যুব বিশ্বকাপ ক্রিকেটে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালে লাইন আপ। ৮ দলের কোয়ার্টার ফাইনাল লড়াই শেষে সেমিতে উঠে এসেছে চার দল ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৪ ফেব্রুয়ারী মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ৬ ফেব্রুয়ারী মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
পচেফস্ট্রুমে সেমিফাইনালের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সেমির লড়াই শেষে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ফাইনাল হাইভোল্টেজ ম্যাচ।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে উঠে এসেছে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উইন্ডিজদের হারিয়ে সেমিতে এসেছে নিউজিল্যান্ড আর প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে এসেছে ভারত। আর শেষ কোয়ার্টার ফাইনালে পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানের।১
Leave a Reply