Author: sattersangbad24

  • সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব

    সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব। এতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের দেশী বিদেশী শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে দেশী-বিদেশী প্রায় বিশ হাজার শিক্ষার্থী।

    শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। ২২ জানুয়ারি বুধবার বিকেলে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    প্রতিমন্ত্রী এসময় বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সহয়তা নিয়ে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষা নিয়ে সরকারের অনেক চিন্তা ভাবনা রয়েছে। এজন্য দেশে আরও বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এছাড়া বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার উৎসাহ দিচ্ছে তারা যেন আরও শিক্ষার মান উন্নয়ন করে।

    অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

  • পাকিস্তান সফরকে নিয়ে দুই খেলোয়ারের পরিবার চিন্তিত

    পাকিস্তান সফরকে নিয়ে দুই খেলোয়ারের পরিবার চিন্তিত

    • স্পোর্টস ডেক্সঃ

    পাকিস্তান সফরে নিরাপত্তার কারণে দেশটিতে পাঠাতে ভয় পাচ্ছে পরিবার। বাংলাদেশের অভিজ্ঞ এ উইকেটকিপার ব্যাটসম্যানের সঙ্গে পারিবারিক বন্ধন রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। সম্পর্কে দুজন ভায়রাভাই। মুশফিক পরিবারের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন। তাদের শঙ্কায় পাকিস্তান সফরকে না বলে দিয়েছেন তিনি।

    এখন প্রশ্নটা হচ্ছে– মাহমুদউল্লাহর জন্য পাকিস্তান সফরকে ‘হ্যাঁ’ বলা কতটা কঠিন ছিল? মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

    বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, শুরুতে সিদ্ধান্ত নিতে গড়িমসি করেছি। তখন একটু কঠিন ছিল বৈকি। আমার পরিবারও চিন্তিত ছিল। পরিবারের সবার সঙ্গে কথা বলেছি। শেষমেষ তারা রাজি হয়েছে। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। তারা হয়তো অতটা উদ্বিগ্ন থাকবে না।

    মাহমুদউল্লাহ বলেন, আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। তবে এখন তা নিয়ে ভাবছি না। সর্বোপরি মাঠের পারফরম্যান্স নিয়ে চিন্তা করছি। কিন্তু মুশির সিদ্ধান্তকে সমর্থন করি। পরিবার নিয়ে সবসময় ভাবনা থাকে। তার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন থাকবে আমার।

    ২০১১ সালের জুনে জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদউল্লাহ। আর ২০১৪ সালের আগস্টে মিষ্টির ছোট বোন জান্নাতুল কিফায়াত মণ্ডির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মুশফিক। ভায়রা ভাইকে রেখেই বুধবার রাতে দলবল নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন মাহমুদউল্লাহ।

    আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। আর ২৫ ও ২৭ জানুয়ারি একই ভেন্যুতে গড়াবে বাকি দুটি ম্যাচ।

  • সাভারে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের নিয়ে বনভোজনে ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

    সাভারে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের নিয়ে বনভোজনে ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভার পৌর এলকার জমিদার বাড়িতে শতাধিক প্রতিবন্ধীদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

    সাভার পৌর ২, ৪ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে ২২ জানুয়ারি বুধবার আড়াপাড়া এলাকার জমিদার বাড়িতে এ
    বনভোজন অনুষ্ঠিত হয়।
    এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা এবং পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

    অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাসের কর্নধার রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সামাজিক সংগঠন সিডিডি এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাভার পৌর আওয়ামী লীগের রাশেদ খান মেনন, আমির হোসেন, জাহাঙ্গীর আলম খান। সাভার থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পান্না, জয়িতা জয়শ্রী, রাহিমা সহ সাভার পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    সাভারে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শতাধিক শিশুদের নিয়ে এ বনভোজনে ক্রীড়া বিজয়ীদের মাঝে সকলকে পুরস্কার প্রদান করা হয়।

  • সাভারে কারিতাসের আয়োজনে  ঝুকিপূর্ন জনগোষ্ঠীর মাঝে অর্ধশতাধীক কম্বল বিতরন

    সাভারে কারিতাসের আয়োজনে ঝুকিপূর্ন জনগোষ্ঠীর মাঝে অর্ধশতাধীক কম্বল বিতরন

    • সত্যেরসংবাদঃ

    সাভারে ঝুকিপূর্ন জনগোষ্ঠীর অন্যতম মাদকাসক্ত ও যৌন কর্মীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা কারিতাসের আয়োজনে এ কম্বল বিতরন করা হয়।

    সাভার পৌর এলাকার আড়াপাড়া সড়কে কারিতাস অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক,সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারি প্রকৌশলী এরশাদ হোসেন,কারিতাস প্রচেষ্টা প্রকল্প ইনচার্য ফরিদ আহম্মেদ খান,সাংবাদিক নজমুল হুদা শাহীন, অধ্যক্ষ এম এস শামীম,কারিতাস প্রচেষ্টা প্রকল্প এডুকেটর মুনমুন ইসলাম,সমাজ সেবক আবদুল আজিজ,যোশেফ রোজারিও,আবদুর রাজ্জাক,জন সুমন গমেজ,শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন মাদকাসক্ত ব্যক্তি ও যৌন কর্মীর হাতে শীত নিবারনের জন্য কম্বল তুলে দেয়া হয়।

  • এনাম মেডিকেল কলেজে’এ এমবিবিএস শিক্ষার্থীদের ১৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান

    এনাম মেডিকেল কলেজে’এ এমবিবিএস শিক্ষার্থীদের ১৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    এনাম মেডিকেল কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৭ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্মন্ন হয়েছে।
    বুধবার সকালে এনাম মেডিকেল কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।

    এনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আবদুল মান্নান শিকদারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

  • সাভার সদর ইউনিয়নের নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় দেওগাঁ এলাকার ভাড়াটিয়া ভবনটি অবমুক্ত হলোঃ নিপা রানা

    সাভার সদর ইউনিয়নের নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় দেওগাঁ এলাকার ভাড়াটিয়া ভবনটি অবমুক্ত হলোঃ নিপা রানা

    সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার সহধর্মিণী নিপা রানা ইউনের সকল উন্নয়ন কর্মকান্ডে কাজ করে যাচ্ছেন বলে জানান নিপা রানা। ( ভিডিও)

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেওগাঁ এলাকায় ভাড়া থাকা ভবনটি আজ ৭ নম্বর ওয়ার্ড কলমা এলাকায় নিজস্ব জায়গায় সাভার সদর ইউনিয়ন আজ নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় দেওগাঁ এলাকার ভাড়াটিয়া ভবনটি অবমুক্ত হলো।বর্তমান নবনির্মিত ভবনে একাবাসী সঠিকভাবে ইউনিয়নে সেবা পাবে। সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার সহধর্মিণী নিপা রানা ইউনের সকল উন্নয়ন কর্মকান্ডে কাজ করে যাচ্ছেন বলে জানান নিপা রানা।
    এলাকাবাসী জানান,তারা আজ আনন্দিত ও গর্বিত বহদিনের কাঙ্খিত আশা আজ পূরুন হয়েছে। বর্তমানে নবনির্মিত ভবনে সঠিকভাবে সেবা পাবে বলেও আশা করছেন তারা। এলাকার সকল নাগরিককে উৎসাহ উদ্দীপনার মনোভাব লক্ষ করা গেছে।

    উল্লেখ্য, সাভার উপজেলার সাভার সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত অসাধারণ শৈল্পিক নিদর্শনে নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে সাভার ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার ২১ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। অনেকে মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজিব,সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,রাজনৈতিক নেতৃবন্দ,এলাকার গন্যমাম্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ও উর্ধ্বতন প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সাভারে একটি হাউজিং কোম্পানিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

    সাভারে একটি হাউজিং কোম্পানিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

    • রফিকুল ইসলাম জিল্লু, সাভার থেকেঃ

    সাভারে জমি দখলকে কেন্দ্র করে একটি হাউজিং কোম্পানীতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের আকাশ নীলা ওয়েষ্টার্ণ সিটি লিমিটেডে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীদের হামলায় এসময় আহত হয়েছে অন্তত ৫ জন।এদিকে এঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয়রা।

    সন্ত্রাসীরা ঐসময় এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে বলে জানা গেছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, আমিনবাজারের বড়দেশী গ্রামে আকাশ নীলা ওয়েষ্টার্ণ সিটি লিমিটেডের এক’শ একর জমি রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় গ্রাম বাংলা হাউজিং কোম্পানীর ভাড়াটে সন্ত্রাসীরা
    ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে আকাশ নীলা ওয়েষ্টার্ণ সিটি লিমিটেডে হামলা চালায়। এসময় ঐ হাউজিং এর বিভিন্ন প্লটের দেওয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় ভাঙচুরে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা প্রায় ৫ জনকে পিটিয়ে আহত করে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্ট করে পালিয়ে যায়।

    এ ঘটনায় প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আকাশ নীলা ওয়েষ্টার্ণ সিটি লিমিটেড কতৃপক্ষ।
    স্থানীয়রা জানায়,গ্রাম বাংলা হাউজিং কর্তৃপক্ষের
    ভাড়াটে সন্ত্রাসীদের কারনে দিন দিন এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এর আগেও গ্রাম বাংলা
    এঘটনায় সাভার মডেল থানায় গ্রাম বাংলার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
    এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সবুরের নিকট জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • অসাধারণ শৈল্পিক নিদর্শনে সাভার সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন

    অসাধারণ শৈল্পিক নিদর্শনে সাভার সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    ঢাকা জেলার সাভার উপজেলার সাভার সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত অসাধারণ শৈল্পিক নিদর্শনে নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে সাভার ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার ২১ জানুয়ারি মঙ্গলবার
    বর্ণাঢ্য শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

    এসময় সাভার ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), মিসেস র‌ওশনারা লাভলী- সহধর্মিণী ত্রাণ প্রতিমন্ত্রী, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজিব, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সফল সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।

    অনুষ্ঠানে অনেকোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম মাজহারুল ইসলাম সুরুজ, বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মদ আলী মাস্টার, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ, আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শান্ত, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যানআনোয়ার হোসেন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বিরুলিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।

    সাভার ইউনিয়নে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এডিশনাল এসপি সাইদুর রহমান, সার্কেল এসপি তাহমিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ এফ এম সায়েদ সহ ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।

    এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাপৌর আওয়ামীলীগের স্থায়ী সদস্য রমজান আহমেদ, সাভার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু, ঢাকা জেলা ছাত্রলীগের হাফিজুর রহমান হাসান, মোবারক হোসেন পলকসহ সাভারের সর্বস্তরের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    সাভার সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানার সভাপতিত্বে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    সন্ধ্যার পর ঝমকালো আতশবাজী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

  • যশোর-৬ আসনের সংসদ সদস্য  ইসমাত আরা সাদেক-এর মৃত্যুতে সত্যের সংবাদ.কম’র পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ

    যশোর-৬ আসনের সংসদ সদস্য  ইসমাত আরা সাদেক-এর মৃত্যুতে সত্যের সংবাদ.কম’র পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ

    যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশানের প্রতিমন্ত্রী  ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।

    ২১ জানুয়ারি মঙ্গবার ঢাকার একটি হাসপাতালে  বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন এমপি ইসমাত আরা সাদেক-তার মৃত্যুতে সত্যের সংবাদ.কম’র পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশক করা হলো এবং তাঁর রুহের মাগফরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।

    কর্তৃপক্ষ
    সত্যের সংবাদ.কম

  • সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ত্যাগী নেত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের শোক প্রকাশ

    সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ত্যাগী নেত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের শোক প্রকাশ

    • ষ্টাফ রিপোর্টারঃ

    সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ত্যাগী নেত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যশোরে নিজ নির্বাচনী এলাকায়। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবার- পরিজনসহ রাজনৈতিক নেতা কর্মীরা।

    ২১ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

    সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেকের এই সহধর্মিণী ইসামত আরা সাদেক ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের পক্ষে টিকিটে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম যশোর থেকে সরাসরি জনগণের ভোটে নারী সংসদ সদস্য নির্বাচিত হন। বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে প্রথমে গণশিক্ষা ও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন।

    ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে পুনরায় যশোর-৬ আসন থেকে ত্যাগী এই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

    ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এএসএইচকে সাদেক আওয়াম লীগে যোগ দেন।

    ১৯৯৬ সালে তিনি কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তখন থেকে তিনি যশোর জেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    ২০১৪ সালের ১২ জানুয়ারি তারিখে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। ২০১৪ সালের ১৫ জানুয়ারি তারিখে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া দিলে সততার সহিত দ্বায়িত্ব পালন করেন।

    ইসমত আরা সাদেকের স্বামী এএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে ইসমত আরা সাদেক এক ছেলে ও এক মেয়ের মা। তার ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক একজন স্থপতি।