গেছে কানাডা। আক্রমনের চেষ্টা অব্যাহত ছিলো দু’দলেরই। ৭০ মিনিটে গোলের ব্যবধান ৩-১ করে ফেলে ক্রোয়েশিয়া। পেরিসিসের ক্রসে বাঁ-পায়ের শটে কানাডার জালে দ্বিতীয়বারের মত বল জড়ান প্রথম গোলের মালিক ক্রামারিচ।
    তৃতীয় গোল হজমের পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় কানাডা। কিন্তু ক্রোয়েশিয়ার ডিফেন্স ভেদ করতে পারছিলো না। শেষ পর্যন্ত  আর গোলের দেখা পায়নি কানাডা। কিন্তু ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে কানাডার জালে এক হালি গোল পূর্ণ করে ক্রোয়েশিয়া। গোলটি করেন মিডফিল্ডার লোভরো মাজের। শেষ পর্যন্ত বড় জয়ে মাঠে ছাড়ে ক্রোয়েশিয়া।
    আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে কানাডা ও বেলজিয়ামের সাথে খেলবে ক্রোয়েশিয়া।

  • খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচিবদের প্রতি নির্দেশনা প্রধানমন্ত্রী-শেখ হাসিনা

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচিবদের প্রতি নির্দেশনা প্রধানমন্ত্রী-শেখ হাসিনা

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচিবদের প্রতি নির্দেশনা প্রধানমন্ত্রী-শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশে কোন অবস্থাতেই যাতে খাদ্যের মজুত কমে না যায়, সে বিষয়ে সচিবদের নির্দেশনা প্রদান করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি  আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে  সচিব সভার সিদ্ধান্ত জানাতে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
    এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ দেশে বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে। খাদ্যের মজুত যাতে কমে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, ওএমএস, ভিজিডি, ভিজিএফ ও টিসিবিসহ খাদ্যবন্ধব কর্মসূচী যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
    মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারী কর্মচারীদের আর আলাদা করে সম্পদের হিসাব সরকারকে দিতে হবে না। প্রতিবছর রিটার্ন দাখিলের সময় যে এক পৃষ্ঠায় সম্পদের বিবরণী দিতে হয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করলেই হবে। তিনি বলেন, ‘এনবিআর, আমি এবং জনপ্রশাসন সচিব বসে ছিলাম। বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি যে, সম্পদের হিসাব আর আলাদা করে দেওয়ার দরকার নেই। প্রতি বছর আমরা যে রিটার্ন দেই, সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পৃষ্ঠাটা জনপ্রশাসনকে দিয়ে দেব।’ এ বিষয়ে এনবিআর অনাপত্তি দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এনবিআর বলেছে আমাদের কোন আপত্তি নেই। এখন সার্কুলার হয়ে যাবে। আমরা ওই পৃষ্ঠাই অনলাইনে জনপ্রশাসনকে দিয়ে দেব।
    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জঙ্গিরা যেন কোনভাবেই কারো কোন শেল্টার(আশ্রয়) বা সহায়তা কিংবা কোনো আর্থিক সুবিধা নিতে না পারে, সেদিকে দৃষ্টি রাখার জন্য সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ করে জঙ্গির বিষয়ে একটু বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ পার্বত্য চট্টগ্রামে আপনারা দেখেছেন, পুলিশ কিছু জঙ্গীকে( আনসাররুল্লাহ বাংলা টিম) ডিটেক্ট করেছে এবং তার মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি কিছু পালিয়ে গেছে। তিনি বলেন, তাদের ট্র্যাক করে ধরা এবং জনগণকে সতর্ক করে দেওয়া, তারা যেন কোনোভাবেই কারো কেনো শেল্টার বা সহায়তা বা কোনো আর্থিক বেনিফিট নিতে না পারে, সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে বলা হয়েছে।
    খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ে করণীয় সম্পর্কে নানা নির্দেশনা প্রদান করেছেন। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিরপেক্ষতা রক্ষার জন্যও  নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আইএমএফ জানিয়েছে, ২০২৩ সাল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার হবে। এ সময় ডলারের দাম বেড়ে যাবে। করোনাভাইরাসের মহামারী শেষ হতে না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়। তাই প্রকল্প ব্যয় যাতে রেশনাল হয়, সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে।
    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানী, সার, খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। কম গুরুত্বপূর্ণ জিনিসপত্রের আমদানী কমাতে হবে। প্রসাধনী, আপেল, আঙ্গুর সহ বিলাস জাতীয় দ্রব্যের আমদানী বন্ধ করার মাধ্যমে ব্যয় কমাতে হবে। তিনি বলেন, প্রকল্পের জন্য ফিজিবিলিটি ও অ্যাসেসমেন্ট সঠিক ভাবে করতে হবে এবং বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি বলেন, বিদেশী সহায়তায় নেওয়া প্রকল্প সম্পর্কে সতর্ক থাকতেও নির্দেশনা প্রদান করা হয়েছে। উন্নয়ন বাজেট কমানো হয় নি, রেভিনিউ বাজেটে সংকোচন করা হয়েছে।
    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সচিবদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইভস্টক ও ফিসারিজের নতুন নতুন ভ্যারাইটি উদ্ভাবন করা হয়েছে। সরকারের বিভিন্ন জমিতে এগুলো যাতে উৎপাদন করা হয়, সে বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে আমদানী ব্যয় অনেক কমে যাবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির ১০টি প্রযুক্তি কাজে লাগিয়ে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। উদ্যোক্তারা ৩০-৩৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছে। এই খাতে ২০৩০ সালের মধ্যে আয় ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে।
    রেমিটেন্স বাড়াতে প্রয়োনীয় পদক্ষেপ গ্রহণ করতেও সচিবদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
    দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং ভূমির ই-রেজিস্ট্রেশন মিউটেশন এবং সুশাসন নিশ্চিত করার বিষয়েও সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সভায় ১৭ জন সচিব বক্তব্য রেখেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।-সূত্র-বাসস

  • মেসির গোলের পর বাংলাদেশের সমর্থকদের উল্লাস

    মেসির গোলের পর বাংলাদেশের সমর্থকদের উল্লাস

    বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারুক, কিন্তু এ দেশের মানুষের বিশ্বকাপ নিয়ে উন্মাদনার খবর সারা বিশ্ব জানে। বিশ্বকাপ এলে এ দেশের প্রতিটি বাড়ির ছাড়ে, অলিতে-গলিতে উড়তে থাকে ব্রাজিল-আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, ফ্রান্স কিংবা পর্তুগালের পতাকা। তবে, উন্মাদনাটা বেশি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে।

    ১৯৮৬ সালে ম্যারাডোনার একক নৈপুণ্যে বিশ্বকাপ জয়ের পর থেকে এ দেশে আর্জেন্টিনার সমর্থক বেশি। এখন তো যোগ হয়েছে মেসি ম্যানিয়া। যে কারণে বাংলাদেশে ফুটবল ভক্তদের অধিকাংশই মেসির কারণে আর্জেন্টিনা সমর্থক। প্রথম ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে।

     

    শনিবার রাতে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে

    শনিবার রাতে ছিল মেক্সিকোর বিপক্ষে খেলা। বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে। হারলেই বিদায় নিশ্চিত। ড্র করলেও অনিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের আশা।

    এমন এক ম্যাচে প্রথমার্ধে কোনো গোল নেই। বরং, আর্জেন্টিনার খেলায় মন ভরাতে পারেনি সমর্থকরা। এমনকি খোদ আর্জেন্টিনার সমর্থকরাই বলতে শুরু করেছিল, এমন খেলা দিয়ে কতদূরই বা যেতে পারবে মেসিরা?

    আর্জেন্টিনা থেকে কয়েক হাজার মাইল কিংবা বিশ্বকাপের আয়োজক কাতার থেকেও হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের বুকেও তখন উল্লাসের ঢেউ, আনন্দের বন্যা। আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা উন্মাতাল হয়ে ওঠে মেসির ওই গোলের পর।

    একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছিল। মেসির গোলের ওপর শেষ রাতের নীরবতা ছিন্ন করে গগনবিধারী চিৎকার আর উল্লাসে মেতে ওঠে সেখানে খেলা দেখা ভক্ত-সমর্থকরা। সেই ভিডিওটিই শেয়ার করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। ক্যাপশনে লিখেছে, ‘এটাই ফুটবলের শক্তি। মেসির গোলে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস।’

    আর্জেন্টিনার প্রথম ম্যাচের সময় (সৌদি আরবের বিপক্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে

    শুধু বেসরকারি সেই বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হাজার হাজার ফুটবল ভক্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিএসসি, মুহসীন হলের মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ঢাকার নানা প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার সমর্থক। যেন কাতারের দোহায় অবস্থিত একটি ফিফা ফান ফেস্ট এগুলো।

  • অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো-শিক্ষা বোর্ড

    অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো-শিক্ষা বোর্ড

    অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।
    বুধবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
    এতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে কেউ কেউ বাদ পড়েছে। এসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা সংশোধন, সংযোজন, বিয়োজনসহ প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে সংশোধন করতে পারবে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। নিবন্ধন ফি ৫০ টাকা, রেডক্রিসেন্ট ফি ২৪ টাকাসহ মোট ৭৪ টাকা দিতে হবে। উল্লেখিত সময়ের পর কোনো অবস্থাতে সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ বা পালন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
  • সিংগাইর উপজেলা জার্মিত্তা ইউনিয়নে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা

    সিংগাইর উপজেলা জার্মিত্তা ইউনিয়নে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা



    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী- ডিগ্রীর চর চকে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
    বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাঈদুল ইসলাম।
    জানা যায়,উপজেলার হাতনী ডিগ্রী চর চক এ এলাকায় ডিএমসি,টিএসবি,এমএমসি ও ডিএসবি ইটভাটা নিয়মনীতি তোয়াক্কা করে ভাটা পরিচালনা করে আসছিলো । বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনা সত্যতা পেয়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৫ক ধারা অপরাধে ১৫ ধারা দন্ড) প্রত্যেকে ভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।