সাভারে উত্তোরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরনে প্রধান অতিথি হিসেবে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ এএফএম সায়েদ উপস্থিত থেকে প্রায় দুই শতাধিক দরিদ্র বেদে সম্প্রদায়ের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শনিবার ৪ জানুয়ারি বিকেলে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বেদে সম্প্রদায়ের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ এএফএম সায়েদ বলেন, উত্তোরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উত্তোরণ ফাউন্ডেশন শুরু থেকেই অবহেলিত বেদে ও হিজরা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ করা হলো। পরবর্তীতে অবহেলিত হিজড়াদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হবেও বলে জানান তিনি।
এ সময় উত্তোরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply