সাভারের আশুলিয়ায় লাবনী আক্তার নামে এক পোশাক শ্রমিক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এঘটনায় স্বামী পালাতক রয়েছে । শনিবার (৪ জানুয়ারী) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিপ্লব কুমারের বাড়ী থেকে এ মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
নিহত লাবনী আক্তার মাদারীপুর জেলা সদরের হোগলপাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে। তিনি শিল্পাঞ্চল আশুলিয়ার শারমিন গ্রুপ নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতের স্বামী মাসুদ রানা মাগুরা জেলার বাসিন্দা এবং তিনিও পেশায় একজন পোশাক শ্রমিক।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই নারীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পর থেকে নিহতর স্বামী পালাতক রয়েছে, কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত হওয়ার ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply