মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী- ডিগ্রীর চর চকে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাঈদুল ইসলাম।
জানা যায়,উপজেলার হাতনী ডিগ্রী চর চক এ এলাকায় ডিএমসি,টিএসবি,এমএমসি ও ডিএসবি ইটভাটা নিয়মনীতি তোয়াক্কা করে ভাটা পরিচালনা করে আসছিলো । বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনা সত্যতা পেয়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৫ক ধারা অপরাধে ১৫ ধারা দন্ড) প্রত্যেকে ভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
Leave a Reply