Blog

  • ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

    ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

    ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক :

    ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্পনগরীর ভেতরে একটি কীটনাশক উৎপাদনকারী রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো ভবনে ফাটল ধরেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    শনিবার ভোররাত ৩ টা ১৬ মিনিটে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন এই কারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যাবহার করে কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার আলামত পাওয়া গেছে।

    ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, ভোর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দেড় বছর যাবত বাংলাদেশ এগ্রিকালচার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড কীটনাশক উৎপাদন করে সারাদেশে বাজারজাত করে আসছিল। আজ হঠাৎ করেই ভোররাত ৩ টা ১৬ মিনিটে আব্দুল মান্নানের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে কয়েকজন মিলে স্থানীয়দের সহায়তায় সেই আগুন নিভিয়ে ফেলে এবং কারখানার কিছু কেমিক্যাল বাইরে নিয়ে আসে। পরে তৃতীয় ও চতুর্থ তলায় আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। রাতে এই ভবনে কেউ থাকেন না। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’

    এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) নজমুজ্জামান বলেন, ‘৪টা ৪৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে ধামরাই, সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আসার পর দেখে আগুনের তীব্রতা অনেক বেশি। পরে কল্যাণপুর থেকে আমরাসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আমরা ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভবনে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

  • মায়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষার্থীর অংশগ্রহন

    ‘জীবন যুদ্ধ”
    মায়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষার্থীর অংশগ্রহন

    মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার নামের এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষায় অংশ গ্রহন করে।

    শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

    পরিক্ষা কেন্দ্র ছিল ভান্ডারিয়া মাজদা বেগম মহিলা কলেজ।

    বিঃদ্রঃ
    নারী হলে তিনি কিন্তু ছাত্রী তাই শিরোনামে উল্লেখ করা হলো ছাত্রী দিয়েই।

  • কেরাণীগঞ্জ থানা এলাকায় অটোরিকশা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

    কেরাণীগঞ্জ থানা এলাকায় অটোরিকশা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

    কেরাণীগঞ্জ থানা এলাকায় অটোরিকশা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার কেরাণীগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটো রিক্সা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ টি চোরাই মিশুক ও অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ১টি সংঘবদ্ধ চক্র অটোরিকশা চুরি করে তা বিভিন্ন গ্যারেজে বিক্রি করত।
    অটো রিক্সা চোর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি (অপারেশন) আশিকুর রহমানের নেতৃত্বে রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু (৫৫), নজরুল ইসলাম (২৫), মো. ফারুক হাসান (৩০)কে গ্রেফতার করা হয়। পরে আসামি বাচ্চুর দেয়া তথ্য অনুসারে কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকার গ্যারেজ থেকে ১১টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। সেসময় আরিফুল (৩০), রিপন শেখ ও দীন ইসলাম নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চোর চক্রটি অসহায় খেটে খাওয়া মানুষের অটো চুরি করে রঙ ও আকার-আকৃতি পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করেন। উদ্ধারকৃত ১১টি অটোরিকশার আনুমানিক মূল্য ছয় লাখ ষাট হাজার টাকা। অটোরিকশা চোরদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে কেরাণীগঞ্জ মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়।

  • সাভারের আশুলিয়া প্রেসক্লাবের ১৮ জন সাংবাদিকের পদত্যাগ

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এনে সাভার উপজেলার আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকসহ ১৮ জন সাংবাদিক এক যোগে পদত্যাগ করেছেন।
    শুক্রবার (০৪ নভেম্বর) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী। এর আগে শুক্রবার সকালে প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের কাছে একটি লিখিত পত্রে একযোগে ১৮ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগপত্র জমা দেয়া হয়। প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৩ জনের মধ্যে ৩ কেবিনেট সদস্য, ক্লাবের ১০ জন পূর্ণ সদস্য ও ৫ জন অস্থায়ী সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
    পদত্যাগ করা সদস্যরা হলেন-মোহনা টিভির আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহাম্মেদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায় যায় দিন পত্রিকার আশুলিয়া প্রতিনিধি শহীদুল্লাহ মুন্সী, দেশ রুপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন (খোকা) চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার (সাভার) মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের সাভার প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান সাকিল, আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও আলোকিত কন্ঠ পত্রিকার সম্পাদক ওমর ফারুক, দেশ টিভির সাভার প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ডিবিসি টেলিভিশনের সাভার প্রতিনিধি শফি মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ও আমাদের কন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি জাহাঙ্গীর আলম রাজু, সময়ের আলো পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক রাকিব হাসান জিল্লু, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দেশবার্তা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি আবুল হায়াত বাচ্চু, বণিক বার্তার সাভার প্রতিনিধি মোঃ সোহেল রানা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ভোরের ডাক পত্রিকার আশুলিয়া প্রতিনিধি অপু খন্দকার। পদত্যাগকৃত অস্থায়ী সদস্যরা হলেন, আজকের পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ রিফাত মেহেদী, ঢাকা পোস্ট ডট কমের সাভার প্রতিনিধি মোঃ মাহিদুল ইসলাম মাহিদ, যুগের কন্ঠস্বর পত্রিকার সাভার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, মাই টিভির সাভার প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ, বাংলাদেশ খবরের আশুলিয়া প্রতিনিধি সীমা আক্তার (ছোঁয়া)। আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহাম্মেদ চৌধুরী বলেন, গত দুই বছর ধরে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড চালিয়ে আসছেন। যাতে আশুলিয়া প্রেসক্লাবের সুনাম ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে, তারা যোগ্যতাহীনদের কাছ থেকে টাকা নিয়ে তাদের প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করেছেন। বিষয়টি নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। বর্তমান সভাপতি মোজাফফর হোসাইন জয় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন এ বিষয়ে কথা বলতে নারাজ। তারা আলোচনার কথা বললেও কৌশলে তারা নিজেদের সিদ্ধান্তই বাস্তবায়ন করছে। তাই স্বেচ্ছায় আমার হাতে গড়া সংগঠন থেকে সরে আসতে সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন মহলে আমরা এই বিষয়টি ইতমধ্যে অবগত করেছি। আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন (খোকা) চৌধুরী বলেন, বর্তমান কমিটির দূর্নীতি নিয়ে একাধিকবার আমরা আলোচনায় বসেছি, কিন্তু তারা সবসময়ই গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে চলতে চায়। এমন দূর্নীতি আমরা মেনে নিতে পারিনি।
    আশুলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মনির মন্ডল বলেন, আমার কাছে একসাথে ১৮ জন সাংবাদিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমি তাদের পদত্যাগ পত্র জমা নিয়েছি। তারা ক্লাবের কিছু অসংগতি পদত্যাগের কারণ হিসেবে লিখিতভাবে উল্লেখ করেছেন। এ বিষয়ে ক্লাবের কেবিনেট মেম্বাররা সিদ্ধান্ত নিবেন। ক্লাবের বর্তমান পরিস্থিতি দেখে আমিও বিব্রত। আমিও অতি শীঘ্রই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন বলেন, পদত্যাগের বিষয়ে আমি এখনো অবগত নই। ঘটনাটি জেনে পরে বিস্তারিত বলতে পারববেন তিনি।

    সাংবাদিক নজরুল ইসলাম মানিকের ফেসবুক শেয়ারের মধ্য তিনি লিখে জানান,
    ভোরের ডাক পত্রিকার আশুলিয়া প্রতিনিধি অপু খন্দকার, আজকের পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ রিফাত মেহেদী, ঢাকা পোস্ট ডট কমের সাভার প্রতিনিধি মোঃ মাহিদুল ইসলাম মাহিদ, যুগের কন্ঠস্বর পত্রিকার সাভার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, মাই টিভির সাভার প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ, বাংলাদেশ খবরের আশুলিয়া প্রতিনিধি সীমা আক্তার (ছোঁয়া) এরাতো আশুলিয়া প্রেসক্লাবের সদস্যই না। তাহলে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য থেকে পদত্যাগ করলে সংগঠনের কিছুই আসে যায়না।

  • গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

    গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

    গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক;ঢাকার ধামরাইয়ে কয়েকটি একলাকায় গরুচুরির মামলায় সংশ্লিষ্টতা পেয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি বাবলী আক্তারকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

    বুধবার (২ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার রেডিওকলোনী নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
    বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

    তিনি বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় গরু চুরির ঘটনা ঘটে থাকে। গরু চোরে ঘটনায় থানায় মামলা । ওই মামলা গুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলি আক্তার গরুগুলি তার হেফাজতে রেখে বিক্রি করতেন। গরু চোরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    যোগাযোগ করা হলে ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, গরুচুরির মামলায় এর আগে আমরা দুইজনকে গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদে বাবলি আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়।

    বাবলী আক্তার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, লিখাপড়ার পাশাপাশি বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছে । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।

    তিনি বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখবো অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

    বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি রয়েছেন । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মুরাদ শেখ ।

    তিনি বলেন, নারী নেত্রীর এমন খবরের বিষয়টি উদ্বেগের। এর আগে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আমরা পায়নি। পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

     

     

  • ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

    ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

    ধামরাইয়ে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী দুজনের

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার থেকেঃঢাকার ধামরাইয়ে দ্রুতগামী দূরপাল্লার জামান পরিবহনের একটি বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর। বুধবার সকাল সাড়ে সাতটায় দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনই সেখানকার পোশাক কারখানা গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক।

    পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপনা আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পশ্চিম পাশে পৌঁছানোর পরই ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হন। নিহত ইসরাফিল হোসেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার পাশের একেএইচ কারখানার শ্রমিক। ইসলাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে।

    খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেন। গোলড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ধামরাই থানা একটি মামলা দায়ের কর হয়েছে । চালক ও হেল পাড় ধরতে অভিযান চলছে

  • সভাপতি বেনজির  ও সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুণ

    সভাপতি বেনজির  ও সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুণ

    সত্যেরসংবাদ ডেক্স রিপোর্টঃ

    ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

    নতুন কমিটিতে সভাপতি পদে পুনরায় দা‌য়িত্ব পে‌য়ে‌ছেন বেনজীর আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পনিরুজ্জামান তরুণকে।

    শনিবার (২৯অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটি সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা দেন ৷

    বেনজির আহমেদ এর আগেও অর্থাৎ সদ্য বিদায়ী কমিটিরও সভাপ‌তি ছিলেন। এই প‌দে প‌রিবর্তন ননা হয়নি।

    ত‌বে বিদায়ী ক‌মি‌টির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুর রহমান। তার জায়গায় এবার পনিরুজ্জামান তরুনকে দায়িত্ব দেওয়া হলো।

  • সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে সাধারণ সম্পাদক কাউসার আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করলেন কর্তৃপক্ষ

    সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে সাধারণ সম্পাদক কাউসার আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করলেন কর্তৃপক্ষ

    সাভার থেকে,নিজস্ব প্রতিবেদক,শেখ এ কে আজাদঃ
    সাভারে রাতের আঁধারে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাউসার আলীসহ চার জনেরে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাতে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
    মামলার বিবরণী থেকে জানা যায়,বেশ কয়েক বছর ধরে সাভারে বিভিন্ন বাসা বাড়িতে প্রতি সপ্তাহে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। রাষ্ট্রীয় টাকা খবর করে এই সংযোগ বিছিন্ন করণ করলেও সুফল মিলছে না কোন ভাবেই। প্রতিসপ্তাহে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ সাভারের বিভিন্ন গ্রামের বিভিন্ন বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করলেও রাতের আঁধারে সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাউসার আলীসহ একটি চক্র বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এসব অবৈধ সংযোগের কারণে বিভিন্ন বাসা বাড়ি ও পোশাক কারখানার মালিকরা গ্যাস সংকটে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। পরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার প্রমাণ পাওয়ায় রাতে সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাউসার আলী,গোলাম মোস্তফা কামাল,দেবাশীষ মোহন্ত ও ফোরকানসহ চার জনের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। সাভার তিতাস গ্যাস অফিস জানায়, তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ ভাবে গ্যাস সংযোগ দেওয়ার সাথে জড়িত। তাদের সঙ্গে যোগসাজশে তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাউসার আলী ও তার চক্র দিনে বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ রাতের আঁধারে পুনঃসংযোগ দিয়ে আসছে। শুধু তাই নয়,কাউসারের চক্রের বিরুদ্ধে সেই সংযোগ থেকে মাসিক হারে বিল আদায়েরও অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, তারা গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে থাকেন। এসব কার্যকলাপের প্রতিবাদ করায় সাভার তিতাস গ্যাস অফিসের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। চক্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় কাউসার আলীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রান্তিক গ্যাস কনস্ট্রাকশন’কে তিতাস কর্তৃপ¶ কালো তালিকাভুক্তও করে। অভিযোগ রয়েছে, কাউসার ও তার চক্র গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নিতে বৈধ সংযোগ ব্যবহারকারীদেরও নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন এলাকায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ এসব অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়ে অনেক গাড়ি বাড়ির মালিক হয়েছেন ঠিকাদার কাউসার আলী।
    সারাদেশে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ থাকলেও সাভারে ঠিকাদারকে টাকা দিলেই মিলছে অবৈধ গ্যাস সংযোগ। কর্তৃপ¶ের নজরদারির ঘাটতি এবং আইনের দুর্বলতার কারণে ব্যবস্থা গ্রহণ করতে না পারায় প্রতিনিয়ত অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছে ঠিকাদার চক্র।
    সাভার মডেল থানা পুলিশ বলছে,মামলার আসামীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
    বর্তমান সরকারের সময় বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন দেশের সকল মানুষ ন্যায় বিচার পাচ্ছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
    আশুলিয়ার দোসাইদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।
    ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি ক্ষমতায় থাকতে দেশের উন্নয়ন না করে তারা নিজেরা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তাই তারা দেশের মানুষ ভালো ভাবে থাকুক সে কথা কখনো চিন্তা করেনি বলেও বলেন তিনি।
    এর আগে প্রতিমন্ত্রী সাভারের ব্যাংক কলোনী এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
    এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    হাইকোর্টের নির্শেশ হলে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানে আজ ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে। রবিবার (২৯) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি হাসপাতাল পরিদর্শনকালে নানা অনিয়ম অনুমোদহীন তিনটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

    সিলগালা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো,সাভার পৌর এলাকায় গেন্ডা অবস্থিত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাজার এলাকায় যমুনা হাসপাতাল এন্ড ফিজিও থেরাপী স্পীচ সেন্টার এবং তেঁতুলঝোড়া জয়নাবাড়ী হেমায়েতপুর মহল্লায় কেয়ার ডায়াগনস্টিক এন্ড কলসাল্টেশন সেন্টার। এসময় আরো দুটি হাসপাতালকে সতর্ক করা হয়।

    এ অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এনেস্থিসিয়া বিভাগের ডাক্তার নাজমুল হুদা মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন,ডাঃ নাঈমুর রহমান,ডাঃআশরাফুল আলম ও সিনেটারী বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ সাভার মডেল থানার পুলিশ।

    ডাক্তার নাজমুল হুদা মিঠু বলেন,চলমান অভিযানের অংশ হিসেবে কয়েকটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হলে এর মধ্য ৩ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। দুটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।তিনি আরো বলেন এ অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।

  • সাভার পৌর বক্তারপুর এলাকায় একটি সমবায় সমিতির অফিসের সামনে ভাংচুর

    সাভার পৌর বক্তারপুর এলাকায় একটি সমবায় সমিতির অফিসের সামনে ভাংচুর

    সাভার পৌর বক্তারপুর এলাকায় একটি সমবায় সমিতির অফিসের সামনে ভাংচুর

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার পৌর বক্তারপুর এলাকায় একটি সমবায় সমিতির অফিসের সামনে ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা সাভার মডেল থানায় একটি সাধারন ডায়রি করেছে সমিতির কর্তৃপক্ষ।
    জানা যায় গত বুধবার রাত ১০ টায় অফিস বন্ধ করে বাসায় চলে যায় অফিস কর্মকর্তারা। গভীররাতে সাভার পৌর বক্তারপুর এলাকার ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি অফিসের সামনে ভাঁংচুর চালায় দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিনার অফিস কর্তৃপক্ষ মোঃ জাহিদুল ইসলাম জুয়েল সাভার মডেল থানায় একটি সাধারন ডায়রি করেছেন।
    তিনি জানান প্রতিদিনের ন্যায় অফিস বন্ধ করে নিজ কর্মস্থল ত্যাগ করে বাসায় যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে এসে দেখেন অফিসের সামনে ব্যানার,সাইনবোর্ড, লাইট ভাংচুর ও তালায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে নিরাপত্তা ও মূলআসামী সনাক্তকরণের জন্য একটি সাধারন ডায়েরি করা হয়।
    স্থানীয় একটি সমিতির কর্মকর্তা বলেন
    আর্থিক প্রতিষ্ঠানে এভাবে আঘাত করা দন্ডনিয় অপরাধ। তাই পুলিশকে দুষ্কৃতকারী আসামী বেড় করে তাদের দ্রুত আটকের অনুরোধ জানিয়েছেন। সংবাদ লিখা পর্যন্ত পুলিশ এখনো দুষ্কৃতকারী আসামীকে সনাক্ত বা আটক করতে পারেনি বলে জানা গেছে।