Author: sattersangbad24

  • ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

    ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

    ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আজ রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।

    শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বিএনপি’র পক্ষ থেকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মির্জা ফখরুল।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ।

  • ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যশস্য সংগ্রহ ও বরাদ্দে নানা অনিয়ম-দুর্নীতি লাগামহীন অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে

    ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যশস্য সংগ্রহ ও বরাদ্দে নানা অনিয়ম-দুর্নীতি লাগামহীন অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে

    ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যশস্য সংগ্রহ ও বরাদ্দে নানা অনিয়ম-দুর্নীতি লাগামহীন অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে

    মোঃ রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে ধান-চাল নিয়ে চলছে অনিয়ম ও লাগামহীন দুর্নীতি; নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় রাইসমিল ব্যবসায়ী ,কর্মকর্তা ও সংঘবদ্ধ চক্র। এতে করে প্রকৃত লাইসেন্সদারীরা হচ্ছে ক্ষতিগ্রস্থ আর সরকারের এ উন্নয়ন খাত হচ্ছে প্রশ্নবিদ্ধ ।

    ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সরকারিভাবে খাদ্যশস্য ক্রয় অভিযানে অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয় রাইসমিল ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশে বেনামের মিল,বন্ধ মিলে বরাদ্দ দিয়ে কর্তৃপক্ষ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

    সংশ্রিষ্ট সূত্রগুলো জানায়, টন প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা করে উৎকোচ গুনতে হয় গুদাম কর্মকর্তার কাছে। পিছিয়ে নেই গুদাম কর্মচারীও। দাপে দাপে গুনতে হয় অতিরিক্ত অর্থ।

    গত ৫ বছরে উপজেলা গুদামে খাদ্যশস্য সংগ্রহে মিলার ও সরকারি খাদ্য কর্মকর্তাদের অনিয়ম ও দূর্নীতির বিভিন্ন চিত্র সংবাদ মাধ্যমে প্রচার হলেও তাদের এই লাগামহীন দূর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না।

    অনুসন্ধান সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলায় মোট ২৬ টি মিলের সঙ্গে খাদ্য বিভাগ চাল ক্রয়ের চুক্তি করে। এর মধ্যে ৯ টি অচল-বন্ধ মিল রয়েছে। যাতে বিভাজন করে ৪৮৬.৫৯২ টন বরাদ্দ দেয়া হয়। বাকি ১৭ টি মিলে ১৮১৬.৪০৮ টন বরাদ্দেও রয়েছে অনিয়মের নানা চিত্র।
    যা খাদ্য গুদাম কর্মকর্তার যোগসাজশে বরাদ্দ দেয়া হয়েছে বলে তথ্যে বেরিয়ে এসেছে। অপরদিকে বাকী ১৭ টি মিলে নিয়ম অনুযায়ী কোন বরাদ্দ দেয়া হয়নি বলেও সরজমিনে অনুসন্ধান করে পাওয়া যায়।
    আরো জানা যায়, এসকল অনিয়ম ও দূর্নীতির পেছনে শক্ত অবস্থানে রয়েছে গুদাম কর্মকতা-কর্মচারীরা। তারা সুকৌশলে নাম মাত্র তদন্ত দেখিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে এসকল বন্ধ ও ত্রুটিপুর্ণ মিলে বরাদ্দ নিয়েছে।
    এছাড়া একই রাইস মিলের নাম পরিবর্তন করে বরাদ্দ দেয়ার মতোও অনিয়ম ঘটেছে। এতে প্রকৃত মিল মালিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    সূত্র মতে, প্রশাসন ও মহল বিশেষের সঙ্গে যোগসাজশেই তিনি এ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিভিন্ন মিল মালিকদের সাথে কথা বললে খাদ্য কর্মকর্তার উৎকোচ বাণিজ্যের সত্যতা পাওয়া গেছে।
    উপজেলায় ধান-চাল ক্রয় কমিটির সদস্য সচিব বিপ্লব কুমার সরকারের ব্যবহৃত মোবাইল নাম্বারে বেশ কয়েকবার কল করা হরেও তিনি কল রিসিভ করেননি।
    জানা যায়, গৌরীপুর উপজেলায় এবছর ২০১৯-২০২০ আমন মৌসুমে মিলের অনুকুলে প্রাপ্ত লক্ষ্যমাত্রা বিভাজন করে ২,৩০৩ মেট্রিকটন চাউল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
    এসকল অনিয়মের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, উপজেলায় ধান-চাল ক্রয় কমিটির প্রেরিত তালিকা অনুযায়ী মিলে বারদ্দ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    জানা যায়, সিদ্ধার্থ সংকর তালুকদার বয়স বেশী হওয়ার কারনে ঠিকমত গুদাম পরিচালনা করতে পারেননা। সরেজমিনে গিয়ে দেখা গেছে গুদাম চালান কতিপয় মিলার নামি সিন্ডিকেট। তিনি নেত্রকোণা জেলাধীন সদর খাদ্য গুদামে এএসআই থাকাকালীন একরাতে ৬৮ লক্ষ টাকার চাল বিক্রি করে রাতের অন্ধকারে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে ম্যানেজ করে জামালপুর জেলার সিংহজানী খাদ্যগুদামে পোষ্টিং নিয়ে পালিয়ে যান।আর এই ঘটনায় ফাসিয়ে দিয়ে যান তৎকালীন ওসি,এলএসডি আব্দুস সাত্তার কে। যিনি এখনও চাকরি হারিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন।
    অনিয়মের বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার জানান, আমি কোন মিলে সরজমিনে দেখতে যাইনি। আমার জানা মতে সবগুলো মিলই চালু রয়েছে।

    সরকারি বদলি নীতিমালায় ৯ম গ্রেডভুক্ত কোন কর্মকর্তা ৫৮ বছর বয়স হলে নিজ উপজেলা ব্যতিত নিজ জেলায় বদলি হতে পারবেন। কিন্ত সিদ্ধার্থ শংকর তালুকদারের প্রকৃত বয়স ৫৮ বছর আর সার্টিফিকেট অনুযায়ী ৫২ বছর এবং একই জেলায় ষোল বছর চাকরি করে আসছেন। অথচ এক ব্যক্তি এক জেলায় দশ বছরের বেশী চাকরি করতে পারেনা।
    খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের বদলি/পদায়ন নীতিমালা ২০১৯ এর ২(গ) অনুচ্ছেদ অনুযায়ী, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পদ এবং ৯ম গ্রেডভুক্ত ক্যাডার বা নন-ক্যাডার পদে, সিএসডি এর সহকারী ব্যবস্থাপক/ব্যবস্থাপক এবং এলএসডি এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা/ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিজ জেলায় নিয়োগ/পদায়ন করা যাবে না। এছাড়াও ১০ম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীকে নিজ উপজেলায় নিয়োগ/বদলি করা যাবে না।

    বর্তমানে বদলি নীতিমালায় আছে নিজ জেলায় চাকরি করা যাবেনা কিন্তু ইশরাত আহম্মেদ পাপেলের বাড়ি গফরগাঁও। কাজেই তিনি নিজ জেলায় চাকরি করছেন কিভাবে তা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানা গুঞ্জন ।নিজ জেলায় চাকরি করে সকলের উপর প্রভাব বিস্তার করে দুর্নীতির মহা উৎসব গড়ে তুলেছে এই কর্মকর্তা।
    শ্যামগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেল জানান, মিলের তালিকা প্রস্তুতে আমার কোন হাত নেই ,তালিকা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথভাবে।
    সূত্র জানায়, সাবেক ওসি (এলএসডি) ইশরাত আহমেদ পাপেল (বর্তমানে শ্যামগঞ্জ খাদ্য গুদামের ওসি,এলএসডি) এবং বর্তমান ওসিএলএসডি সিদ্ধার্থ সংকর তালুকদার দুজনেই বন্ধ মিলের বরাদ্ধ দিয়ে মিলারদের সাথে যোগসাজসে নিম্মমানের চাল ঢুকিয়ে টন প্রতি চৌদ্দ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছিল এবং এখনও নেওয়ার চেষ্টা করছে।

    উপজেলায় ধান-চাল ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর জানান, মিলের বরাদ্দে অনিয়মের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে,তদন্ত করে সত্যতা যাচাই করে দেখা হবে।

    সংশ্রিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সরকারের খাদ্য বিভাগের এই সকল দূর্নীতির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী সচেতন মহল।

  • রংপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলার ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিরা কারাগারে

    রংপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলার ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিরা কারাগারে

    • নিজেস্ব প্রতিবেদক,রংপুর থেকেঃ

    রংপুর জেলা ছাত্রলীগের পুণর্মিলনী অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিট ও খুরের আঘাতে তিন ছাত্রলীগ কর্মী গুরুত্বর আহত হওয়ায় গতকাল রাতে রংপুর এক ছাত্রলীগ কর্মী লুতফর রহমান বিদ্যুৎ নামে কোতয়ালী মেট্রোপলিটন থানায় লুতফর রহমান বিদ্যুৎ নামে ছয়জনের নামে অভিযোগ দায়ের করেন।

    এ ঘটনায় জড়িত থাকায় শুক্রবার রংপুর নগরীর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তরন সংগঠন এবং লালন একাডেমীর পরিচালক শহিদুল ইসলাম হিরা (গাঠিয়া শহিদুল) কে গ্রেফতার করেছে রংপুর মেট্রো কোতয়ালী থানা পুলিশ।

    মামলার অভিযোগ সূত্রে, রাতে নগরীর জুম্মাপাড়ার বাড়ী থেকে শহিদুল ইসলাম হিরা কে আটক করে। এ ঘটনার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কোতয়ালী মেট্রোপলিটন থানায় ১৪৩/ ৩২৩/ ৩২৬ ৩০৭/৫০৬/১১৪ ধারায় পেনাল কোড অর্থাৎ বেআইনী জনতাবদ্ধ (হত্যার উদ্দেশ্য জখন,গুরুত্বর আহত,রক্তাক্ত কাটা,হুমকি প্রদর্শনের দায়ে মামলা করেছে এক ছাত্রলীগ কর্মী।
    মামলায় অভিযোগে আটককৃত শহিদুল ইসলাম হিরা (গাঠিয়া শহিদুল) ছাড়াও আরো কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।
    মামলায় অভিযোগে আসামীরা হলেন, ইউসুফ ভলু যুবলীগ কর্মী, রিয়ন ইসলাম (শহিদুল ইসলাম হিরার বড় ছেলে),বাপ্পা (বহিরাগত ) রায়হান ও কামরুজ্জামান শাহীন রংপুর জেলা যুবলীগ যুগ্ম আহব্বায়ক কে প্রধান করে মোট ৬ জনের নামে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মারপিট ও হত্যার উদ্দেশ্যে মামলা করেছেন।

    পুলিশ জানায়, শনিবার গ্রেফতারকৃত শহিদুল ইসলাম হিরা কে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ । আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

    জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন,তাকে হত্যা করতে পরিকল্পিতভাবে টোকাই সন্ত্রাসীদের দিয়ে নেতা কর্মীকে আক্রমন করা হয়েছে এতে আহত হয় কয়েকজন নেতাকর্মী। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহব্বান জানান তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় টাউন হলে পুণর্মিলনী অনুষ্ঠান ছিলো শুক্রবার সন্ধ্যায়। এসময় অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্য সংঘর্ষ হয়।
    জেলা ছাত্রলীগের সভাপতি নেতাকর্মীদের নিয়ে ঝগড়া থামাতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে আহত হওয়া সোবাহান, বিদ্যুৎ ও অভিকসহ তিনজনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

    কোতোয়ালি থানার রংপুর মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান,সন্ত্রাসীরা কোন দলের না। শক্রবার রংপুর টাউন হলের এক অনুষ্ঠানে হামলার ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দায়ীদের ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি বলেন।

    উল্লেখ্য, রংপুর জেলা ছাত্রলীগের পুণর্মিলনী অনুষ্ঠানে মারপিট ও খুরের আঘাতে আহত হোন তিন নেতাকর্মী। তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেলে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। এদের একজন গুরুত্বর আঘাত পাওয়ায় জরুরী অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রপচারের করেছে চিকিৎসকরা।

  • যুব বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

    যুব বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

    • স্পোর্টস সংবাদঃ

    যুব বিশ্বকাপ ক্রিকেটে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালে লাইন আপ। ৮ দলের কোয়ার্টার ফাইনাল লড়াই শেষে সেমিতে উঠে এসেছে চার দল ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

    যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৪ ফেব্রুয়ারী মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ৬ ফেব্রুয়ারী মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

    পচেফস্ট্রুমে সেমিফাইনালের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সেমির লড়াই শেষে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ফাইনাল হাইভোল্টেজ ম্যাচ।

    তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে উঠে এসেছে বাংলাদেশ।
    দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উইন্ডিজদের হারিয়ে সেমিতে এসেছে নিউজিল্যান্ড আর প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে এসেছে ভারত। আর শেষ কোয়ার্টার ফাইনালে পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানের।১

  • ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনা , আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে

    ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনা , আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে

    ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে
    ভোট গণনা , আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে রয়েছে

    নির্বাচন সংবাদঃ
    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের
    ভোট গ্রহন শেষে ভোট গণনা , এগিয়ে রয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা

    উভয় সিটিতেই আওয়ামী লীপ প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

    সর্বশেষ রিটানিং অফিসারের কার্যালয় থেকে যে কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ভোটে এগিয়ে রয়েছে ঢাকা উত্তরের আতিকুল ইসলাম ১৪০ কেন্দ্রে ৪৬,৭৫৯ ভোট পেয়েছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিথ আওয়াল পেয়েছেন ৩২,৯১০ ভোট।

    ঢাকা দক্ষিণ সিটিতে শেখ ফজলে নূর তাপস ৭৭৩ কেন্দ্রে ভোট পেয়েছেন ২,৭৮,১৯৩ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১,৪২,৯৭৫ ভোট।

  • channel24bd.tv লাইভে চোখ রাখুন আজকের নির্বাচনী খবরে

    channel24bd.tv লাইভে চোখ রাখুন আজকের নির্বাচনী খবরে

    channel24bd.tv তে লাইভ দেখুন আজকের নির্বাচনী খবরের

    লিংকঃ-

    https://www.channel24bd.tv/live

    সকল নিউজ পেপারঃ লিংকঃ-

    https://www.google.com/search?q=all+bangla+newspaper&oq=allbang&aqs=chrome.1.69i57j0l3.7501j0j4&client=ms-android-oppo-rev1&sourceid=chrome-mobile&ie=UTF-8

  • বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে ঢাকার দূতাবাসগুলোর গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

    বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে ঢাকার দূতাবাসগুলোর গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

    নির্বাচনসংবাদঃবাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসগুলো গর্হিত কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

    বিভিন্ন দূতাবাসের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের দেশে ভোট কেমন হয় এ রকম কিছু কিছু নমুনা তো আমাদের জানা আছে। তবে একটা কাজ তারা ঠিক করেনি। বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকরি করেন, যারা বাংলাদেশের নাগরিক এবং সেখানে চাকরি করেন, চাকরিজীবী।’

    ‘তাদের নির্বাচনে তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। তারা একজন দেশীয় কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে পাঠাতে পারেন না, এ কাজটি সঠিক করেননি তারা।’

    শেখ হাসিনা বলেন, ‘এখানে অনেক ধরনের… লোক আছে। আমি তাদের চিনি। কারো পিতা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে জড়িত ছিল; কেউ ছিল স্বাধীনতাবিরোধী, যারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে। তাদের উত্তরসূরি- এ রকম বহুজন রয়েছে। রাষ্ট্রদূতদের ওখানে তারা কাজ করে। তাদের নামও কিন্তু তারা তালিকায় দিয়েছে!’

    ঢাকা উত্তর ও দক্ষিণে নৌকার প্রার্থী জয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে সকাল আটটার কয়েক মিনিট আগে ভোটকেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ অপেক্ষা করে আটটা বাজার পর তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

    তিনি বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় এসেছে সরকার ক্ষমতায় এসেছে। যার ফলাফল দেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে।’

  • নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীদের অভিযোগ,ফলাফল ঘোষনা শেষ না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের মাঠে থাকার অনুরোধ ইশরাকের

    নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীদের অভিযোগ,ফলাফল ঘোষনা শেষ না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের মাঠে থাকার অনুরোধ ইশরাকের

    ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সারাদিনের সব অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন এবং ফলাফল ঘোষনা শেষ না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের

    মাঠে থাকার অনুরোধ

    বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, নির্বাচন কমিশনের যথাযথভাবে দায়িত্ব পালন না করার মত বিষয়গুলো উঠে এসেছে ইশরাক হোসেনের অভিযোগপত্রে।

    ঢাকা উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালও নির্বাচন কমিশনের কাছে তার অভিযোগ লিখিত আকারে পেশ করেছেন।

    ওদিকে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস বিএনপি প্রার্থীদের অভিযোগকে অমূলক বলে দাবি করেছেন।

  • ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে মন্তব্য করলেন আতিকুল ইসলাম

    ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে মন্তব্য করলেন আতিকুল ইসলাম

    ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে মন্তব্য করলেন আতিকুল ইসলাম

    ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে
    ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মন্তব্য করেছেন, দেশ আজ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।

    পাশাপাশি শুক্রবারের পর শনিবারও ছুটির দিন হওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকে ঢাকার বাইরে বেড়াতে গিয়েছেন বলে মন্তব্য করেন আতিকুল ইসলাম।

    তিনি আরো বলেন, “উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কমেছে।”

  • মহান ভাষার মাস ফেব্রয়ারি প্রথম প্রহরে শহীদদের মোমবাতি প্রজ্জ্বলন

    মহান ভাষার মাস ফেব্রয়ারি প্রথম প্রহরে শহীদদের মোমবাতি প্রজ্জ্বলন

    চকবাজার থানা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যেগে মহান ভাষার মাস ফেব্রয়ারি প্রথম প্রহরে শহীদদের স্মরনে মহসিন কলেজ’র শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    এসময় আব্দুল আল সাঈদ এর সভাপতিত্বে ও রাকিব খান রাহি এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহের ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য সৈয়দ আচরা উল্লাহ আদিল , এডভোকেট শাকিল আজম,এডভোকেট মান্না দে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মনজু করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আকমাম বাপ্পি,থানা ছাত্রলীগের উপস্থিত ছিলেন গালিব, আরমান,মঈন, সাব্বির,রিয়াজ,আবরার,কায়ুম,রাবি,পারভেজ,ইয়াসিন,ইসমাইল, হোসেন,মিজানুর রহমান প্রমুখ।