আল্লাহ ও রাসূল (সাঃ) এর নামে কটুক্তি কোরআন সুন্নাহর অবমাননা ও অপব্যাখ্যা এবং আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধামরাইয়ের জয়পুরা বাসষ্ট্যান্ডে উপজেলা ইমাম পরিষদ, উপজেলা ইসলামি আন্দোলনসহ সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বয়াতি শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪জানুয়ারী) বাদ জুমআ ধামরাই জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তৌহিদী জনতা।
এ সময় ইমাম পরিষদের সাধারন সম্পাদক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আসরাফ আলী, আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুফতি আবুল হোসেন, হাফেজ লিয়াকত, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ফজলুল হক, দেওয়ান নজরুল প্রমুখ।
বক্তব্যে বলেন, শরিয়ত সরকার ধর্মীয় অপ- ব্যাখ্যা দিয়ে ইসলামকে ধ্বংসের গভীর চক্রান্ত করছে, এ চক্রান্তের সাথে লিপ্ত শরিয়ত সরকারকে ফাঁসি দেওয়া হউক।
গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার, আল্লাহ, নবী-রাসূল, পবিত্র কোরআন,আলেম-উলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন।
ঐ বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে, উক্ত বিষয়ের অভিযোগে মির্জাপুর থানায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে।
Leave a Reply