Author: sattersangbad24

  • বিয়ের পিঁড়িতে বসার আগেই ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় এক জনের অকালে ঝড়লো প্রান

    নিজস্ব প্রতিবেদক,ধামরাই থেকে:

    বিয়ের পিঁড়িতে বসা হল না মো. রাব্বি মিয়া বিনুর (২৫)। ঢাকার ধামরাইয়ে দ্রুতগতির নীলাচল বাস দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে। সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    মঙ্গলবার রাতে তার গায়ে হলুদ আর বুধবার তার বিয়ে। তাই তিনি রাতেই বাড়ির উদ্দেশে রওনা হন ওই বাসটিতে। রাত ২টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের কাছে পৌঁছলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

    বাসটির আহত যাত্রী ও নিহত যাত্রী রাব্বি মিয়া বিনুর সহপাঠী এটিএম আলেকচান যদু জানান, মঙ্গলবার বিনুর গায়ে হলুদ ও বুধবার বিয়ের দিন ধার্য ছিল।

    তিনি ঐ বাসের যাত্রী ছিলেন। দ্রুতগতিতে চালানোর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং অন্তত ৪০ বাসযাত্রী আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাতে রাজধানী ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশে রওয়ানা হন পদ্মাচরের মো. রাব্বি মিয়া বিনু ও তার সহপাঠী এটিএম আলেকচান যদু।

    এ ব্যাপারে ধামরাই থানার ওসি (অপারেশন) মো. মাসুদুর রহমান বলেন, গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশকে বিলম্বে খবর জানানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তার আগে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

    যাত্রীর লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিয়ে যান। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

  • আশুলিয়ায় পোশাক শ্রমিক গণনির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

    আশুলিয়ায় পোশাক শ্রমিক গণনির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

    আশুলিয়ায় পোশাক শ্রমিক গণনির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

    সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক বখাটেদের গণধর্ষণের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় অভিযুক্ত আসাদুল শেখ নামে এক যুবককে পুলিশ আটক করলেও বাকীরা পলাতক রয়েছে। ধর্ষিতা নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেছে পুলিশ।

    মঙ্গলবার দুপুরে ধর্ষণের ঘটনায় আটক অভিযুক্ত ওই যুবককে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

    আটক আসাদুল শেখ (৩২) নাটোর সদর জেলার তেবাড়িয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক শাহিনের বাড়ির ভাড়াটিয়া।

    মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা ওই তরুনী আশুলিয়ায় বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরী করেন । কিছু দিন পূর্বে প্রতিবেশী বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিন তার কাছে দুই হাজার টাকা ধার নেয় । পরে গত রবিবার দুপুরে ওই নারী শ্রমিক সেই ধারের পাওনা টাকা চাইতে ম্যানেজারের কক্ষে যায় । এসময় স্থানীয় বখাটে আসাদুল ও তার অজ্ঞাত আরো পাঁচ বন্ধু মিলে ওই নারী শ্রমিককে মিথ্যে অপবাদ দিয়ে চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে গিয়ে আটকে রাখে ।

    এরপর পালাক্রমে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন । পরে গভীর রাতে নারী শ্রমিককে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় বখাটেরা । এদিকে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ আসাদুল শেখ নামের একজনকে আটক করে।

    বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন ) জিয়াউল ইসলাম বলেন, গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী তরুনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এঘটনায় আটক আসাদুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে অভিযুক্ত বাকীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

  • সাভারে ভবনের ছাদ থেকে আত্মহত্যা করতে যাওয়া যুবককে প্রায় দেড় ঘন্টা পুলিশের শ্বাসরূদ্ধকর অ‌ভিযা‌নে উদ্ধার

    সাভারে ভবনের ছাদ থেকে আত্মহত্যা করতে যাওয়া যুবককে প্রায় দেড় ঘন্টা পুলিশের শ্বাসরূদ্ধকর অ‌ভিযা‌নে উদ্ধার

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    ঢাকার সাভারে ৯৯৯ এর ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে রাজাসন পলু মার্কেট এলাকায় ৬ তলাভবনে এ ঘটনায় ঘটে।

    মঙ্গলবার দুপুরে পৌরসভার রাজাসন পলুর মার্কেট এলাকার সেন্ট যোসেফ স্কুলের পাশে মমিন মিয়ার ছয় তলা ভবনের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা করে হারু মিয়া (৩০) নামের এক যুবক। পরে এলাকাবাসি ৯৯৯ এ কল করলে দ্রুত সাভার মডেল থানার এস আই নূর মোহাম্মাদ খান জনি পুলিশের টিম নিয়ে তিনি হাজির হন ঘটনাস্থলে। তার বুদ্ধিমত্ত্বায় বেঁচে গেলো আত্মহত্যা করতে আশা ঐ যুবক।


    স্থানীরা জানান, হারু মিয়া (৩০) নামের যুবক সকালে তার এক আত্মীয়র বাসায় বেড়াতে আসে। পরে সে ওই বাড়ির ছাদে উঠে বাইরে থেকে গেট বন্ধ করে দিয়ে ডাক-চিৎকার করতে থাকে। এ ঘটনায় আশপাশের বাসা-বাড়ির লোকজন জড়ো হতে থাকে এবং তা মুহুর্তের মধ্যে পুড়ো এলাকায় ছড়িয়ে পরে।
    এসময় ওই যুবক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে এবং ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। ওই যুবক উদ্ধার হওয়ার কিছুক্ষণ পর ফায়ার সাভির্সের একটি দল ঘটনাস্থলে আসে। পরে উদ্ধার হওয় ব্যক্তিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা রাস্তায় নেমে আসে।

    এস আই নূর মোহাম্মাদ খান জনি জানান,বিকেল ৩ টার দিকে এক ব্যক্তির ৯৯৯ থেকে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয় তলার ছাদে আত্মহত্যা করতে ওঠা যুবকের বাড়ী রংপুর। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই।
    যুবকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুটি দলে ভাগে হয়ে যান। পুলিশের একটি দল ওই লোকটির সাথে কথা ব‌লে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রে‌খে‌ছে। দরজা না ভেঙ্গে ছাদে ওঠার কোনো উপায় নেই। তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে। দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এই সুযোগেই পুলিশ কৌশ‌লে দেয়ালের খা‌নিকটা ইট ভেঙ্গে এক‌টি ফু‌টো তৈরী ক‌রে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।

    সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ এএফএম সাহেদ জানান
    এ বিষয় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ৯৯৯ থেকে কল পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের চৌকশ দল সেখানে গিয়ে কৌশলে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখন পযর্ন্ত কি কারণে সে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছিলো সে বিষয় কিছু জানা যায়নি।

  • পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাভারের ভাকুর্তার মুশুরীখোলা এলাকায় একটি ভাটা ভেঙ্গে দিয়ে,আটক-২

    পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাভারের ভাকুর্তার মুশুরীখোলা এলাকায় একটি ভাটা ভেঙ্গে দিয়ে,আটক-২

    সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার এবিএম ইটভাটা গুঁড়িয়ে দিয়ে দুইজনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

    পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত জানায়, সাভারের আমিন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় অন্তত ৯০টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে।
    সোমবার ২৭ জানুয়ারি অভিযান চালানো হয় এবিএম ব্রিকস নামের একটি ইটভাটায়। এ সময় ভাটার বেশির ভাগই ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
    জরিমানা করা হয় কয়েক লাখ টাকা তবে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দুজনকে আটক করা হয়। এ দুটি ভাটার চুল্লি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
    এছাড়া ও-ই এলাকায় ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ব্রিকসের চুল্লির ৪০ ভাগ ভেঙে দেওয়া হয়।

    এসময় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহামুদা খাতুন, সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমান খান।

    কাজী তামজিদ আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। তিনি বলেন, আগে ইটভাটার আংশিক ভেঙে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরিমানা কমিয়ে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।

  • সাভার ও আশুলিয়ায় কয়েকটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন র‍্যাব-৪

    সাভার ও আশুলিয়ায় কয়েকটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন র‍্যাব-৪

    সাভার ও আশুলিয়ায় কয়েকটি ফার্মেসীতে অভিযান চালিয়ে অবৈধ বিক্রি নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রিয় করার অভিযোগে দুই ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় প্রায় ১ লাখ টাকার বিক্রি নিষিদ্ধ মজুদকৃত ওষুধ।

    এসময় সাভার ও আশুলিয়ায় কয়েকটি ফার্মেসীতে জরিমানা না করে তাদেরকে সতর্ক করে দিয়েছে আদালত।

    সোমবার আশুলিয়ার কাঁঠালবাগান এলাকায় দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে যৌথ অভিযান পরিচালনা করে ওষুধ অধিদপ্তর ও র‌্যাব-৪।

    র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান জানান, কাঁঠালবাগান এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।

    এসময় বিক্রি নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগের সত্যতা মেলে দুই ফার্মেসিতে। পরে দুই ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
    এ সময় উভয় প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিক্রি নিষিদ্ধ মজুদকৃত ওষুধ জব্দ করা হয়।

  • সাভারের রাজাশনে বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত,চালক ও রিক্সা আটক

    সাভারের রাজাশনে বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত,চালক ও রিক্সা আটক

    শেখ এ কে আজাদ,সাভার থেকে:

