সাভারের সিআরপি এলাকায় র‌্যাব-৪ এর অভিযানে রেজাউল করিম (৪৭) নামে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক সাভার থেকেঃ

সাভারের সিআরপি এলাকায় থেকে মোঃ রেজাউল করিম (৪৭) নামে ১ জন ধর্ষণের চেষ্টাকারীকে সিপিসি-২, র‌্যাব-৪ এর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, সোমবার দুপুরে সিআরপি হাবিবুর রহমান এর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো ধর্ষণের চেষ্টাকারী মোঃ রেজাউল করিম।গ্রেফতারের পর আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঐ নারী সাভারের সিআরপি এলাকায় ভাড়া বাসা খোঁজার জন্য গেলে ঐ নারীকে ভাড়া বাসা খোঁজার এক পর্যায়ে
বাসা দেখানোর কথা বলে তাকে তার রুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করে তাকে জোরপূর্বক শ্লীলতাহানী করে।
নারী বাঁচার জন্য ধর্ষনকারীকে তা হাতের কোনুই দ্বারা আঘাত করে ও পা দ্বারা লাথি মেরে দৌড়ে পালিয়ে আসলে রাস্তায় র‍্যাব-৪ এর টহলরত দ্বায়িত্বপালন করা র‍্যাবের একটি গাড়ী দেখলে তাদেরকে বিষয়টি জানায়।
পরে টহলরত দ্বায়িত্বপালন করা র‍্যাব-৪ এর দল ঐ সময় সিআরপি হাসপাতালের পার্শ্বে ভাড়া বাসা হতে অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে।

র‍্যাব-৪ এর কোম্পানী অধিনায়ক,উপ- পরিচালক মেজর শিবলী মোস্তফা জানান,গ্রেফতারকৃত ধর্ষণের চেষ্টাকারী মোঃ রেজাউল করিমকে সাভার মডেল থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) আইনে ৬ জানুয়াী ১২ নম্বর মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এইরুপ করলে অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *