Author: sattersangbad24

  • সাভারে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক থিয়েটার উৎসব শুরু হলো,৩১ জানুয়ারি সমাপনী  

    সাভারে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক থিয়েটার উৎসব শুরু হলো,৩১ জানুয়ারি সমাপনী  

    •   ষ্টাফ রিপোর্টারঃ

    জাগরণী থিয়েটারের ২৫ বছর পূর্তিতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক থিয়েটার উৎসব। সাভারের এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে শুক্রবার রাতে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

    জাগরণী সম্মাননা উৎসবে সংবর্ধিত হয়েছেন নাট্যজন আবুল হায়াত, দিলারা জামান ও শর্মিলী আহমেদ। সাভার শিল্পকলা একাডেমি বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরা হয় এই উৎসবে।
    জাগরণী থিয়েটারের রজত জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ৯টি ও ভারতের পাঁচটি দল তাদের নাটক মঞ্চস্থ করবে। গতকাল উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় জাগরণী থিয়েটারের প্রযোজনায় নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’।
    উৎসবের বিভিন্ন দিনে শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, আজিজুল হাকিম, জিনাত হাকিম, আফসানা মিমি, মুনিরা ইউসুফ মেমি, আজাদ আবুল কালাম, আব্দুল হালিম আজিজ, লুৎফর রহমান জর্জ, শামস সুমন, তানভিন সুইটি, আবু নাসের বেগ, প্রণব কুমার ঘোষ, নিরঞ্জন দাস, রওনক হাসান, তপন হাফিজ, ড. কিষান মোস্তফা, তপু খান, আজমল আমিন, অরূপ রায়, শাহেদুল ইসলাম শাহেদ, শচিন সরকার, নিরঞ্জন সরকার, শফিকুল আলম বাবুল প্রমুখকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে জাগরণী সেরা নাট্যকর্মী ২০১৯ ঘোষণা ও সম্মাননা প্রদান করা হবে।
    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, কামাল বায়েজীদ, আহমেদ গিয়াস, কাদের তালুকদার, সালাউদ্দিন খান নঈম প্রমুখ।

    ৩১ জানুয়ারি সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত হবে থিয়েটার বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের নাট্য গবেষক ড. আশিষ গোস্বামী ও বিভিন্ন অতিথি বৃন্দরা।

  • ঘরে বসে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সত্যতা নিশ্চিতকরণ

    ঘরে বসে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সত্যতা নিশ্চিতকরণ

    অনলাইন নিউজঃ

    অনলাইনে আমরা কত সময়ই না ব্যয় করে থাকি। কিছু সময় ব্যয় করি সম্পূর্ন অযথা। অথচ অনেক প্রয়োজনীয় কাজও আমরা ঘরে বসেই করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। তাই আসুন অনলাইনে কিছু কাজের কাজও করি।

    ঘরে বসেই আমরা চেক করতে পারি পাসপোর্ট এর বিস্তারিত তথ্য এবং জাতীয় পরিচয় পত্র। এজন্য পাসপোর্ট অফিস বা দূতাবাসে যাওয়ার কোন প্রয়োজন নেই।

    আসুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসে অনলাইনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেক করা যায়ঃ-
    পাসপোর্টের অনলাইন ইনকোয়ারি বা পাসপোর্টের সত্যতা নিশ্চিতকরণে যারা যারা নতুন পাসপোর্ট আবেদন করেছেন তারা এখন থেকে অনলাইনেই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কি না। প্রথমে আপনাকে নিচের ঠিকানায় যেতে হবে: http://www.immi.gov.bd/passport_verify.php
    তার পর নিচের মত একটি পেইজ আসবে।

    Passport Office Slip No: এর জায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি
    এবং Date of Birth: এর জায়গায় আপনার জন্ম তারিখটি দিন। তার পর Submit: এ ক্লিক করুন। আপনার তথ্যটি পেয়ে যাবেন সাথে সাথেই।

    জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড চেক করবেন যেভাবে : প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd/Bangla প্রবেশ করতে হবে। এরপর ওয়েব পেজের ডানদিকের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ওয়েব লিংকে ক্লিক অথবা সরাসরি এ লিঙ্কে (www.nidw.gov.bd) (সরাসরি) যেতে হবে। তারপর বামপাশে তৃতীয় লাইনে ‘ভেরিফাই এনআইডি লিংকে ক্লিক করলে লগিং অপশন আসবে।

    এখানে ক্লিক করুন একটা ছবি আসবে সেখানে রেজিস্ট্রারে ক্লিক করতে হবে রেজিস্ট্রার আসলে এবার ফরমটা পূরণ করুন।

    ই-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নম্বর লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজির বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে।
    আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষণ করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষণ করুন ।
    সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিস্ট্রেশন।

    এর পাশেই রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এবার ফর্মটা পূরণ করুন। ই-মেইল, মোবাইল নম্বর দিন, এনআইডি ঘরে আপনার জন্ম তারিখ দিয়ে হুবহু আইডি নম্বর লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখুন। এবার সাবমিট বাটনে ক্লিক করুন।

    নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান যে, প্রকল্পটি পরীক্ষাধীন অবস্থায় থাকার কারণে একসেসে সমস্যা হতে পারে। তবে নির্বাচন কমিশনের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে ভোটারদের তথ্য দেখা যাচ্ছে।

  • করোনাভাইরাসে ৪১ জনের মৃত্যু,ছয় দিনে একটি হাসপাতাল তৈরি করবে চীন

    করোনাভাইরাসে ৪১ জনের মৃত্যু,ছয় দিনে একটি হাসপাতাল তৈরি করবে চীন

    করোনাভাইরাসে ৪১ জনের মৃত্যু,ছয় দিনে একটি হাসপাতাল তৈরি করবে চীন

    আন্তর্জাতিক সংবাদডেক্সঃ
    করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য উহান শহরে ছয় দিনে একটি হাসপাতাল তৈরির কথা জানিয়েছে চীন।

    বর্তমানে দেশটিতে ১২শর বেশি মানুষে এতে আক্রান্ত রয়েছে এবং ৪১ জনের মৃত্যু হয়েছে।

    এই সংক্রমণ শুরু হয় উহান শহরে যেখানে প্রায় এক কোটি ১০ লাখ মানুষের বাস। শহরটির হাসপাতালগুলোতে উদ্বিগ্ন বাসিন্দাদের উপচে পড়া ভীর এবং ফার্মেসিগুলোতে ওষুধের সংকট তৈরি হয়েছে।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, নতুন হাসপাতালে এক হাজার শয্যা থাকবে।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনলাইনে যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে যে, খনন যন্ত্র এরইমধ্যে ওই স্থানে পৌঁছে গেছে। পুরো এলাকাটি ২৫ হাজার বর্গমিটার পর্যন্ত বিস্তৃত।

    ২০০৩ সালে বেইজিংয়ে সার্স ভাইরাস মোকাবেলা করতে স্থাপিত আরেকটি হাসপাতালের আদলে এই হাসপাতালটি তৈরি করা হচ্ছে।

    “এটা মূলত রোগ-অন্তরণ বা রোগীদের আলাদা করে রাখার জন্য একটি হাসপাতাল যেখানে সংক্রমণের শিকার রোগীদের পাঠানো হবে যেখানে সুরক্ষা এবং জীবাণু প্রতিরোধী সরঞ্জাম থাকবে,” বলেন হার্ভার্ড মেডিকেল স্কুলের গ্লোবাল হেলথ এন্ড সোশ্যাল মেডিসিন বিভাগের প্রভাষক জোয়ান কাউফম্যান।

  • সবাই জানে কে কে মাদকের সঙ্গে জড়িত সরাসরি বলতে অসুবিধা থাকলে গোপনে পুলিশকে জানানঃ ডিআইজি হাবিবুর রহমান বলেছেন

    সবাই জানে কে কে মাদকের সঙ্গে জড়িত সরাসরি বলতে অসুবিধা থাকলে গোপনে পুলিশকে জানানঃ ডিআইজি হাবিবুর রহমান বলেছেন

    পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসবাদ নেই। তবে জঙ্গিবাদ থাকলেও তা পুলিশের নিয়ন্ত্রণে। এখনও তাদের তৎপরতা রয়েছে।

    তিনি বলেন, দেশে মাদকের ব্যবহার রয়েছে। মাদক যেভাবে বিস্তার হয়েছে তার জন্য অনেক বড় পদক্ষেপ নিতে হবে। মাদক নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে পুলিশের পক্ষে একা মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই জানে কে কে মাদকের সঙ্গে জড়িত। সরাসরি বলতে অসুবিধা থাকলে গোপনে পুলিশকে জানান। অথবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, আপনার পরিচয় গোপন রাখব আমরা।

    সম্প্রতি শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের সঙ্গে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

    ডিআইজি হাবিবুর রহমান বলেন, ২০২০ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে সরকার। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ অঙ্গীকার নিয়ে কাজ করতে চায় পুলিশ। তবে পুলিশ সবসময়ই জনতার। ‘মুজিববর্ষে’ জনতার আরও কাছে যেতে চাই আমরা।

  • বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করছেঃ বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক

    বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করছেঃ বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করছে। ২০১৯ অর্থবছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলো থেকে প্রায় ৩৪ বিলিয়ন ডলার রপ্তানী করা হয়েছে শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টদশ প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    ড. রুবানা হক আরো বলেন, শ্রমিকের মজুরী এবং দক্ষতার মধ্যে গ্যাপ আছে কিন্তু আমাদের শ্রমিককে আরো পারদর্শিক করার জন্য ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন রয়েছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য নূন্যতম মজুরী বাড়ালেও শ্রমিকের জীবন মান উন্নয়ন হয় না। যে মূহুর্তে মজুরীটি বাড়ে সেই সাথে সাথে যানবাহনের খরচটা বাড়ে এবং বাড়িওয়ালারাও ঘর ভাড়ার দাম বাড়ান। দ্রব্যমুল্যেরও দাম বেড়ে যায়, যার ফলে শ্রমিকরা উপকৃত হোন না।

    তিনি আরো বলেন, আগামী অর্থ বছরে আমরা বাজেটে প্রস্তাব রাখবো যেনো শ্রমিকদের জন্য আবাসন গৃহায়ণ ও খাদ্যে এই তিনটি যায়গায় সরকার একটু মনোযোগী হন। কারণ সরকারের একটা বড় সামাজিক খাত রয়েছে, এ বছর সেটা ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা আশাকরি আরও দুইশত কোটি টাকা যদি আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে শ্রমিকদের জন্য কিছুটা সাশ্রয় হবে। এখন বাংলাদেশের শ্রমিকরা বিদেশের কারখানায় কাজ করছে, তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং এশিয়ান ইউনিভার্সিটিতে আগামী নয় মে প্রায় দশজন শ্রমিক গ্যাজুয়েট করছেন এটি ইতিহাস সৃষ্টি করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে গ্র্যাজুয়েট করায় সেটা আমাদের জন্য অহংকারের বিষয়।

    অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান, উপাচার্য অধ্যাপক ড.ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

    উল্লেখ্য, এর আগে বিজিএমইএর প্রেসিডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে একটি ভবন উদ্বোধন করেন।

  • এমএলএম ইউনিপেটুইউ-এর চেয়ারম্যানসহ ৬জন কর্মকর্তাকে ১২ বছরের কারাদণ্ড, ৪২০ কোটি টাকা বাজেয়াপ্তঃ আদালত

    এমএলএম ইউনিপেটুইউ-এর চেয়ারম্যানসহ ৬জন কর্মকর্তাকে ১২ বছরের কারাদণ্ড, ৪২০ কোটি টাকা বাজেয়াপ্তঃ আদালত

    গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ছয়জন কর্মকর্তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

    কারাদণ্ডের পাশাপাশি তাদের ২৭০২ কোটি ৪১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে, এবং প্রতিষ্ঠানটির ৪২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

    বাংলাদেশে এর আগে আরো কয়েকটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠলেও এবার এই প্রথম এ ধরণের কোন প্রতিষ্ঠানের কারো সাজা হলো।

    দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ছয়জন কর্মকর্তাকে ১৩৫১ কোটি টাকা দুর্নীতির দায়ে মানি লণ্ডারিং আইনে সাজা দিয়েছেন আদালত।

    এর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাসীর হোসেন, পরিচালক আরশাদ উল্লাহ এবং জেনারেল ম্যানেজার এএম জামশেদ রহমান এই তিনজন ইতোমধ্যে কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্ত বাকি তিনজন পলাতক।

    দুদক ২০১১ সালের ২৫শে জানুয়ারি ইউনিপেটুইউ -এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে।

    বাংলাদেশে গত কয়েক বছরে ডেসটিনি ও যুবকসহ আরো কয়েকটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

    সেসব ঘটনায় একাধিক মামলা হবার পর সেগুলো এখনো বিচারাধীন রয়েছে।

    মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, এ প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং রেজিস্ট্রেশন না নিয়ে শুধুমাত্র সমবায়ের লাইসেন্স দিয়ে ব্যাংক সমতুল্য কিছু কার্যক্রম পরিচালনা করে আসছিল।

    শুরুতে মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠানগুলো সমবায়ের লাইসেন্স দিয়ে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করতো এবং কখনো তারা ঋণও প্রদান করতো।

    কিন্তু সমবায়ের লাইসেন্সের আওতায় সেটি করার জন্য তাদের অনুমতি নেই।

    যদিও সেসময় এ ধরনের কার্যক্রম তদারকি করার মতো লোকবল সমাজ কল্যাণ বা সমবায় অধিদফতরের ছিল না।

    এ ধরণের কয়েকটি অর্থ কেলেংকারির পরে ২০১৩ সালে সরকার মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে।

  • পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষায় কোন সরকারি প্রতিষ্ঠান নেই, পুলিশ সদস্য আত্মহত্যা ঘটনার বিচারের দাবীতে মানববন্ধনেঃসভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন

    পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষায় কোন সরকারি প্রতিষ্ঠান নেই, পুলিশ সদস্য আত্মহত্যা ঘটনার বিচারের দাবীতে মানববন্ধনেঃসভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন

    • ষ্টাফ রিপোর্টারঃ

    পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতারের দাবি জা‌নি‌য়ে‌ছে’ এইড ফর মেন ফাউন্ডেশন’।
    আজ শ‌নিবার ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এক মানববন্ধ‌নে তারা এই দা‌বি জানায়।

    মানববন্ধনের লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। আত্মহত্যার পূর্বে পুলিশ সদস্যের ফেসবুকে স্ট্যাটাস থেকে স্পষ্ট যে তার স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের কারণেই এই আত্মহত্যার প্ররোচনা চালায়।

    মানববন্ধ‌নে এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমসহ আরো অনেকে উপ‌স্থিত ছি‌লেন সংগঠনের কর্মীরা।

    সভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁন বলেন, ‘নারী-পুরুষ উভয়ই নির্যাতনের শিকার হলেও, পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আইনি সুরক্ষায় কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। এর কারণে যদি কেউ প্রাণ হারায়, তবে এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। আমরা দাবি জানাচ্ছি, পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের আত্মহত্যার প্ররোচনার জন্য স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হোক।’

  • পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেনঃ প্রধানমন্ত্রী ইমরান খান

    পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেনঃ প্রধানমন্ত্রী ইমরান খান

    পাকিস্তানের ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট লোকজনদের সঙ্গে এক আলোচনাসভায় পাকিস্তানে যৌন অপরাধ বৃদ্ধির জন্য ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    ইমরান খান বলেন, মোবাইলের ব্যাপক ব্যবহারের ফলে দেশের ছোট ছোট ছেলে মেয়েদের হাত এমন সব বিষয়বস্তু চলে আসছে যা আগে ভাবাই যেত না। স্কুলে ড্রাগের প্রচলন বাড়ছে দ্রুত। দ্বিতীয়ত দেশের যৌন অপরাধ লাফিয়ে বাড়ছে। বাড়ছে শিশু পর্নগ্রাফির প্রচলন।

    এর কারণ উল্লেখ করে ইমরান খান বলেন, আমরা যেসব বিনোদনমূলক জিনিস দেখি তা প্রথমে তৈরি হয় হলিউডে। সেখান থেকে তা আসে বলিউডে। তারপর আসে পাকিস্তানে। বলিউডের সবচেয়ে খারাপ জিনিসটা আমরা নিচ্ছি। এতে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। এর প্রভাব ভারতে পড়ছে। আমাদের এখানেও দেখতে পাবেন। বলিউডে যেসব ড্রামা তৈরি হয় তার সঙ্গে আমাদের সংস্কৃতির কোনো মিল নেই। এর জন্য অল্টারনেটিভ তৈরি করতে হবে। এতে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ঠ হচ্ছে বলে তিনি বলেন।

  • দেশের মানুষের কথা চিন্তা করে ২৭ বছর ধরে সড়ক দূর্ঘটনা রোধে আন্দোলন করছিঃ অভিনেতা ইলিয়াস কাঞ্চন