    সাভার পৌর রাজাশন এলাকায় বেপরোয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় দ্বিতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
    ২৭ জানুয়ারি দুপুরে সাভার পৌর এলাকার রাজাশন পলু মার্কেট সংলগ্ন ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আঁখি আকতার (৮) নামেব্যাটারি চালিত অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত শিশু শিক্ষার্থী আঁখি আকতার মানিকগঞ্চ জেলার দৌলতপুর থানার চর কাটালি এলাকার আমজাদ মন্ডল ও কমলা বেগম দম্পতির কন্যা। শিশুটির পরিবার রাজাশন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে স্কুলের নিকট বিরুলিয়া আঞ্চলিক সড়ক দিয়ে পাড় হচ্ছিল। এ সময় সাভার বাজার বাসস্ট্যান্ডমুখী ব্যাটারি চালিত দ্রুতগতির বেপরোয়া অটোরিক্সাটি আঁখিকে চাপা দেয়।
    স্থানীয়রা ঘাতক অটোরিকশাসহ চালক ফিরোজ বিশ্বাস ও তার অটো রিক্সাটি আটক করে রাখে। তার বাড়ী পাবনার সুজানগরের মানিকের হাট গ্রামে। তিনি বিরুলিয়া ইউনিয়ন এলাকার রমজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
    সাভার মডেল থানার এস আই রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে ঘাতক অটোরিক্সা চালক ও রিক্সা আটক করে থানায় নিয়ে যায়
    এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • বরগুনায় পরকীয়ার টানে রুশিয়াকে নিয়ে উধাও হয়ে গেছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি রাসেল

    বরগুনায় পরকীয়ার টানে রুশিয়াকে নিয়ে উধাও হয়ে গেছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি রাসেল

    ডেক্সসংবাদঃ

    বরগুনার পাথরঘাটা উপজেলায় রাসেল চাপরাশি নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী রুশিয়া বেগমকে নিয়ে পালিয়ে যাওয়ারি অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী খলিলুর রহমান প্রথমে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি ও পরে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুব্রত মল্লিকের আদালতে মামলা দায়ের করেন।

    অভিযুক্ত রাসেল পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের এলাকার মৃত মিন্টু চাপরাশীর ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে রুশিয়ার পরকীয়া চলে আসছিল। সম্প্রতি রাসেল খলিলের স্ত্রীকে পার্শ্ববর্তী উপজেলা তালতলী নিয়ে ৬ দিন থাকার পর ওই উপজেলার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সে সময় দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে ঘরে তুলে নেয় রাসেল। কিন্তু পরকীয়ার টানে আবারো রুশিয়াকে নিয়ে উধাও হয়ে গেছেন রাসেল।

    খলিলুর রহমান বলেন, আমার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাসেলকে আসামি করে মামলা করায় সে শনিবার বিকালে আমার ঘরে এসে আসবাবপত্র ভাঙচুর করে। বলে- আমি যদি মামলা তুলে না নেই তবে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। আমাকে যে কোন সময় মেরে ফেলতে পারে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

    এ বাপারে যুবলীগ নেতা রাসেল জানান, আমি খলিল মিস্ত্রির স্ত্রীকে নিয়ে যাইনি। রুশিয়ার সঙ্গে আমার কথা হয়েছে সে তার বাবার বাড়ি তালতলী এলাকার পনু খলিফার কাছে আছে। আমার বিরুদ্ধে আমার চাচারা খলিল মিস্ত্রির সঙ্গে মিলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন জানান, এঘটনায় রাসেলের বিরুদ্ধে থানায় রুশিয়ার স্বামী খলিল জিডি করে। পরে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করেন। এছাড়া অভিযুক্ত ওই যুবলীগ নেতা রাসেলেরে বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

  • সাভার মডেল একাডেমীতে ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী সম্পন্ন

    সাভার মডেল একাডেমীতে ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী সম্পন্ন

    সোমবার ২৭ জানুয়ারি সাভার মডেল একাডেমীতে ৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলোচনাসভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    সাভার মডেল একাডেমীতে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলোচনাসভা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি-২০ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনাসভা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    এসময় আইনজীবী, শিক্ষানুরাগী ও সাভার মডেল একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃশহিদুল ইসলাম এর সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক গনিত বিভাগের বিভাগীয় প্রধান ড.মুকবুল আহাম্মেদ।

    অনেকের মধ্য অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সাভার আদর্শ কলেজের প্রিন্সিপাল ও সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছমির উদ্দিন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক চৌধুরি,আজিজুর রহমান,আবুল বাশারসহ শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।

    এসময় বক্তরা বলেন, পুথিগত বিদ্যা বড় বিদ্যা নয়, ‘খেলা-ধুলা প্রয়োজনের মাধ্যমে শরীরচর্চা হয়, এর ফলে দেহ ও মন দুটি ভালো থাকে আমাদের। স্মার্ট ফোন শিশুদের হাতে তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করেন। শিক্ষার পাশাপাশি চিত্তবিনোদন প্রয়োজন রয়েছে।

    সপ্তাহ ব্যাপি এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়,চকলেট দৌড়,গুপ্তধন উদ্ধার,শ্রবন শক্তি পরীক্ষা,সূই সুতা,বস্তা দৌড় খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতা খেলায় অংশগ্রহন করে।আলোচনাসভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    এ অনুষ্ঠানে মধ্যে নার্সারি শ্রেণি থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধাতালিকা পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক গনিত বিভাগের বিভাগীয় প্রধান ড.মুকবুল আহাম্মেদ।

    এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাভার মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারিয়া,পাপিয়া ও একাডেমির শিক্ষক সিদ্দিক।

    এর আগে রবিবার ২৬ জানুয়ারি সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেছে একাডেমী প্রতিষ্ঠানটি। এবারের ২০২০ সনের এসএসসি পরীক্ষার্থী ৭৭ জন বলে জানায় সাভার মডেল একাডেমীর অধ্যক্ষ মোহাঃ শহিদুল্ল সবুজ। সাভারে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় সমাপনি ও জেএসসি এবং এসএসসি রেজাল্টে এ+,এ-সহ শতভাগ পরীক্ষার্থীরা পাশ করেছে।

  • লেখক ও সাংবাদিক তুহিন সারোয়ারকে সম্মানহানীকর ফেসবুকে স্ট্যাটাসের বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেখক ও সাংবাদিক তুহিন সারোয়ারকে সম্মানহানীকর ফেসবুকে স্ট্যাটাসের বিরুদ্ধে থানায় অভিযোগ

    গাজীপুরে লেখক সাংবাদিক,তুহিন সারোয়ারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানী করার উদ্যেশ্যে বার বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে।

    পুলিশ ও সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ২৪ শে জানূয়ারী ২০২০ইং তারিখে
    Hafsa Ahmed Mitu নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক তুহিন সারোয়ারের নামে একাধিকবার উদ্যেশ্য প্রণোদিতভাবে অসম্মান,অপমানজনক, ও মানহানীকর স্ট্যাটাস আপলোড করা হয় ।
    এ ঘটনায় “চ্যানেল সিক্স” এর চেয়ারম্যান, ভারতের হিন্দুস্তান টাইমস এর ঢাকা কন্ট্রিবিউটর এবং বাংলাদেশের সর্ববৃহত ই-মিডিয়া ডাইরেক্টরী ওয়েবসাইট “অলবিডিনিউজপেপারলিষ্ট” এর প্রতিষ্ঠাতা সাংবাদিক তুহিন সারোয়ার বাদী হয়ে ২৬ জানুয়ারী রাতে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। জিডি নং-১০৬৪/২৬,০১,২০২০ইং ।

    সাধারণ ডায়েরীতে আরো জানা যায়,
    গত ২০১৯ ইং সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখে তুহিন সারোয়ারের ছবিসহ একই অভিযোগ এনে Hafsa Ahmed Mitu নামের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস আপলোড করা হয়েছিলো এবং গত ০৫ জানুয়ারী ২০২০ ইং তারিখে ওই মানহানীকর,অপমানজনক স্ট্যাটাস দেবার কারনে উক্ত আইডিটির মালিক “হাফছা আহমেদ মিতু” দু:খ প্রকাশ করে এবং ভূল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেবার কারনে তুহিন সারোয়ার উক্ত আইডির মালিককে ক্ষমা করে সর্তক করে দিয়েছিলেন ।
    উক্ত ফেসবুক আইডিটির মালিক “হাফছা আহমেদ মিতু”র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বিকার করে বলেন,আমি কোন স্ট্যাটাস দিইনি এবং এই বিষয়ে কিছুই জানিনা কারন আমার আইডিটি হ্যাকিং হয়েছে । হ্যাকিং হবার বিষয়টি থানায় জিডি করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি থানায় জিডি করেননি ।

    গাছা থানা পুলিশ পরিদর্শক গোলাম রসুল জানান, সাংবাদিক তুহিন সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ করা স্ট্যাটাসগুলোর স্ক্রীনশর্টগুলো দেখেছি। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

  • মুজিববর্ষে দেশের ৭০০টি থানায় ৪টি করে হেল্পডেস্ক স্থাপন করা হবেঃ আইজিপি জাবেদ পাটোয়ারী

    মুজিববর্ষে দেশের ৭০০টি থানায় ৪টি করে হেল্পডেস্ক স্থাপন করা হবেঃ আইজিপি জাবেদ পাটোয়ারী

    মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।আইজিপি রবিবার সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

    সাংবাদিকদের একথা বলেন।

    জাবেদ পাটোয়ারী বলেন, গতবছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এরমধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

    আইজিপি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেয়া হবে।

    এরআগে আইজিপি পুলিশ লাইনস মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

    সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।