    দেশের মানুষের কথা চিন্তা করে ২৭ বছর ধরে সড়ক দূর্ঘটনা রোধে আন্দোলন করছিঃ অভিনেতা ইলিয়াস কাঞ্চন

    • সত্যেরসংবাদঃ

    দেশের মানুষের কথা চিন্তা করে ২৭ বছর ধরে সড়ক দূর্ঘটনা রোধে আন্দোলন করছি। একটি সড়ক দূর্ঘটনায় আমি আমার স্ত্রীকে হারিয়েছি।যাতে আমার স্ত্রী মত আর কাউকে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাতে না হয়।
    আমি যানি সড়ক দূর্ঘটনা রোধ হলেও আমার স্ত্রীকে ফিরে পাবো না। আমার সন্তানরা যে কষ্ট পেয়েছে সেটা ফিরে আসবে না। শুক্রবার দুপুরে নওগাঁর ঐতিহ্যবাহি বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বোয়ালিয়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বধীন হয়েছে। জীবন দিয়ে যারা এই দেশ স্বাধীন করেছে তারা এই দেশের মানুষের কথা চিন্তা করে জীবন দিয়ে গেছে। আমাদের মুক্তিযোদ্ধের স্বপ্ন ছিলো টাকার অভাবে যেন কেউ লোখাপড়া বন্ধ করতে না পাড়ে, বা-মার চিকিৎসা করাতে পারবো না। এ রকম যেন না হয় এটাই ছিলো মুক্তিযোদ্ধের স্বপ্ন। তাই আমাদের দেশে যারা টাকার অভাবে গরীব ও মেধাবী ছত্র-ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। তারা যেন লেখাপড়া ভালো ভাবে করতে পারে সেই সুযোগ আমাদের করে দিতে হবে। আর এভাবেই যদি আমরা এক জন আরেক জনের পাশে দাড়াঁয় তাহলে দেশ উন্নত হবে। মুক্তিযোদ্ধের ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। শিক্ষার গুনগতমান উন্নয়নে সকলকে অধিকতর সচেতন হওয়া ও পাশাপাশি সমাজ থেকে কুসংস্কার, মাদক, বাল্যবিবাহ দূর করতে একসাথে সকলকে এগিয়ে আসার আহবান জানান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহমুদাল ফারুক।এসময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ,এস,এম আজাদ হােসেন, বি.সি.আই.সির মহাব্যবস্থাপক (প্রশাসন) অবসরপ্রাপ্ত আবেদ আলী, জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটিডের এ্যাডিশনাল চীফ কেমিস্ট অবসরপ্রাপ্ত আকরাম হোসেন, মেরিন ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল বারী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মাসুদ আল ফারুক, নিরাপদ সড়চ চাই জেলা শাখার সভাপতি রায়হান আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যোরা বক্তব্য রাখেন।

  • ধামরাইয়ে বাউল শিল্পী শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তৌহিদী জনতা

    ধামরাইয়ে বাউল শিল্পী শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তৌহিদী জনতা

    • নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    আল্লাহ ও রাসূল (সাঃ) এর নামে কটুক্তি কোরআন সুন্নাহর অবমাননা ও অপব্যাখ্যা এবং আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধামরাইয়ের জয়পুরা বাসষ্ট্যান্ডে উপজেলা ইমাম পরিষদ, উপজেলা ইসলামি আন্দোলনসহ সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বয়াতি শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৪জানুয়ারী) বাদ জুমআ ধামরাই জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তৌহিদী জনতা।

    এ সময় ইমাম পরিষদের সাধারন সম্পাদক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আসরাফ আলী, আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুফতি আবুল হোসেন, হাফেজ লিয়াকত, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ফজলুল হক, দেওয়ান নজরুল প্রমুখ।

    বক্তব্যে বলেন, শরিয়ত সরকার ধর্মীয় অপ- ব্যাখ্যা দিয়ে ইসলামকে ধ্বংসের গভীর চক্রান্ত করছে, এ চক্রান্তের সাথে লিপ্ত শরিয়ত সরকারকে ফাঁসি দেওয়া হউক।

    গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার, আল্লাহ, নবী-রাসূল, পবিত্র কোরআন,আলেম-উলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন।

    ঐ বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে, উক্ত বিষয়ের অভিযোগে মির্জাপুর থানায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে।